চোলাই খেয়ে অসুস্থ ১৮ সন্দেশখালিতে |
চোলাই খেয়ে অসুস্থ হয়ে পড়লেন কয়েকজন গ্রামবাসী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার জয়গোপালপুর গ্রামে। এ দিন সকালে অসুস্থদের মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেয়ে সন্দেশখালি থানার ওসি বাহিনী নিয়ে গ্রামে গিয়ে দুটি মদের ভাটি ভেঙে দেন। তবে ভাটিখানার মালিক রঞ্জিত পাইপ পলাতক বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই রঞ্জিত পাইক এলাকায় চোলাই মদের ব্যবসা শুরু করেছে। বুধবার রাতে ওই ঠেক থেকে যারা চোলাই খেয়েছিলেন তাঁদের অধিকাংশই বৃহস্পতিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন। প্রসঙ্গত, এলাকাবাসীর বিশেষত মহিলাদের অভিযোগ, গ্রামে চোলাইয়ের বিক্রি বাড়ায় অশান্তি বেড়েছে। দিনের রোজগারের অনেকটাই বাড়ির পুরুষরা চোলাই খেয়ে নষ্ট করে আসে। মাঝেমধ্যে পুলিশ তৎপরতায় চোলাই বিক্রি কয়েক দিন বন্ধ থাকলেও তা একেবারে বন্ধ হয়নি। এর পাশাপাশি বাড়ছে চুরি, ছিনতাইয়ের ঘটনাও।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত জয়ন্তী মণ্ডল (১৫) স্থানীয় হেমনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ দিন সকালে ঘুম থেকে ডেকে সাড়া না পাওয়ায় বাড়ির লোক চিকিৎসককে ডাকেন। ওই সময় জয়ন্তীর কান দিয়ে রক্ত ঝরছিল। পরীক্ষার পর চিকিৎসক জানান অতিরিক্ত গরমেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে। হেমনগর থানার ওসি অমলেশ বালা বলেন, “একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে ময়না-তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।”
|
বান্ধবীর ব্যাঙ্ক ঋণ শোধের জন্য সংস্থার টাকা আত্মসাৎ ও মিথ্যা অপহরণের নাটক করায় অভিযুক্ত মন্টু বিশ্বাসের চার দিনের জেল হেফাজত হল। বৃহস্পতিবার তাকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, মিনাখাঁর ঘোনরবন গ্রামের বাসিন্দা মন্টু মোবাইল সংস্থার ৮৫ হাজার টাকা নিয়ে পালিয়েছিল। এরপর সে অপহরণের গল্প সাজিয়ে আরও ২ লাখ টাকা হাতানোর পরিকল্পনা করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ মোবাইল টাওয়ারের সাহায্যে মন্টুকে বসিরহাটের ভ্যাবলা স্টেশন থেকে গ্রেফতার করে। মন্টুর দেখিয়ে দেওয়া জায়গা থেকে উদ্ধার হয় মোবাইল সংস্থার খোওয়া যাওয়া টাকাও।
|
খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটে কাকদ্বীপের অক্ষয়নগর-গোপালপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত শিশুটির নাম বরুণ পুরকাইত (৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে পুকুরে তার দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে গেলে বরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
|
এক যুবকের গলাকাটা মৃতদেহ মিলল। বৃহস্পতিবার, সোনারপুরের গাজিপাড়া থেকে। মৃতের নাম রাজেশ গাজি (২৪)। পুলিশ জানায়, রাজেশ একটি ঠিকাদার সংস্থায় কাজ করত। পুলিশের অনুমান, জমি সংক্রান্ত বিবাদে ওই যুবককে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, এই ঘটনায় তাঁর পরিবারের সদস্যেরা জড়িত। তার জেরে রাজেশের বাড়িতে ভাঙচুর চালান এলাকাবাসী। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |