চেলসি বা ম্যাঞ্চেস্টার সিটি নয়, ভাইচুং ভুটিয়া আই লিগের নতুন অতিথির মডেল করছেন আর্সেনাল এবং বার্সেলোনাকে। প্রাক্তন ভারত অধিনায়ক ওই পথেই এগোতে চাইছেন সিকিম ইউনাইটেডকে নিয়ে।
চেলসি বা ম্যাঞ্চেস্টার সিটি বেশি অর্থ খরচ করে তারকা নিতে চায়। পাশাপাশি বার্সেলোনা ও আর্সেনাল জোর দেয় নিজেদের ফুটবলার তৈরির দিকে। জুনিয়র পর্যায়ে ফুটবলার তুলে আনার দিকে। ভাইচুং বুধবার বললেন, “আমরা এখন একেবারে জুনিয়র ফুটবলার সই করানোর দিকেই নজর দিয়েছি। গতবার আমি টিম গড়ার ব্যাপারে ছিলাম। এ বার পুরোটাই দেখছেন আমাদের কোচ ডি’রাইডার। উনি যাঁদের বলছেন, তাঁদেরকে নেওয়া হচ্ছে।” কোন মডেলটা আপনার পছন্দ? আর্সেনালের ভক্ত ভাইচুং জবাব দিলেন, “আর্সেনাল ও বার্সেলোনার। যারা নিয়মিত নিজেদের প্লেয়ার তৈরি করে। এখন আমাদের অত টাকা নেই। প্লেয়ার তৈরির দিকে জোর দেব। আমরা জুনিয়র টিমও করছি। সেটার কোচ নির্বাচনও ডি’রাইডারই করবেন।”
এখন তিনি ব্যস্ত তাঁর ফুটবল স্কুল এবং জুনিয়র ফুটবলার নির্বাচন নিয়েই। ভাইচুংয়ের কাছে জানা গেল, তাঁরা পরিচিত নামী ফুটবলার নেওয়ার পথে হাঁটছেন না। পরিচিত ফুটবলার বলতে নেওয়া হচ্ছে শুধু ইস্টবেঙ্গলের বুধিরাম টুডুকে। বিদেশি হিসেবে নেওয়া হচ্ছে টালিগঞ্জ অগ্রগামীতে খেলা নুরুদ্দিনকে।
মোহনবাগান বা ইস্টবেঙ্গল বা প্রয়াগ ইউনাইটেড এত দিনেও তাদের স্যুভেনির শপ খুলতে পারেনি। এখনও সমর্থকরা ইচ্ছে করলে দুই ক্লাবের স্যুভেনির পান না। ভাইচুং কিন্তু জানালেন, তাঁরা অগস্ট মাস থেকেই চালু করে দিচ্ছেন ক্লাবের মার্চেন্ডাইজ জিনিসপত্র বিক্রির কাজ। “ভূমিকম্পে আমাদের ক্লাব অফিস ভেঙে গিয়েছিল। ওটা সারানোর কাজ চলছে। এখনই হয়তো স্যুভেনির শপ তৈরি হবে না। কিন্তু মার্চেন্ডাইজ জিনিসপত্র বিক্রির কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি।” বললেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর কথা শুনে মনে হল, ভারতীয় ফুটবলে অন্য ধারা আনার চেষ্টায় তিনি। ভাল ভিত তৈরি করে, প্রাসাদ গড়ার চেষ্টায় তিনি। |