সংসদ ভবনের কাছে বহুতলে আগুন |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
আগুন লাগল দিল্লিতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সদর দফতরে। সংসদ মার্গের ওই বাড়িতে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনা ঘটে। ঢিল ছোঁড়া দূরত্বেই সংসদ ভবন। তাই তড়িঘড়ি ছুটে আসে দমকলের ২৫-৩০টি ইঞ্জিন। প্রায় দু’ঘন্টার লড়াইয়ে আগুন আয়ত্তে আসে। আগুন লাগার পর বাড়িটির বিভিন্ন তলায় আটকে পড়েন শতাধিক কর্মী। মূলত দমকলের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় সকলকেই। ঘটনায় এখনও পর্যন্ত কারও গুরুতর আহত হওয়ারও খবর নেই। তবে, ধোঁয়ায় এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তা তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। |
দমকল সূত্রের খবর, সম্ভবত কোনও বাতানুকূল যন্ত্রে বৈদ্যুতিক গোলযোগ থেকেই ওই আগুন লাগে। তবে আগুন বেসমেন্ট না এক তলায় লেগেছিল সে বিষয়ে রাত পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেননি দমকল কর্তৃপক্ষ। ধীরে ধীরে বাড়ির অন্য তলগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। তখন ব্যাঙ্কে ছিলেন প্রায় ৩০০ কর্মী। আগুন ও ধোঁয়ার জন্য ভিতরে আটকে পড়েন প্রায় ১২৫ জন। ধোঁয়া থেকে বাঁচতে আটক কর্মীদের একাংশ ছাদে চলে যান। পরে একাধিক হাইড্রোলিক লিফ্টের মাধ্যমে সেখান থেকে তাঁদের উদ্ধার করেন দমকল কর্মীরা। জানলার কাচ ভেঙে উদ্ধার করা হয় বিভিন্ন তলায় আটক কর্মীদেরও।
সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আগুন আয়ত্তে আসে। তার পরই ছ’তলার ওই ভবনটির কোনও ঘরে কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখার কাজ শুরু দমকল। রাত পর্যন্ত কারও আটকে থাকার খবর নেই। আগুন আয়ত্তে এলেও রাত পর্যন্ত কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে বিভিন্ন তল থেকে। দিল্লির দমকল বিভাগের প্রধান এ কে শর্মা জানিয়েছেন, বাড়িটির অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কি না তা তদন্ত করে দেখা হবে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের বক্তব্য, আগুন লাগার পরই ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় বড় মাপের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। |