|
|
|
|
অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে জবাব দাবি, বৈঠকে মেয়র |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ কেন তা নিয়ে তৃণমূলের কাউন্সিলররা লিখিতভাবে জবাব চাওয়ায় দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন মেয়র। বুধবার বিকেলে পুরভবনে ওই বৈঠক হয়। পুরসভার একটি সূত্র জানিয়েছে, সেখানে উপস্থিত কংগ্রেসের কাউন্সিলররা জানিয়ে দেন, একই ওয়ার্ডে লাগাতার অভিযান চালিয়ে পরপর অবৈধ নির্মাণ ভাঙার কাজ হলে সংশ্লিষ্ট কাউন্সিলরকে সমস্যায় পড়তে হতে পারে। সে কারণে বিভিন্ন ওয়ার্ড জুড়ে অভিযান চালানো হোক। তাতে শহরের অবৈধ নির্মাণ ভাঙতে তারা ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছেন তা কার্যকর করা সহজ হবে। ফের এ ব্যাপারে বৈঠক করা হবে। অবৈধ নির্মাণ ভাঙা-সহ তৃণমূল কাউন্সিলের অভিযোগের অন্যান্য বিষয়গুলি নিয়ে দলের কাউন্সিলরদের মতামত নেওয়া হবে। তার পরেই তৃণমূল কাউন্সিলরদের লিখিতভাবে জবাব দেবেন মেয়র। তার আগে কংগ্রেসের দলীয় নেতৃত্বের কাছেও সে সব নিয়ে আলোচনা করা হবে। নিজেদের ওয়ার্ডে উন্নয়ন কাজ ঠিক মতো না-হওয়ায় কংগ্রেসের কাউন্সিলরদের একাংশ সম্প্রতি পুর কমিশনারকে স্মারকলিপি দিয়েছিলেন। এর পর তাদের সমস্যা নিয়ে মেয়র কখনও দলের ওই কাউন্সিলরদের ডেকে আলোচনায় বসেননি। অথচ তৃণমূলের কাউন্সিলররা লিখিত দাবি জানাতেই এখন তড়িঘড়ি বৈঠক করতে তাদের ডেকে সমস্যা মেটাতে তোড়জোর করা হচ্ছে বলে মেয়রকে এ দিন ক্ষোভের কথা জানালেন। শেষ পর্যন্ত মেয়র তাঁদের সমস্যাগুলি নিয়েও আলাদাভাবে বৈঠক করবেন বলে আশ্বাস দেওয়ায় তাঁরা শান্ত হন। এর পরেই তৃণমূলের কাউন্সিলরদের অভিযোগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। মেয়র গঙ্গোত্রী দত্ত অবশ্য বৈঠকের ব্যাপারে এখনই কিছু জানাতে চাননি। কাউন্সিলররা তাঁকে জানিয়ে দেন বরো মিটিংয়ে মেয়রের সঙ্গে উন্নয়ন কাজের ব্যাপারে কিছু আলোচনা হলেও সেখানে বিস্তারিত জিজ্ঞাসাবাদের সুযোগ থাকে না। পুরসভারই একটি সূত্র জানিয়েছে, জোটে থাকলেও ডেপুটি মেয়র-সহ তৃণমূলের কাউন্সিলাররা এ ভাবে মেয়রের কাছে লিখিত জবাবদিহি চাওয়ার বিষয়টি কংগ্রেসের কাউন্সিলরদের একাংশ মেনে নিতে পারেননি। তাঁদের যুক্তি, ডেপুটি মেয়ররা মেয়র পারিষদদের বৈঠকে বা প্রয়োজন হলে আলাদা করে আলোচনায় বসেই সমস্যা নিয়ে কথা বলতে পারতেন। অথচ তাঁরা যা করছেন তাতে বিরোধী বামেদের কথা বলার সুযোগ করে দিচ্ছেন। তা ছাড়া উন্নয়ন ও পরিকল্পনা থেকে জল, বিদ্যুৎ, খেলা, পূর্ত দফতর, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সাফাই-সহ অধিকাংশ বিভাগই তৃণমূল কাউন্সিলরদের হাতে দেওয়া হয়েছে। পূর্ত, সাফাইয়ের মতো বিভাগের কাজ নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস কাউন্সিলরদের একাংশ বাসিন্দাদের দুর্ভোগে পড়ার অভিযোগও জানান। কংগ্রেসের কাউন্সিলররা লিখিতভাবে তা মেয়রকে জানাবেন। তৃণমূলের চিঠির উত্তরেও বিষয়টি জানিয়ে দেওয়া হবে। |
|
|
|
|
|