টুকরো খবর
সিপিএম অফিসে হামলার নালিশ দাঁতনে
সিপিএমের ধনেশ্বরপুর জোনাল কমিটির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল সমর্থদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দাঁতন-২ ব্লক সদর ধনেশ্বরপুরে। যদিও সিপিএমের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। মঙ্গলবার বিকালে বিডিওর কাছে তৃণমূলের স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শৈবাল গিরি বলেন, “বিক্ষোভ চলাকালীন স্থানীয় ব্যবসায়ী সিপিএমের ধনেশ্বরপুর শাখা কমিটির সদস্য বঙ্কিম জানা আমাদের দলনেত্রীর নামে গালিগালাজ করেন। জোড়াগেড়িয়া ফাঁড়িতে অভিযোগ জানাই। পুলিশ ব্যবস্থা না নেওয়ায় দলীয় সমর্থকরা ক্ষুব্ধ ছিল।” সিপিএম নেতা তথা দাঁতন-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর গিরি বলেন, “একজন সম্মানীয় মহিলাকে গালাগাল করা কুৎসিত রুচির পরিচয়। বুধবার এ জন্য আমি শৈবালবাবুর সঙ্গে আলোচনা করে দুঃখ প্রকাশও করেছি। কিন্তু বৃহস্পতিবার ওই প্রসঙ্গ তুলে আমাদের জোনাল কমিটির কার্যালয়ে ইট-পাটকেল ছোড়া হয়। পরে অবশ্য তৃণমূল নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।” শৈবালবাবু অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে তৃণমূলের করা অভিযোগের তদন্ত চলছে।

শালবনিতে স্কুলের অনুষ্ঠান
শালবনির গড়মাল প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠান হল বিদ্যালয় প্রাঙ্গণে। গড়মাল প্রাথমিক বিদ্যালয়ের ৭৪ তম প্রতিষ্ঠা দিবস, রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন এবং নবনির্মিত শ্রেণিকক্ষের দ্বারোদ্ঘাটন উপলক্ষেই এই অনুষ্ঠান। ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, সদর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ প্রমুখ। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকাও প্রকাশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় ছাত্রছাত্রীরা। গড়মাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণকুমার মান্না এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ সিংহ জানান, সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন।

বিক্ষোভ মিছিল
ফের পেট্রলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ- মিছিল করল এসইউসি। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে এই মিছিল হয়। পরে জেলাশাসকের দফতর সামনে হয় বিক্ষোভ কর্মসূচি। পেট্রলিয়ামমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হয়। নেতৃত্ব দেন জেলা সম্পাদক অমল মাইতি, রঞ্জিত গুপ্ত, তপন দাস প্রমুখ। নেতৃত্বের বক্তব্য, ফের পেট্রোলের দাম বাড়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ। যাঁরা সরাসরি পেট্রল ব্যবহার করেন না, তাঁদেরও সমস্যায় পড়তে হবে। উৎপাদন, পরিবহণ-সহ নানা কারণে সব ক্ষেত্রেই মূল্যবৃদ্ধি ঘটবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.