ফাইনালে তোলার স্থপতিরা

সেরা পাঁচ ব্যাটসম্যান সেরা পাঁচ বোলার
গৌতম গম্ভীর ১৬ ম্যাচে ৫৮৮ রান। সর্বোচ্চ ৯৩। স্ট্রাইক রেট ১৪৪.৪৭।
জাক কালিস ১৬ ম্যাচে ৩৪০ রান। সর্বোচ্চ ৭৯। স্ট্রাইক রেট ১০১.৪৯।
ব্রেন্ডন ম্যাকালাম ১২ ম্যাচে ২৮৯ রান। সর্বোচ্চ ৫৬। স্ট্রাইক রেট ১০২.১২।
মনোজ তিওয়ারি ১৫ মাচে ২৫১ রান। সর্বোচ্চ ৫৯। স্ট্রাইক রেট ১০৩.২৯।
ইউসুফ পাঠান ১৬ ম্যাচে ১৯৩ রান। সর্বোচ্চ ৪০ ন.আ.। স্ট্রাইক রেট ১১৫.৫৬।
সুনীল নারিন ১৪ ম্যাচে ২৪ উইকেট। সেরা ৫-১৯। ইকনমি ৫.২০।
জাক কালিস ১৬ ম্যাচে ১৪ উইকেট। সেরা ২-৭। ইকনমি ৭.৩৮।
রজত ভাটিয়া ১৬ ম্যাচে ১২ উইকেট। সেরা ২-১৪। ইকনমি ৭.২৯।
বালাজি ৮ ম্যাচে ১১ উইকেট। সেরা ৪-১৮। ইকনমি ৫.৪০।
সাকিব আল হাসান ৭ ম্যাচে ১১ উইকেট। সেরা ৩-১৭। ইকনমি ৬.২৯।
ম্যান অব দ্য ম্যাচ: গম্ভীর (৩), নারিন (২), সাকিব (২) বালাজি, ব্রেট লি, কালিস, পাঠান।
ম্যাচ ঘোরানো মুহূর্ত
• বেঙ্গালুরুর বিরুদ্ধে কালিসের দু’ ওভারে ৭ রানে দু’ উইকেটের স্পেল। যার মধ্যে রয়েছে গেইলের উইকেট।
• চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ দু’ওভারে নেমে ৪ বলে দেবব্রত দাসের ১১ ন.আ.।
• প্লে অফে দিল্লির বিরুদ্ধে পাঠান-লক্ষ্মীর ২৪ বলে ৫৬ রানের জুটি।
 
ব্রেন্ডন ম্যাকালাম
গত কয়েক বছর ধরে আমাদের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই বছরটা ঠিকঠাক চলছে। আর একটা বড় ম্যাচ বাকি। আশা করি ওই দিন আমাদের সেরাটাই দিতে পারব

সৌরভের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়ন হবে কেকেআর-ই
আইপিএল ফাইভ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেরা বাজি কলকাতা নাইট রাইডার্স। প্রাক্তন কেকেআর অধিনায়ক বলেছেন, “আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এ বার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হবে। খেলাধুলোয় জেতার অনেক মুহূর্ত থাকে। সেগুলো আমি এই মুহূর্তে কেকেআরে দেখতে পাচ্ছি। ভাগ্য সেটাও কেকেআরের সঙ্গে আছে।” শেষের কথাটা সৌরভের বলা গতকাল প্রথম কোয়ালিফায়ারে দিল্লির বিরুদ্ধে গৌতম গম্ভীরের গুরুত্বপূর্ণ টস জেতা প্রসঙ্গে। পুণে ওয়ারিয়র্স অধিনায়ক অবশ্য মনে করছেন, চেন্নাই ফাইনালে না উঠলেই কেকেআরের সুবিধে হবে। “সেটা হলে কেকেআর-ই হটফেভারিট ট্রফি তোলার ব্যাপারে।” সৌরভ জানাচ্ছেন, তিনি ইতিমধ্যেই তার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি মালিককে কেকেআর ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানিয়েছেন। ফাইনালের জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রেখেছেন। “শাহরুখ ওর টিমের ব্যাপারে সবসময় আবেগপ্রবণ। কাল রাতে জেতার পর ও পুণের মাঠে আনন্দে আত্মহারা হয়ে যা-যা করেছে সেটা স্বাভাবিক। আমরা শাহরুখের ডিগবাজি খাওয়া দেখতে অভ্যস্ত,” বলেছেন সৌরভ। সঙ্গে যোগ করেছেন, “গম্ভীর ভাগ্যবান যে, ওর টিমে সুনীল নারিনের মতো এক জন মিস্ট্রি স্পিনার আছে। নারিন বিপক্ষে থাকলে গম্ভীরও ওকে খেলতে ঝামেলায় পড়ত। কেকেআরের এ বারের সাফল্যের অন্যতম কারণ নারিনের স্পিন বোলিং। পাশাপাশি অবশ্য গম্ভীরের ক্যাপ্টেন্সির প্রশংসা করেছেন সৌরভ। জাতীয় দলের সহ-অধিনায়কত্ব হারানোর পর গম্ভীর যে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে কিছু প্রমাণ করতে চাইছেন সেটাও মনে করছেন সৌরভ। বলেছেন, “যে কোনও কারণেই হোক গম্ভীর ভারতীয় দলের সহ অধিনায়কত্ব হারানোর পর থেকে ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বুঝিয়ে চলেছে। ওর ক্যাপ্টেন্সি আমাকে যথেষ্ট খুশি করেছে। এ বারের আইপিএলে গম্ভীর অন্যতম সেরা অধিনায়ক।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.