পোমার্সব্যাচের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আইপিএলে শ্লীলতাহানি-কাণ্ডে যবনিকা পড়ে গেল। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলীয় ক্রিকেটার লিউক পোমার্সব্যাচের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ তুলে নিলেন জোহাল হামিদ। পুলিশকে উকিলের চিঠি মারফত এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মার্কিন তরুণী জোহাল। শুক্রবার তাঁর আবেদন হাইকোর্টে পেশ করার কথা। জোহালের শ্লীলতাহানি এবং তাঁর হবু স্বামী সাহিল পীরজাদাকে মারধরের অভিযোগে পোমার্সব্যাচকে গত শুক্রবার গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জামিন দেওয়া হলেও জানিয়ে দেওয়া হয়, কোনও অবস্থাতেই দেশ ছাড়া চলবে না। তবে আদালতের বাইরে দু’পক্ষের মিটমাটের ইঙ্গিত ছিল বুধবারই। যখন সাহিলের ভাই জানান, পোমার্সব্যাচ ভুল করেছেন ঠিকই, কিন্তু তাঁরাও আর মামলা টানতে চান না। তার পর এ দিন জোহালের এই সিদ্ধান্ত। শুধু পোমার্সব্যাচই নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ডিরেক্টর সিদ্ধার্থ মাল্য-র বিরুদ্ধে মামলার যে তোড়জোড় চলছিল, সেটাও থামিয়ে দেওয়া হয়েছে। পোমারসব্যাচের ঘটনাকে কেন্দ্র করে জোহালের বিরুদ্ধে আপত্তিজনক টুইট করে বিতর্কে জড়িয়েছিলেন মাল্য।
|
আয়কর হানায় নথি আটক পুণে, বেঙ্গালুরুর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আইপিএলে কালো টাকা এবং ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে সংসদ তোলপাড় হওয়ার জেরে পুণে ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিভিন্ন দফতরে আয়কর হানা চলল আজ দ্বিতীয় দিনও। মুম্বইয়ের সহারা স্টার হোটেল, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, লোনাভলার অ্যাম্বি ভ্যালি এবং বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স অফিসে তল্লাশি করে নিলামে ক্রিকেটার কেনাবেচার সমস্ত নথি এবং কম্পিউটারের হার্ডডিস্কে রাখা দুই দলের বহু তথ্য আয়কর কর্তারা আটক করেছেন। আয়কর বিভাগের একটি সূত্রে জানানো হয়েছে, দুই দলের তরফে আয়কর বিভাগের কাছে যে সব হিসাবপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুটিনাটি জমা করা হয়েছে, তার সঙ্গে আটক করা নথিপত্র মিলিয়ে দেখা হবে কোথাও কোনও গরমিল রয়েছে কি না। |