আলিপুরদুয়ারে সাঁকোয়াঝোরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতকে অন্তর্গত করার প্রস্তাবের বিরুদ্ধে বৈঠক হল ডুয়ার্সে। বুধবার বিকালে গয়েরকাটার কাছে আংরাভাষা বংশীবদন হাই স্কুলে বাসিন্দাদের নিয়ে সভায় রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা জানিয়েছেন, সম্প্রতি জেলাশাসক আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার বিষয়ে সীমানা নির্ধারণ নিয়ে বৈঠক করেন। সেখানে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতকে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত করার প্রস্তাব দেওয়া হয়। ২৮ মে ফের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠক ডেকেছেন জেলাশাসক। এদিনের বৈঠকে এর প্রতিবাদ করার সিদ্ধান্ত হয়। বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকা আলিপুরদুয়ার জেলার অধীনে নেওয়া হলে এলাকার ৪০ হাজার মানুষ অসুবিধায় পড়বেন। বর্তমানে ধূপগুড়ি ব্লকের দূরত্ব ১২ কিমি। নতুন জেলা হলে প্রস্তাবিত এলাকা মাদারিহাট ব্লকের অন্তর্গত হবে। তাতে ব্লক অফিসের দূরত্ব বেড়ে দাঁড়াবে ৩৫ কিলোমিটার।
|
একটি পাইপগান সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, ধৃতদের নাম সঞ্জয় চৌধুরী এবং রাহুল কুমার চৌধুরী। তাদের বাড়ি নেপালে। তারা বেশ কিছুদিন ধরে মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কোনও অপরাধ করতে তারা সেখানে জড়ো হয়েছে জানতে পেরে পুলিশ তল্লাশি করে। পুলিশকে বিভ্রান্ত করতে তারা জানায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের অসুস্থ মাকে ভর্তি করানো হয়েছে। সে জন্য তারা বাড়ি ভাড়া নিয়েছে। পরে পুলিশ ঘরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, দুটি লোহার রড উদ্ধার করে। বুধবার ধৃতদের শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃতরা সেখানে বাড়ি ভাড়া করে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
অনগ্রসর শ্রেনীভুক্ত ১০০ জন ক্ষৌরকারকে ঋণ দেওয়ার নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে বুধবার জলপাইগুড়িতে ক্ষৌরকারেরা একদিনের ধর্মঘট পালন করেছেন। এদিন তাঁদের সংগঠনের পক্ষ থেকে অনগ্রসর কল্যাণ দফতরের আধিকারিককে স্মারকলিপিও দেওয়া হয়েছে। ঋণের দাবি পাশাপাশি বিভিন্নহাটে বাজারে শেডের ব্যবস্থা, বিপিএল তালিকাভুক্ত করা-সহ ২১ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের দাবিও জানানো হয়েছে। ক্ষৌরকার শীল সমন্বয় সমিতির জলপাইগুড়ি সদর ব্লক কমিটির তরফে এদিন হুমকি দিয়ে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যে ক্ষৌরকারদের ঋণ সমস্যা না মেটানো হলে অনির্দিষ্টকালের ধর্মঘট করা হবে। সংগঠনের সদর ব্লকের সভাপতি বিজয় শীল বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায্য ঋণের দাবিতে ক্ষৌরকারদের হয়রানির শিকার হতে হচ্ছে। একমাসের ভিতরে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।”
|
তিন দিন রাস্তার ধারে পড়ে থাকা এক ভবঘুরেকে হাসপাতালে ভর্তি করাল সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। বুধবার বেলতলায় বছর চল্লিশের ওই মহিলাকে অসুস্থ হয়ে পড়েছিলেন।
|
রাস্তায় পড়ে থাকা অসুস্থ ভিক্ষুককে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করান দুই যুবক। মঙ্গলবার শামুকতলা বাজারে ঘটনাটি ঘটে। ২ যুবকের নাম গৌরাঙ্গ দেবনাথ ও ভক্ত দেবনাথ।
|
এক ইন্টারনেট ক্যাফের মালিকের নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে আলিপুরদুয়ারে। গত সোমবার রাত থেকে ওই ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সুদীপ ভৌমিক। তাঁর বাড়ি শহরের ১৯ নম্বর ওয়ার্ডে। সোমবার মোটর বাইক নিয়ে তিনি মাথাভাঙায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বার হন। তাঁর স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরার কথা ছিল। তার পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয় বলে আলিপুরদুয়ার থানার আইসি স্বপন ঘোষ জানিয়েছেন। |