|
|
|
|
দাসপুরে মনোনয়নপত্র জমা তৃণমূল, বিজেপি প্রার্থীর |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিধানসভা উপ-নির্বাচনে দাসপুরের তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়া মনোনয়নপত্র জমা দিলেন বুধবার। সকাল দশটা নাগাদ দাসপুরের বকুলতলা থেকে মিছিল করে মনোনয়নপত্র জমার উদ্দেশে রওনা হন মমতাদেবী। হাজার খানেক দলীয় সমর্থক ছাড়াও মিছিলে সামিল হন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়, শ্যাম পাত্র-সহ জেলার একাধিক তৃণমূল নেতা। ছিলেন চন্দ্রকোনা ও ঘাটালের তৃণমূল নেতা-কর্মীরাও। বেলা ১২টা নাগাদ দাসপুরের নিমতলায় শেষ হয় মিছিল। সেখান থেকে গাড়িতে প্রার্থী-সহ জেলা তৃণমূল নেতৃত্ব ঘাটাল যান। মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেন মমতাদেবী। জয় সম্পর্কে আশাবাদী মমতাদেবী বলেন, “জেতার ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে জয়ের ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করছি।” |
|
মনোনয়ন জমা দিতে যাচ্ছেন দাসপুরের তৃণমূল প্রার্থী মমতা ভুঁইয়া। নিজস্ব চিত্র। |
এ দিনই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। দুপুর দেড়টা নাগাদ দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়-সহ দলীয় কর্মীদের নিয়ে দাসপুরের বিজেপি প্রার্থী অশোক মাল পৌঁছন মহকুমাশাসকের দফতরে। প্রার্থী যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন, ঠিক তখনই মহকুমাশাসকের দফতরের বাইরে বিক্ষুব্ধ দলীয় কর্মী-সমর্থকেরা সোচ্চার হন। প্রার্থীর সঙ্গে আসা দলের কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি পর্যন্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বিজেপি-র জেলা সভাপতি ও প্রার্থীকে দাসপুর পর্যন্ত ছেড়েও দিয়ে আসে পুলিশ। বিক্ষুব্ধদের পক্ষে রামকুমার দে, দিলীপ ডাগুরদের বক্তব্য, “আমরা প্রার্থীকে মানতে পারছি না। উনি এলাকার লোক নন। জেলা সভাপতি নিজের মতো করে প্রার্থী ঠিক করেছেন।” বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় অবশ্য বলেন, “যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা দল থেকে বহিস্কৃত। আমরা পুলিশের কাছে লিখিত ভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।” |
|
|
|
|
|