ধানবীজ পাবেন ক্ষতিগ্রস্ত চাষিরা |
সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথাপিছু ছয় কিলোগ্রাম করে ধানের বীজ দেবে রাজ্য সরকার। কৃষি দফতর সূত্রের খবর, এপ্রিল-মে মাসের ঝড়বৃষ্টিতে শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আর্থিক পরিমাণ ১৬২ কোটি টাকারও বেশি। ক্ষতিগ্রস্ত ফসলের অধিকাংশই ধান। ক্ষতিপূরণের বীজ দিতে দুর্যোগ মোকাবিলা দফতর প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছে বলে কৃষি দফতরের এক পদস্থ অফিসার জানান। তিনি বলেন, এ বার চাষ হয়েছে ১০ লক্ষ ৬৯ হাজার ৪৪২ হেক্টর জমিতে। এর মধ্যে ১০ লক্ষ ৬৯ হাজার ৪৪২ হেক্টর জমির ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এক লক্ষ ৩৬ হাজার ৮২৫ হেক্টর জমির চাষ পুরোপুরি নষ্ট। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বর্ধমান, মালদহ, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ধান চাষের ক্ষতির মাত্রা বেশি। ক্ষতিগ্রস্ত অন্যান্য ফসলের মধ্যে আছে তিল, ভুট্টা, গম ও ডাল।
|
স্কুলে নিয়োগ পরীক্ষা হবে ২৯ জুলাইয়েই |
স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা নির্ধারিত দিনে, অর্থাৎ ২৯ জুলাইয়েই হবে বলে জানিয়ে দিলেন কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার তিনি বলেন, “ওই সময় রোজা চলায় পরীক্ষা পিছোনো হতে পারে বলে একটা গুজব ছড়িয়েছে। কিন্তু সেটা ঠিক নয়। পরীক্ষা আর কোনও মতেই পিছোনো যাবে না।” স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এর আগেই দু’-দু’বার পিছিয়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত পরীক্ষার দিন ধার্য হয়েছে ২৯ জুলাই। এ বার প্রায় ৫৫ হাজার পদের জন্য সাত লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন বলে জানান চিত্তরঞ্জনবাবু। এ দিন তিনি জানান, শিক্ষার অধিকার আইন অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে সব স্কুলে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। তাই আর পরীক্ষা পিছোনোর উপায় নেই। পরীক্ষা যদি ২৯ জুলাইয়েরও পরে হয়, তা হলে ওই সময়ের মধ্যে এত পদে নিয়োগের কাজ শেষ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে বলে মন্তব্য করেন চেয়ারম্যান।
|
পলিটেকনিকে ভর্তি পরীক্ষার ফল |
বিভিন্ন পলিটেকনিক কলেজে ভর্তির জন্য ২০১২ সালের ‘জেক্সপো’ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এই পরীক্ষা নেওয়া হয়েছিল ৬ মে। মাত্র ১৮ দিনের মাথায় রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায় এ দিন ওই পরীক্ষার ফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১৯২। গত বছরের চেয়ে প্রায় ২২ হাজার বেশি বলে কারিগরি শিক্ষা দফতর সূত্রের খবর। ওই দফতর জানিয়েছে, ২৬ জুন কাউন্সেলিং শুরু হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। |