টুকরো খবর
গরু পাচারকারী ধৃত স্বরূপনগরে
পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর অভিযানে ধরা পড়ল এক গরু পাচারকারী। আটক করা হয়েছে ৪৯টি গরু। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈজুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনোজিত গাজি। তার বাড়ি বাদুড়িয়ার শায়েস্তানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরু পাচার বন্ধে এবং দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য গত কয়েকদিন ধরে বসিরহাট মহকুমার বিভিন্ন সীমান্তে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান শুরু করেছে।

পড়তে বেরিয়ে পুলিশ-কন্যা অপহৃত, অভিযোগ থানায়
কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের মেয়েকে অপহরণের অভিযোগ উঠল। পুলিশ জানায়, ওই তরুণীর নাম অপরাজিতা বিশ্বাস। বাড়ি ইছাপুর অশোকনগরের নোয়াপাড়ায়। শ্যামনগর গার্লস স্কুল থেকে এ বছর উচ্চ মাধ্যামিক পরীক্ষা দিয়েছেন অপরাজিতা। মঙ্গলবার দুপুরে ব্যারাকপুরে কম্পিউটার শিখতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ ডায়েরি করা হয় নোয়াপাড়া থানায়। তাঁর আত্মীয়স্বজন পুলিশকে জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে অপরাজিতার বাবা, উল্টোডাঙা ট্রাফিক গার্ডের এএসআই শ্যামনাথ বিশ্বাসের মোবাইলে ওই তরুণীর ফোন আসে। তিনি বলেন, ‘আমাকে ওরা আটকে রেখেছে। রাতে খেতেও দেয়নি। আমি কোথায় জানি না। আমাকে এখান থেকে নিয়ে যাও।’ তার পরেই অপহরণের অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে।

৫ বন্দুক-সহ দুই দুষ্কৃতী ধৃত ভাঙড়ে
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার খাড়াম্বা এলাকা থেকে বুধবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সুজিত নস্কর ও উত্তম হালদার। তাদের কাছে চারটি বড় বন্দুক, একটি ছোট পিস্তল, ১০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। জেলার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “ওরা কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় ছিল এবং ওদের পিছনে কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” এ দিনই মিনাখাঁ থানার বরোদাবাদ এলাকায় কুখ্যাত ব্যাঙ্ক ডাকাত মোস্তা মোল্লা ওরফে মোস্তাফা ধরা পড়ে। পুলিশ জানায়, বাংলাদেশের দুষ্কৃতীদের সঙ্গে যোগসাজশে সে এ রাজ্যেও অনেক দুষ্কর্ম করেছে। তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে।

শিশুর মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। বুধবার ঘটনাটি ঘটেছে নৈহাটির বরা রাজেন্দ্রপুুরে। পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম অনুষ্কা মুখোপাধ্যায় (৬)। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এ দিন সকালে বাবার সঙ্গে হাঁটছিল মেয়েটি। সেই সময় পিছন থেকে একটি লরি তাকে ধাক্কা মারে। চাকায় পিষে যায় অনুষ্কার শরীর। ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি।

মারধরের অভিযোগ
ট্রাফিক পুলিশের এক সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন এক ট্যাক্সিচালক। ওই চালকের বিরুদ্ধেও মারধরের পাল্টা অভিযোগ তোলেন ওই এসআই। দু’জনেই হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, বুধবার বারাসতের কলোনি মোড় থেকে একটি ট্যাক্সিকে ধাওয়া করে চাঁপাডালির কাছে সেটিকে আটকায় ট্রাফিক পুলিশের একটি জিপ। অভিযোগ, ট্যাক্সিটি কলোনি মোড়ে বেআইনি ভাবে পার্কিং করা ছিল। ওঙ্কার বন্দ্যোপাধ্যায় নামে ওই এসআই ট্যাক্সিচালককে সরতে বললেও তিনি শোনেননি। অভিযোগ, জরিমানার চেষ্টা করলে ওই ট্যাক্সিচালক পুলিশকেই চাপা দিয়ে পালাতে চান। তাঁকে ধাওয়া করে ধরে ফেলার পরে তিনি ওই পুলিশকর্মীর উপরে চড়াও হন। সুখেন দে নামে ওই ট্যাক্সিচালকের অবশ্য অভিযোগ, পুলিশ তাঁর কাছে ৫০০ টাকা চায়। তা দিতে না পারায় তাঁকে আটকে বেধড়ক মারধর করে। বারাসত থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গুদামে আগুন
কামারহাটির নীলরতন অধিকারী রোডে শস্য প্রক্রিয়াকরণ কারখানার একটি গুদাম আগুনে পুড়ে গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে সেখানে আগুন লাগে। দমকলের ব্যারাকপুর ডি ডিভিশন থেকে পাঁচটি ইঞ্জিন গিয়ে বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

জগৎবল্লভপুরে পুজো
জগৎবল্লভপুরের মণ্ডলায় পাঁতিহাল-মহেশতলা বারোয়ারি কমিটির উদ্যোগে প্রায় আড়াইশো বছরের প্রাচীন ফলহারিনী কালীপুজো হয়ে গেল। গত ২০ মে, মণ্ডলা কালী মন্দিরে আড়ম্বরের সঙ্গে পুজো শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, পুরুষানুক্রমে ১৬ আনা মূল্যের কালী প্রতিমা কেনা হয়। নাট মন্দিরে ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছিল। পুজোর পরের তিন দিন ধরেও মন্দির চত্বরে ভক্তিগীতি, নাটক, যাত্রা, শ্রুতিনাটক হয়েছে। মেলা বসে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.