|
|
|
|
পুরভোটে নজরবন্দি হলদিয়া
|
ওয়ার্ড ৪ |
পাঁশকুড়া পুরাতন বাজার, নারান্দা পশ্চিম অংশ, দক্ষিণ গোপালপুর, হাটপাড়া নিয়ে এই ওয়ার্ড। বুথ ২টি। ভোটার ১৫৬০। |
রাস্তা কেমন |
জাতীয় ও রাজ্য সড়ক সংলগ্ন রাস্তা ঢালাইয়ের। তফসিলি পাড়া, নিউ মাস্টার কলোনির রাস্তা বেহাল। |
জলের হাল |
পঞ্চায়েত আমল থেকেই জল সরবরাহ ব্যবস্থা রয়েছে। তবে, চাহিদার তুলনায় জোগান কম। |
পথবাতি |
বাজার এলাকার মূল রাস্তায় পথবাতি রয়েছে। বসতি এলাকার অধিকাংশ রাস্তায় পথবাতি নেই। |
নিকাশি |
অধিকাংশ নিকাশিনালা কাঁচা। নতুন রাস্তা তৈরির সময়েও নিকাশির জন্য পরিকল্পনা নেওয়া হয়নি। |
সাফাই |
পুরসভার তরফে জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। ফলে যত্রতত্র নোংরা পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
পথবাতি বসানোর পাশাপাশি নিকাশি ব্যবস্থা গড়ে তোলা। |
নাগরিকের চোখে |
পানীয় জল, রাস্তার কাজ কিছুটা হয়েছে। কিন্তু কাউন্সিলর উদ্যোগী নন।
অশোক ভুঁইয়া, শ্রমিক। |
কাউন্সিলর বলেন |
পুরবোর্ডের বঞ্চনা-পক্ষপাতিত্ব সত্ত্বেও কাজ করার চেষ্টা করেছি।
রবীন্দ্রনাথ সেনগুপ্ত, সিপিএম। |
বিরোধী মত |
কাউন্সিলর উন্নয়নের চেষ্টা করেননি। পুরসভাতেই দীর্ঘ দিন যাননি।
শেখ সমীরুদ্দিন, তৃণমূল। |
|
|
|
৪ নম্বর ওয়ার্ডে সরু রাস্তা। |
|
ওয়ার্ড ৫ |
নারান্দার পূর্ব-মধ্য ভাগ, কনকপুরের উত্তর অংশ, বালিডাংরির একাংশ নিয়ে ওয়ার্ড। বুথ ৩টি। ভোটার ২৩৫৮। |
রাস্তা কেমন |
মূল রাস্তাটি আংশিক পাকা, আংশিক মোরামের। মাস্টার কলোনির রাস্তা অসম্পূর্ণ। |
জলের হাল |
৬টি সাব-মার্সিবল পাম্প থাকা সত্ত্বেও জল সরবরাহ নিয়ে নানা অভিযোগ রয়েছে। |
পথবাতি |
জাতীয় সড়ক থেকে নারান্দা পর্যন্ত রাস্তায় পথবাতি আছে। বসতি এলাকায় অল্পই পথবাতি আছে। |
নিকাশি |
মূল নিকাশি খাল সংস্কার হয়নি দীর্ঘ দিন। অধিকাংশ নর্দমাই কাঁচা। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। যত্রতত্র আবর্জনার স্তূপ পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
নিকাশি ও সাফাই ব্যবস্থা গড়ে তোলা এলাকাবাসীর মূল চাহিদা। |
নাগরিকের চোখে |
কোনও কাজই তেমন হয়নি। কাউন্সিলর উদ্যোগী নন।
শেখ কাসিমুদ্দিন, বেকার। |
কাউন্সিলর বলেন |
পুরবোর্ডের সহযোগিতা পাইনি। তবুও যতটা সম্ভব কাজ করেছি।
আশিস ভৌমিক, সিপিএম। |
বিরোধী মত |
এলাকার উন্নয়নে কাউন্সিলরের ভূমিকা ছিল না বললেই চলে।
আশিস চক্রবর্তী, তৃণমূল। |
|
|
|
৫ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি। |
|
ওয়ার্ড ৬ |
বালিডাংরি, তিলন্দপুরের একাংশ, দক্ষিণ গোপালপুরের একাংশ নিয়ে এই ওয়ার্ড। বুথ ২টি। ভোটার ১৭৩২। মহিলা সংরক্ষিত আসন। |
রাস্তা কেমন |
অধিকাংশ রাস্তা ঢালাইয়ের। বালিডাংরি ক্যানেল বাঁধের রাস্তা ইটের। |
জলের হাল |
১৩টি সাব-মার্সিবল পাম্প দিয়ে জল সরবরাহ হয়। পানীয় জলের সমস্যা নেই। |
পথবাতি |
বিভিন্ন রাস্তা মিলিয়ে ২৫টি পথবাতি আছে। আরও পথবাতি প্রয়োজন। |
নিকাশি |
একটি বড় ও একটি ছোট নিকাশিনালা আংশিক পাকা। বাকি সমস্তই কাঁচা। |
সাফাই |
জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে। |
বিশেষ চাহিদা |
বস্তি এলাকার উন্নয়ন অন্যতম চাহিদা। |
নাগরিকের চোখে |
নিকাশি ও জঞ্জাল সাফাই করতে হবে। তবে, কাউন্সিলর ভাল কাজ করেছেন।
মধুশ্রী মাইতি, বধূ। |
কাউন্সিলর বলেন |
যথেষ্ট কাজ হয়েছে। বস্তি এলাকায় ২১টি বাড়ি তৈরি করা হয়েছে।
সুপর্ণা পারিয়াল, তৃণমূল। |
বিরোধী মত |
বাম পুরবোর্ডের সময় ৫টি সাব-মার্সিবল পাম্প বসেছিল। এখন কাজ থমকে গিয়েছে।
প্রণতি কর, সিপিআই |
|
|
|
৬ নম্বর ওয়ার্ডে রাস্তা এখনও ইটের। |
তথ্য: আনন্দ মণ্ডল।
ছবি: পার্থপ্রতিম দাস। |
|
|
|
|
|