মাঝরাতে পরপর তিনটি বাড়িতে লুঠপাটের অভিযোগ উঠল বিষ্ণুপুরের বাঁকাদহে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতের ঘটনা হলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরমের জন্য ওই তিনটি পরিবারের লোকজন বুধবার রাতে বাড়ির উঠোনে ঘুমাচ্ছিলেন। দরজা খোলা ছিল। বাড়ির ভিতরে ছিলেন মহিলারা। সেই সুযোগে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলে অভিযোগ। কর্মকার পাড়ায় যে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে, তাঁরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। লক্ষীকান্ত সেনাপতি জানান, কাঠের আসবাবপত্র তৈরি করে, মাছ ধরে কোনও ভাবে তাঁদের দিন চলে। তাঁর অভিযোগ, “হঠাৎ মাঝরাতে বাড়ির ভিতরে জনা পনেরো দুষ্কৃতী ঢুকে পড়ে। তাদের হাতে বন্দুক ও ভোজালি ছিল। গামছা, কাপড় ও রুমালে সবার মুখ ঢাকা ছিল। তাদেরই একজন আমার বুকে বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র তুলে দেওয়ার হুমকি দেয়। এরপর তারা ঘরের ভিতর থেকে কিছু গয়না ও মোবাইল নিয়ে পালায়।” এরপর দুষ্কৃতীরা হানা দেয় পড়শি কিরীটী কর্মকার ও শিবানী বাগদির বাড়িতে। অভিযোগ, তাঁদের বাড়ি থেকেও টাকা, মোবাইল, গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
|
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। পাত্রসায়র থানার আখড়াশাল গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত ১৬ মে লক্ষীপ্রিয়া মিদ্যা (২০) নামে ওই বধূ বাড়িতে কীটনাশক খান। ২০ মে বাঁকুড়া মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। বধূর বাবা অজয় মল্লিক বুধবার পাত্রসায়র থানায় তাঁর জামাই সুভাষ মিদ্যা-সহ চার জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজ চলছে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানবোঝাই ট্রাক উল্টে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছেন আরও ৪ শ্রমিক। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে খাতড়া থানার কেশিয়ার জঙ্গলে, কেশিয়া-হাড়মাসড়া রাস্তায়। পুলিশ জানায়, মৃতের নাম সুনীল মুর্র্মু (৪০)। বাড়ি তালড্যাংরার চৌবেটা গ্রামে। আহতেরা বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসাধীন।
|
মোটরবাইক চুরি করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সারেঙ্গা এলাকার ঘটনা। ধৃত রাইপুরের উপরবাঁধের কালাম খাঁ ও ধরমপুরের মান্নান খাঁকে বৃহস্পতিবার খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ৭ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |