|
|
|
|
পুরভোট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে বামেরা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও হলদিয়া |
আসন্ন পুরভোটে প্রকৃত ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার জন্য শাসক তৃণমূল ‘পরিকল্পনা’ করছে বলে অভিযোগ করল সিপিএম তথা বামফ্রন্ট। বৃহস্পতিবার ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডেকে চিঠি দেন। তাঁর অভিযোগ, তৃণমূলের প্রার্থীরা আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তৃণমূল নিয়মিত ফ্রন্টের প্রার্থী-কর্মীদের ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। ভোটের দিন ‘বহিরাগত’ দুষ্কৃতীরা ‘সক্রিয়’ ভূমিকা নেবে বলে তাঁর আশঙ্কার কথাও মীরা পাণ্ডেকে জানান বিমানবাবু। সিপিএমের আরও অভিযোগ, সরকারে তৃণমূলের শরিক কংগ্রেসকেও প্রচারে বাধা দেওয়া হচ্ছে।
ঘটনাচক্রে, এ দিনই হলদিয়ায় কংগ্রেস এবং সিপিএম প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ঝর্না গিরির স্বামী ও আত্মীয়-বন্ধুদের রাস্তায় এনে তৃণমূলের লোকেরা মারধর করেছে বলে অভিযোগ। ঝর্নাদেবীর স্বামী-সহ পাঁচ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এ দিন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ মণ্ডল-সহ ৭০ জন নেতা-কর্মী-সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ঝর্নাদেবী। বুধবার রাতেই অণিমা হালদার নামে ২২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর স্বামীকেও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল দু’টি অভিযোগই অস্বীকার করেছে।
৩ জুন হলদিয়া, দুর্গাপুর, পাঁশকুড়া-সহ ছ’টি পুরসভার ভোট। হলদিয়া ও পাঁশকুড়ায় কী ভাবে বাম প্রার্থী ও কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, তার নির্দিষ্ট তথ্য রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে বামেরা। শরিক দলের নেতাদের নিয়ে পুরভোটের দায়িত্বপ্রাপ্ত সিপিএম নেতা রবীন দেব বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ-সহ বার বার কমিশনকে চিঠি দেওয়া সত্ত্বেও জবাব মিলছে না।” পুলিশ-প্রশাসনও ‘নিরপেক্ষ’ নয় বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, “ফ্রন্টের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলে কেবল জেনারেল ডায়েরি হিসাবে নথিভুক্ত করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু ফ্রন্টের কারও বিরুদ্ধে তৃণমূল থানায় অভিযোগ করলেই তার বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে।” রবীনবাবু জানান, হলদিয়ার ভবানীপুর এবং পাঁশকুড়া থানার আইসি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এ দিন সিপিআই, ফব, আরএসপি, সপা-সহ বাম শরিকদের সঙ্গে নিয়ে আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠক করে রবীনবাবু জানান, ফ্রন্ট ঐক্যবদ্ধ ভাবে প্রচার ও তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করছে। যদিও সেখানে উপস্থিত সপা নেতা নজরুল ইসলাম পরে বলেন, নলহাটি পুরসভায় একটি আসনে ঐক্য হলেও অন্য দুটি আসনে সিপিএম-সিপিআইয়ের সঙ্গে তাঁদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা’ হচ্ছে। হলদিয়া ও পাঁশকুড়ায় তৃণমূল একতরফা ভোট করতে চাইছে অভিযোগ করে রবীনবাবু বলেন, “কেবল সিপিএম নেতা তমালিকা পণ্ডা শেঠ বা সিপিআই নেতা চিত্ত দাস ঠাকুরের উপরেই হামলা হচ্ছে তা নয়, কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র, অরুণাভ ঘোষকেও প্রচারে বাধা দেওয়া হয়েছে।” |
|
|
|
|
|