ধর্মঘটীদের বিরুদ্ধে কোর্টে এয়ার ইন্ডিয়া |
ধর্মঘটী পাইলটদের বিরুদ্ধে আজ দিল্লি হাইকোর্টে আদালত অবমাননার মামলা করল এয়ার ইন্ডিয়া। এর পরিপ্রেক্ষিতে ৬৭ জন ধর্মঘটী পাইলটের কাছে নোটিস পাঠিয়ে দিয়েছে আদালত। নোটিস পাঠানো হয়েছে ধর্মঘটী পাইলটদের ইউনিয়ন ইন্ডিয়ান পাইলট্স গিল্ড (আইপিজি)-কেও।
এর আগে দিল্লি হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ পাইলটদের ধর্মঘটকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছিল। এমনকী ধর্মঘটীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চালানো যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। তবুও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন পাইলটরা। আজ তাঁদের ধর্মঘট ১৬ দিনে পড়ল।
কড়া মনোভাব নিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও। এখনও পর্যন্ত ১০১ জন ধর্মঘটীকে বরখাস্ত করেছেন তাঁরা। এর পরেও সমস্যা না মেটায় আজ আইনজীবী ললিত বাসিনের মাধ্যমে ধর্মঘটী পাইলটদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের কথায়, দিল্লি হাইকোর্ট ধর্মঘটকে ‘অবৈধ’ ঘোষণা করার পরেও বিষয়টি মীমাংসার জন্য ধর্মঘটীদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা সমস্যা সমাধানে ব্যর্থ। আর আদালতের কথায়, “যাত্রীদের এই দুরবস্থার কথা কেউ ভাবছেন না।”
মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ১৩ জুলাই। সরকার এবং ধর্মঘটীদের মধ্যেও টানাপোড়েন এখনও অব্যাহত। আজ আইপিজি জানিয়েছে, তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি, কিন্তু তার আগে ১০১ জনের বিরুদ্ধে জারি হওয়া ‘সাসপেনশন অর্ডার’ তুলে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
তবে বিমানমন্ত্রী অজিত সিংহ এ দিন জানিয়েছেন, তিনিও কথা বলতে রাজি, কিন্তু আগে পাইলটদের ধর্মঘট প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে অজিত সিংহ এ দিন আশ্বস্ত করে বলেছেন, “প্রত্যেক ধর্মঘটী পাইলটের বিষয় আলাদা আলাদা করে বিবেচনা করা হবে।” |