তিন জনের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মানবাজার ও জয়পুর |
পুরুলিয়া জেলায় মঙ্গলবার তিন জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জয়পুরের উপরকাহন গ্রামের এক তরুণীর কীটনাশক পানে মৃত্যু হয়েছে। মৃতের নাম বাসন্তী মাহাতো (১৯)। তিনি ধানবাদের পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ধানবাদেই মামার বাড়িতে থেকে তিনি পড়াশোনা করতেন। সম্প্রতি গরমের ছুটিতে তিনি জয়পুরে বাড়িতে এসেছিল। অন্য দিকে, জমি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম গণেশ টুডু (৪০)। বাড়ি মানবাজার থানার বাঘখুন্দি গ্রামে। মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ করতে গিয়ে দেখেন গ্রামের এক প্রান্তে তাঁর দেহ পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কীটনাশক খাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। অন্য দিকে, পুঞ্চার লৌলাড়া গ্রামে এক প্রৌঢ়ের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম শ্রাবণ বাউরি (৫০)। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। দেহগুলির ময়নাতদন্ত করা হচ্ছে। |
ওন্দায় চুরি
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
ভরদুপুরে দরজার তালা ভেঙে এক ব্যবসায়ীর বাড়িতে চুরির ঘটনা ঘটল বলে অভিযোগ। বুধবার ওন্দার রামসাগরের ঘটনা। শান্তি দে নামের ওই বস্ত্র ব্যবসায়ীর অভিযোগ, “দুপুরে বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও গয়না লুঠ করে পালায়।” তাঁর স্ত্রী একটি বিয়ে বাড়িতে দুপুরে ছিলেন। তিনি ফিরে এই কাণ্ড দেখেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
পাশ করল মা-মেয়ে
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
মা ও মেয়ে একসঙ্গে হাই মাদ্রাসা পরীক্ষায় বসেছিলেন। দু’জনেই পাশ করেছেন। মা চায়না কর্মকারের প্রাপ্ত নম্বর ২৭৭, মেয়ে মানসীর প্রাপ্ত নম্বর ২৯২। তিনটি বিষয়ে দু’জনের প্রাপ্ত নম্বর সমান। হুড়ার আমলাতোড়া গ্রামের এই পরিবারে এখন খুশির আমেজ। চায়নাদেবী বলেন, “এ বার উচ্চমাধ্যমিকে ভর্তি হব। আবার মেয়ের সঙ্গে স্কুলে যাব।” |