পুরভোটে নজরবন্দি হলদিয়া

ওয়ার্ড ৪ পাঁশকুড়া পুরাতন বাজার, নারান্দা পশ্চিম অংশ, দক্ষিণ গোপালপুর, হাটপাড়া নিয়ে এই ওয়ার্ড। বুথ ২টি। ভোটার ১৫৬০।
রাস্তা কেমন জাতীয় ও রাজ্য সড়ক সংলগ্ন রাস্তা ঢালাইয়ের। তফসিলি পাড়া, নিউ মাস্টার কলোনির রাস্তা বেহাল।
জলের হাল পঞ্চায়েত আমল থেকেই জল সরবরাহ ব্যবস্থা রয়েছে। তবে, চাহিদার তুলনায় জোগান কম।
পথবাতি বাজার এলাকার মূল রাস্তায় পথবাতি রয়েছে। বসতি এলাকার অধিকাংশ রাস্তায় পথবাতি নেই।
নিকাশি অধিকাংশ নিকাশিনালা কাঁচা। নতুন রাস্তা তৈরির সময়েও নিকাশির জন্য পরিকল্পনা নেওয়া হয়নি।
সাফাই পুরসভার তরফে জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। ফলে যত্রতত্র নোংরা পড়ে থাকে।
বিশেষ চাহিদা পথবাতি বসানোর পাশাপাশি নিকাশি ব্যবস্থা গড়ে তোলা।
নাগরিকের চোখে পানীয় জল, রাস্তার কাজ কিছুটা হয়েছে। কিন্তু কাউন্সিলর উদ্যোগী নন।
অশোক ভুঁইয়া, শ্রমিক।
কাউন্সিলর বলেন পুরবোর্ডের বঞ্চনা-পক্ষপাতিত্ব সত্ত্বেও কাজ করার চেষ্টা করেছি।
রবীন্দ্রনাথ সেনগুপ্ত, সিপিএম।
বিরোধী মত কাউন্সিলর উন্নয়নের চেষ্টা করেননি। পুরসভাতেই দীর্ঘ দিন যাননি।
শেখ সমীরুদ্দিন, তৃণমূল।

৪ নম্বর ওয়ার্ডে সরু রাস্তা।

ওয়ার্ড ৫ নারান্দার পূর্ব-মধ্য ভাগ, কনকপুরের উত্তর অংশ, বালিডাংরির একাংশ নিয়ে ওয়ার্ড। বুথ ৩টি। ভোটার ২৩৫৮।
রাস্তা কেমন মূল রাস্তাটি আংশিক পাকা, আংশিক মোরামের। মাস্টার কলোনির রাস্তা অসম্পূর্ণ।
জলের হাল ৬টি সাব-মার্সিবল পাম্প থাকা সত্ত্বেও জল সরবরাহ নিয়ে নানা অভিযোগ রয়েছে।
পথবাতি জাতীয় সড়ক থেকে নারান্দা পর্যন্ত রাস্তায় পথবাতি আছে। বসতি এলাকায় অল্পই পথবাতি আছে।
নিকাশি মূল নিকাশি খাল সংস্কার হয়নি দীর্ঘ দিন। অধিকাংশ নর্দমাই কাঁচা।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও ব্যবস্থা নেই। যত্রতত্র আবর্জনার স্তূপ পড়ে থাকে।
বিশেষ চাহিদা নিকাশি ও সাফাই ব্যবস্থা গড়ে তোলা এলাকাবাসীর মূল চাহিদা।
নাগরিকের চোখে কোনও কাজই তেমন হয়নি। কাউন্সিলর উদ্যোগী নন।
শেখ কাসিমুদ্দিন, বেকার।
কাউন্সিলর বলেন পুরবোর্ডের সহযোগিতা পাইনি। তবুও যতটা সম্ভব কাজ করেছি।
আশিস ভৌমিক, সিপিএম।
বিরোধী মত এলাকার উন্নয়নে কাউন্সিলরের ভূমিকা ছিল না বললেই চলে।
আশিস চক্রবর্তী, তৃণমূল।

৫ নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি।

ওয়ার্ড ৬ বালিডাংরি, তিলন্দপুরের একাংশ, দক্ষিণ গোপালপুরের একাংশ নিয়ে এই ওয়ার্ড। বুথ ২টি। ভোটার ১৭৩২। মহিলা সংরক্ষিত আসন।
রাস্তা কেমন অধিকাংশ রাস্তা ঢালাইয়ের। বালিডাংরি ক্যানেল বাঁধের রাস্তা ইটের।
জলের হাল ১৩টি সাব-মার্সিবল পাম্প দিয়ে জল সরবরাহ হয়। পানীয় জলের সমস্যা নেই।
পথবাতি বিভিন্ন রাস্তা মিলিয়ে ২৫টি পথবাতি আছে। আরও পথবাতি প্রয়োজন।
নিকাশি একটি বড় ও একটি ছোট নিকাশিনালা আংশিক পাকা। বাকি সমস্তই কাঁচা।
সাফাই জঞ্জাল সাফাইয়ের কোনও বন্দোবস্ত নেই। যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকে।
বিশেষ চাহিদা বস্তি এলাকার উন্নয়ন অন্যতম চাহিদা।
নাগরিকের চোখে নিকাশি ও জঞ্জাল সাফাই করতে হবে। তবে, কাউন্সিলর ভাল কাজ করেছেন।
মধুশ্রী মাইতি, বধূ।
কাউন্সিলর বলেন যথেষ্ট কাজ হয়েছে। বস্তি এলাকায় ২১টি বাড়ি তৈরি করা হয়েছে।
সুপর্ণা পারিয়াল, তৃণমূল।
বিরোধী মত বাম পুরবোর্ডের সময় ৫টি সাব-মার্সিবল পাম্প বসেছিল। এখন কাজ থমকে গিয়েছে।
প্রণতি কর, সিপিআই

৬ নম্বর ওয়ার্ডে রাস্তা এখনও ইটের।

তথ্য: আনন্দ মণ্ডল।
ছবি: পার্থপ্রতিম দাস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.