সম্প্রতি পূর্বস্থলীতে শুরু হল কৃষিনির্ভর বিকল্প আয় বিষয়ক একটি প্রশিক্ষণ শিবির। দিল্লির বিশ্ব যুব কেন্দ্রের উদ্যোগে এবং পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যাসাগর রুর্যাল প্রোগ্রামিং অ্যাসোসিয়েশনের সহায়তায় বুধবার থেকে বিদ্যাসাগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের প্রশান্তভবনে ওই শিবির শুরু হয়। চলবে ১ জুন পর্যন্ত। দায়িত্বপ্রাপ্ত ব্লক কৃষি আধিকারিক পার্থ ঘোষ বলেন, “এই ধরনের শিবির এলাকার কৃষকদের কাজে লাগবে।” শিবির সূত্রে জানা গিয়েছে, কোন মাটিতে কী ধরনের চাষ করতে হবে, তা কৃষকদের কাছে বিশদে বলা হবে শিবিরে। পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক চাষ, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার প্রয়োগের পদ্ধতিও হাতে কলমে তাঁদের শেখানো হবে। বিদ্যাসাগর রুর্যাল প্রোগ্রামিং অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাণগোপাল মজুমদার বলেন, “আমরা প্রশিক্ষণের মাধ্যমে চাষিদের ভাবনার পরিবর্তন আনতে চাইছি। আমরা চাষিদের সুগন্ধী চালের ধান চাষ করার পরামর্শ দিচ্ছি।” সংস্থার সভাপতি দেবাশিস নাগের কথায়, “বিকল্প হিসেবে কোন কোন চাষ এলাকায় লাভজনক তা শিবিরে বলা হচ্ছে।”
|
সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন খুনে অভিযুক্তদের জামিনের ব্যবস্থা করার আর্জি নিয়ে বর্ধমানের পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ছ’জনের স্ত্রী ও পরিজনেরা। ২২ ফেব্রুয়ারি বর্ধমানে ওই খুনের ঘটনায় চার্জশিট পেশ করে ১৯ জনের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনেছে সিআইডি। এর মধ্যে ১১ জন জেল হাজতে। বৃহস্পতিবার এঁদেরই ছ’জনের বাড়ির মহিলাদের আর্জি শোনার পরে পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ঘটনাটি বিচারাধীন। সেটাই ওঁদের বুঝিয়ে বলি।” |