পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর দাবি তুলে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল মহানগরীর ৪টি ট্যাক্সি সংগঠন। তারা জানিয়েছে, ৬ জুন ভোর ছ’টা থেকে ৮ জুন ভোর ছ’টা পর্যন্ত কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে। ওই সময় প্রায় ৩৩ হাজার ট্যাক্সি রাস্তায় নামবে না বলে সংগঠনগুলির দাবি। সিদ্ধান্তের কথা আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী ও পরিবণহণমন্ত্রীকে জানাবে তারা। সংগঠনগুলির বক্তব্য, পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে মোবিল তেল, গিয়ার অয়েল, ব্রেক অয়েলের মতো পেট্রোপণ্যের দাম বেড়েছে। ট্যাক্সি চালাতে যা অপরিহার্য। সে জন্য গাড়ি চালানোর খরচও বেড়েছে। তাই ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। বৃহস্পতিবার বৈঠক করেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিটু ওয়ার্কার্স ইউনিয়ন ও ক্যালকাটা ট্যাক্সি অপারেটর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এর মোকাবিলায় ‘ট্যাক্সি ওনার্স অ্যান্ড ড্রাইভার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’ নামে কমিটিও গঠিত হয়।
বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ জানান, বাম-আমল থেকে ভাড়া বাড়াতে দেওয়া হচ্ছে না। এতে আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন মালিক, চালকেরা। সংগঠনগুলির দাবি, রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত ট্যাক্সি ভাড়া ৩০% বাড়ানোর অনুমতি দিতে হবে। পুলিশি জুলুমের বিরুদ্ধেও সরব সংগঠনগুলি। বিমলবাবু বলেন, “কলকাতায় অন্য যানবাহন নির্দিষ্ট বহনসীমার বেশি যাত্রী তুললেও ব্যবস্থা নেওয়া হয় না। অথচ ট্যাক্সিতে ৪ জনের বেশি যাত্রী উঠলেই পুলিশ জুলুম করে। দেড়-দু’হাজার টাকা জরিমানা নেওয়া হয়।” |