টুকরো খবর
পাঁচশো শিশুর অবিরাম অঙ্কনে রামকিঙ্কর-স্মরণ
আর্ট অ্যাকাডেমির রামকিঙ্কর মঞ্চে ক্যানভাসের একাংশ।
এখানেই কোলাজের মাধ্যমে ছবি ফুটিয়ে তুলবে শিশুরা। ছবি: দেবরাজ ঘোষ।
দীর্ঘ এক সাদা ক্যানভাস। বিরামহীন ভাবে সেই ক্যানভাসে কোলাজের মাধ্যমে ছবি ফুটিয়ে তুলবে পাঁচশো শিশু। টানা ৫৭ ঘন্টা ধরে সম্মিলিত ভাবে পালা করে শতাধিক শিশুর অংশগ্রহণে পূর্ণতা পাবে ক্যানভাসটি। আজ, শুক্রবার বিশিষ্ট শিল্পী ও ভাস্কর রামকিঙ্কর বেইজ-এর ১০৬তম জন্মদিনে এমন অভিনব ভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করবেন ঝাড়গ্রাম আর্ট অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এ দিনই আর্ট অ্যাকাডেমির উদ্যোগে শুরু হচ্ছে ১৫তম শিশু উৎসব। তিন সপ্তাহ ব্যাপী এই উৎসব চলবে ১৪ জুন পর্যন্ত। শুক্রবার শিশুদের সম্মিলিত ওই চিত্রাঙ্কন দিয়েই উৎসবের সূচনা হবে। আর্ট অ্যাকাডেমির রামকিঙ্কর মঞ্চে ৯০ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া একটি ক্যানভাস তৈরি করা হয়েছে। চিত্রাঙ্কন শুরু হবে শুক্রবার সকাল ১১টায়। চলবে রবিবার রাত ৮টা পর্যন্ত। আর্ট অ্যাকাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র জানান, মূলত রঙিন কাগজের টুকরো দিয়ে নব্বই ফুট লম্বা এবং চার ফুট চওড়া ক্যনভাসে একটিই ছবি তৈরি করবে শিশুরা। ছবির বিষয়বস্তু ‘প্রকৃতির মাঝে শিশুরা’। শিশু উৎসব উপলক্ষে ২৮ মে থেকে ৮ জুন পর্যন্ত পটচিত্র অঙ্কন, হস্তশিল্প, জল রং ও পেন-পেনসিলে অঙ্কন এবং নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নাটক, গান, পাপেট-শো, নৃত্যানুষ্ঠান ও গল্প শোনার আসর।

ভুয়ো রেশন কার্ড উদ্ধারে উদ্যোগ
ভুয়ো রেশন কার্ড উদ্ধারে উদ্যোগী হয়েছে পূবর্র্ মেদিনীপুর জেলা খাদ্য সরবরাহ দফতর। বুধবার কাঁথিতে জেলা খাদ্য সরবরাহ দফতরের পর্যালোচনা সভায় ভুয়ো ও মৃত রেশন কার্ড উদ্ধারের জন্য ত্রিস্তর পঞ্চায়েত, প্রশাসন, জনপ্রতিনিধি ও এমআর ডিলারদের মধ্যে সমন্বয় তৈরি করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভুয়ো রেশন কার্ড বাতিল করার সঙ্গে সঙ্গে নতুন রেশন কার্ড বিলি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। জেলা খাদ্য নিয়ামক নবরাজ বড়ুয়া, জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ মিঠু অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, মহকুমা খাদ্য নিয়ামক জামিন এজাজ ছাড়াও মহকুমার ৮টি ব্লকের উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, খাদ্য কর্মাধ্যক্ষ ও রেশন ডিলাররা ছিলেন বৈঠকে। জেলায় ৩৬ হাজার ভুয়ো রেশন কার্ড বাতিল করার পরেও লক্ষাধিক ভুয়ো রেশন কার্ড রয়ে গিয়েছে বলে অনুমান জেলা খাদ্য সরবরাহ দফতরের। অন্নপূর্ণা ও অন্ত্যোদয় যোজনাতেও ভুয়ো কার্ড রয়েছে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা।

‘কিষান মাণ্ডি’ প্রকল্পের কাজ শুরু
জেলার ২৫টি ব্লকে ‘কিষান মাণ্ডি’ নির্মাণের জন্য জমি চিহ্নিত করতে পঞ্চায়েত সমিতিগুলিকে সম্প্রতি চিঠি দিয়েছিল প্রশাসন। নাবার্ডের আর্থিক সহযোগিতায় আগামী ৫ বছরের মধ্যে এই কাজ করার লক্ষ্য নিয়েছে খাদ্য ও খাদ্য সরবরাহ দফতর। প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত বা সরকারি কোনও দফতর ওই জমি খাদ্য দফতরকে হস্তান্তর করলে তাতেই ‘কিশান মাণ্ডি’ তৈরির কাজ শুরু হবে। তাই প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতিগুলিকে সরকারি খাস জমি থেকেই এই প্রকল্পের জমি দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন জানান, প্রতিটি ব্লকে ২ একর করে জমির প্রয়োজন। কাঁথির ৩ টি, রামনগরের ২টি, চণ্ডীপুর, এগরা-২ ও পটাশপুর-২ ব্লক ইতিমধ্যেই জমি চিহ্নিত করে ফেলেছে। এগরা-২ ব্লকের মল্লিকপুর মৌজায়, পটাশপুর-২ ব্লকের চন্দনপুর মৌজায় জমির সীমানা নির্ধারিত করার জন্য ব্লক ভূমি দফতরকে চিঠিও করা হয়েছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু
সাইকেলে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। বুধবার সন্ধ্যায় চণ্ডীপুর থানা এলাকার নরঘাট বাজারে দিঘা-কলকাতা রাজ্যসড়কে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম বাবুলাল জানা (১৪)। বাড়ি চণ্ডীপুরের নরগ্রামে। দুর্ঘটনার পরে ওই কিশোরকে গুরুতর জখম অবস্থায় প্রথমে চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই মৃত্যু হয় তার।

ডিএসও’র দাবি
কোনও ভাবেই বিএডের ‘ফি’ বৃদ্ধি করা যাবে না বলে দাবি জানাল ডিএসও। বৃহস্পতিবার এই ছাত্র সংগঠনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সেল্ফ ফিনান্সড’ কিছু বিএড কলেজ ভর্তি ফি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কাছে ফি বৃদ্ধির আবেদন রাখছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত, এই আবেদন সাড়া না দেওয়া। ডিএসও’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায় বলেন, “শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না।” সরকারি উদ্যোগে নতুন কলেজ খোলা এবং আসন বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে।

কৃতীদের সম্মান
বৃত্তি পরীক্ষায় জেলা স্তরে কৃতী প্রাথমিক ছাত্রদের পুরস্কৃত করল কাঁথি আঞ্চলিক প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। বুধবার কাঁথি টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১০-১১ ও ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষার ১৬০ জন কৃতীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্তিক চন্দ্র ঘোড়ই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.