|
|
|
|
|
পাঁশকুড়ায় মুকুল-শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আজ শুক্রবার নন্দীগ্রামের জেলিংহ্যামে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা নিয়ে রেল ও সেলের মধ্যে মউ স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁশকুড়া পুরসভার নির্বাচনী প্রচারে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়। পাঁশকুড়া পুরাতন বাজারে দুর্গামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়ে দুই মেদিনীপুরকে যা যা প্রতিশ্রতি দিয়েছিলেন তার অধিকাংশই এখন রূপায়ণের পথে।” একের পর এক কাজের খতিয়ান দিয়ে তাঁর দাবি, “বাজকুল থেকে নন্দীগ্রাম রেল পথের কাজে ইতিমধ্যে দুটি বড় সেতু তৈরি হয়ে গিয়েছে। নন্দীগ্রাম স্টেশন তৈরির কাজ চলছে। তমলুক-দিঘা রেলপথের বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই চালু হতে পারে হাওড়া-দিঘা লোকাল ট্রেন। হলদিয়ায় রেলের ডিএমইউ কারখানার উদ্বোধন হবে আগামী নভেম্বর মাসে।” তেলের দাম বৃদ্ধিরও প্রতিবাদ করেন তিনি। এ দিন পুরপ্রচারে তাঁর সঙ্গে থাকা তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর দাবি, “আমরা ১০০ শতাংশ কাজ করেছি বলতে পারব না, তবে ৭০ শতাংশ পেরেছি বলতে পারি। এ বার পুর নির্বাচনে বোর্ড দখলের লড়াই নয়, এটা বাম-শূন্য করার লড়াই।” আগামী ৩১ মে পাঁশকুড়া পিডব্লিউডি মাঠে বড় সভা হবে বলে ঘোষণা করেন শুভেন্দু। |
|
|
|
|
|