নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
ডোমজুড়ের মাকড়দহ রোডের অঙ্কুরহাটি থেকে মাকড়দহ বাজার পর্যন্ত দেড় কিলোমিটার জেলা পরিষদের রাস্তাটি দীর্ঘ দিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বহু জায়গায় বড় বড় গর্ত। অল্প বৃষ্টিতেই সেখানে জল দাঁড়িয়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। এলোমলো পড়ে থাকে স্টোন চিপস্। গত দু’বছর ধরে সংস্কারের কোনও কাজই হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। বিশেষ করে অঙ্কুরহাটি, বটতলা, মাকড়দহ বাজারের কাছে রাস্তাটির অবস্থা ভয়ঙ্কর ভাঙাচোরা। এই রাস্তাটি ব্যবহার করেন অসংখ্য গ্রামবাসী এবং স্কুল-কলেজের বহু পড়ুয়া। ছোট গাড়ি, সাইকেল, মোটর বাইক ছাড়াও বাসও যাতায়াত করে।
|
ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
এই পথ দিয়ে সাইকেলে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দা দিবাকর সাহা। তিনি বলেন, “গত দু’বছর ধরে রাস্তাটি ভেঙেচুরে গিয়েছে। গাড়িতে তে তো বটেই, এই রাস্তায় এমনকী সাইকেল নিয়ে চলাফেরাও দুঃসাধ্য।” স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের।
অঙ্কুরহাটি পঞ্চায়েতের প্রধান মেহেরাঙ্গি খান বলেন, “মাঝে মধ্যে রাস্তা মেরামত হচ্ছে। তবে এখন কতটা খারাপ হয়েছে বলতে পারব না।” ডোমজুড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাপি ঠাকুর চক্রবর্তীর কথায়, “জেলা পরিষদকে ব্যাপারটি জানিয়েছি।”
এ ব্যাপারে হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আনন্দ চট্টোপাধ্যায় অবশ্য কোনও আশার কথা শোনাতে পারেননি। তাঁর বক্তব্য, “রাস্তাটি মেরামতের ব্যাপারে এখনও কিছু ভাবা হয়নি।” অতএব, ভোগান্তি এখনই দূর হওয়ার সম্ভাবনা নেই এই এলাকার মানুষের। |