রাষ্ট্রপতি নির্বাচনে পূর্ণ আজিটক সাংমার সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ করতে তাঁরই অস্ত্রকে হাতিয়ার করল কংগ্রেস। নিজের পক্ষে সমর্থন আদায়ে সাংমার বক্তব্য, এ বার উত্তর-পূর্ব থেকে কোনও আদিবাসীকে রাষ্ট্রপতি করা হোক। এরই জবাবে কংগ্রেস দলের আদিবাসী নেতাদের পাল্টা প্রচারে নামিয়ে দিয়েছে আজ। যাঁদের নেতৃত্বে রয়েছেন ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী।
রাষ্ট্রপতি ভোট নিয়ে বৈঠকের পরে বাম দলগুলিও আজ বুঝিয়ে দিয়েছে, সাংমার পাশে দাঁড়ানোর আগ্রহ নেই তাদের। তারা চায়, রাষ্ট্রপতি ভোট হোক সর্বসম্মতির ভিত্তিতে। তাই কংগ্রেস-প্রার্থীর নাম জানার অপেক্ষায় তারা থাকবে।
সাংমার সঙ্গে দেখা না করে কালই সনিয়া বুঝিয়ে দেন, লোকসভার এই প্রাক্তন স্পিকারকে আমল দিতে রাজি নয় কংগ্রেস। এর পর রাতে সনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ পটেলের সঙ্গে অজিত যোগীর দীর্ঘ আলোচনা হয়। আজ সকালেই দিল্লিতে যোগীর বাসভবনে বৈঠকে বসেন দলের আদিবাসী নেতারা। পরে যোগী বলেন, “সাংমা সাম্প্রদায়িক দলের হাতে তামাক খাচ্ছেন। রাষ্ট্রপতির পদ এ ভাবে চাওয়া যায় না। কারণ, তাতে রাষ্ট্রপতি পদের মর্যাদাকে খাটো করা হয়। কাউকে রাষ্ট্রপতি করতে হলে অন্যরা তাঁর নাম প্রস্তাব করে।” তাঁর কথায়, “কোনও আদিবাসী নেতা রাষ্ট্রপতি হলে ভাল, কিন্তু না হলেও কোনও ক্ষতি নেই।”
রাষ্ট্রপতি ভোটে প্রার্থী হওয়ার জন্য নিজেই দৌত্য শুরু করে এ পর্যন্ত সাংমা ভরসা পেয়েছেন শুধু দু’জনের কাছে। জয়ললিতা ও নবীন পট্টনায়ক তাঁর হয়ে প্রচারেও নেমে পড়েছেন ইতিমধ্যে। আর বিজেপি-র কৌশল হল, এই দু’জন অন্য ধর্মনিরপেক্ষ দলগুলিকে সাংমার পক্ষে আনতে পারলে শেষ মুহূর্তে তাঁকে সমর্থন জানিয়ে কংগ্রেসকে চাপে ফেলা।
বিজেপি-র এই কৌশল আঁচ করেই সাংমাকে সরাসরি আক্রমণের পথ নিয়েছে কংগ্রেস। তার বিরুদ্ধে মুখ খুলেছেন অজিত যোগী, ভিনসেন্ট পালা, প্রদীপ বালমুচু, নিসান কিসিং, নিনং আরিং, হেমানন্দ বিসওয়ালের মতো দলের আদিবাসী নেতারা। ইউপিএ-র তরফে সর্বসম্মত কোনও প্রার্থীকে তুলে ধরার কাজেও নেমে পড়েছেন কংগ্রেসের রাজনৈতিক ম্যানেজাররা। তাৎপর্যপূর্ণ হল, প্রধানমন্ত্রীর নৈশভোজে মুলায়ম সিংহ যাদবের উপস্থিতি। মায়াবতী ওই নৈশভোজে না থাকলেও কাল গভীর রাতে তাঁর অন্যতম আস্থাভাজন বসপা নেতা সতীশ মিশ্র বৈঠক করেন প্রণব মুখোপাধ্যায় ও আহমেদ পটেলের সঙ্গে।
রাষ্ট্রপতি ভোটের আগে মুলায়ম যে কংগ্রেসকে শক্তি জোগাচ্ছেন, তা এখন বিরোধীদের কাছেও পরিষ্কার। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি আজ বলেন, “তিনি তো ইউপিএ-র সঙ্গেই রয়েছেন।” সপা সূত্রে বলা হচ্ছে, রাষ্ট্রপতি পদে ইউপিএ-র প্রার্থীকে তাঁরা সমর্থন করতে প্রস্তুত। তবে সপা-র একাংশ নেতা জানাচ্ছেন, পরিবর্তে উপরাষ্ট্রপতি পদে তাঁদের মনোনীত নেতাকে প্রার্থী করতে আগ্রহী মুলায়ম। |