টুকরো খবর
পুরভোটের মুখে ‘সন্ত্রাস’,আবারও অভিযুক্ত তৃণমূল
পুরভোটের মুখে বামেদের প্রচারে তৃণমূলের বাধা দেওয়া সংক্রান্ত অভিযোগের বিরাম নেই হলদিয়ায়। বুধবারও থানায় অভিযোগ দায়ের করল বামেরা। এ দিন ১০ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী তথা উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিকের প্রচারের সমর্থনে লাগানো পতাকা ও ফেস্টুন ছিঁড়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। নারায়ণবাবু নিজে এ দিন দুর্গাচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ করে নারায়ণবাবু বলেন, “মনোনয়নের পর থেকেই নানা ভাবে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূলের স্থানীয় সমর্থকেরা। এর আগেও বাড়ি লক্ষ করে ছোড়া ইটে গাড়ির কাচ ভেঙেছিল।” পুরসভার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী নমিতা ভুঁইয়া প্রামাণিক ও দুলাল জানার দেওয়াল-লিখনে নামের আগে ‘হার্মাদ’ লেখাতেও অভিযুক্ত হয়েছে তৃণমূল। এ ছাড়াও দুলাল জানার অভিযোগ, তিনি অনুমতি নিয়ে এলাকার বিমল মাইতির বাড়ির কিছুটা অংশে দেওয়াল লিখলেও সেটার উপরে তৃণমূল-প্রার্থীর প্রচারের পোস্টার সাঁটানো হয়েছে। তাঁর কথায়, “আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তৃণমূল প্রার্থীর এজেন্ট।” যদিও তৃণমূল নেতা মিলন মণ্ডলের দাবি, ওঁদের পোস্টার লাগানোর কর্মীই নেই। অভিযোগ অবান্তর।”

অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষার নির্দেশ
আদালতের নির্দেশ মেনে এক অভিযুক্তের বার্থ-সার্টিফিকেট, স্কুল-সার্টিফিকেট এখনও জমা পড়েনি। বয়স নির্ধারণের জন্য তাই ওই অভিযুক্তের মেডিক্যাল টেস্টের নির্দেশ দিল আদালত। বুধবার মেদিনীপুর আদালতে জ্ঞানেশ্বরী মামলার দিন ধার্য ছিল। এই মামলায় জেলবন্দি হিরালাল মাহাতোর আইনজীবী আগে আদালতের কাছে দাবি করেছিলেন, ঘটনার সময়ে তাঁর মক্কেল নাবালক ছিল। ‘প্রমাণপত্র’ হিসাবে আদালতের কাছে মাধ্যমিকের অ্যাডমিট-কার্ড জমা দেওয়া হয়েছিল। আদালত বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানোর পাশাপাশি আইনজীবীকে ওই অভিযুক্তের বার্থ-সার্টিফিকেট, স্কুল-সার্টিফিকেট জমা দিতে বলে। কিন্তু, বুধবার নতুন করে কোনও কাগজপত্র আদালতে জমা দিতে পারেনি অভিযুক্তপক্ষ। হিরালালের আইনজীবী আদালতে জানান, পরিবারের সঙ্গে কথা হয়েছে। তবে বার্থ-সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এর পরেই মেদিনীপুরের বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক পার্থপ্রতিম দাস ওই বন্দির মেডিক্যাল টেস্টের নির্দেশ দেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেই এই টেস্ট হবে। এ জন্য মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশও দেন বিচারক। এই মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ১২ জুন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার মামলায় মোট ২৩ জনের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই। তাঁদের মধ্যে ২১ জন গ্রেফতার হন। এক জন জামিনে মুক্ত রয়েছেন। বাকি ২০ জনই জেলবন্দি। সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী বলেন, “আমরা চাই, দ্রুত মামলার বিচার শুরু হোক।”

ক্রিকেট প্রশিক্ষণ
ক্রিকেটে নবীন প্রতিভা খোঁজার লক্ষ্যে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে সিএবি-র উদ্যোগে অনুর্ধ্ব ১৬ ক্রিকেট কোচিং শিবির শুরু হল। সোমবার বিকেলে শিবিরের উদ্বোধন করেন কাঁথির প্রবীণ ক্রিকেটার সমীর বসুরায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিএবি-র পক্ষে ক্রিকেটার দিব্যেন্দু বিশ্বাস, প্রশিক্ষক কৌশিক খান, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অশোক দাস পট্টনায়ক, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ দত্ত উপস্থিত ছিলেন। বিশ্বজিৎবাবু জানান, শিবিরে যোগ দেওয়া ২০৯ জন ক্রিকেটারের মধ্যে থেকে তিন দিন প্রশিক্ষণের পর ৩০ জনকে বাছাই করে ফের ১৫ দিন ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

ট্রেনে আগুন-আতঙ্ক
বুধবার সকালে দিঘা থেকে হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের একটি চাকার ব্রেক-শ্যু থেকে আচমকা ধোঁওয়া বেরোতে থাকে। ট্রেনটি মারিশদার দইসাই গ্রামের কাছে দাঁড়িয়ে পড়ে। গাড়িতে আগুন লেগেছে ভেবে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। মিনিট পাঁচেকের মধেই অবশ্য হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.