বসু-সুরজিৎ নয়, সিপিএম যুবরা এ বার রবীন্দ্রনাথে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রথা ভেঙে বেরিয়ে সম্মেলন-স্থলের নাম এ বার আর দলের প্রয়াত নেতাদের নামে করছে না সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সিপিএম বা তাদের কোনও সংগঠনের সম্মেলন উপলক্ষে সংশ্লিষ্ট শহর এবং মঞ্চের নামকরণ প্রয়াত নেতাদের নামে হওয়াই বাম রাজনীতিতে দস্তুর। কিন্তু বেঙ্গালুরুতে ডিওয়াইএফআই তাদের সর্বভারতীয় সম্মেলন-স্থলের নাম ‘রবীন্দ্রনাথ ঠাকুর নগর’ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর যে সিটি অডিটোরিয়ামে সম্মেলন হবে, সেই মঞ্চেরও নাম হবে ‘শহিদ মঞ্চ’। কোনও নির্দিষ্ট নেতা বা ব্যক্তিত্বের নামে নয়।
কলকাতায় ডিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ‘জ্যোতি বসু নগর’ বা ‘হরকিষেণ সিংহ সুরজিৎ মঞ্চ’ ছেড়ে বেরিয়ে কেন রবীন্দ্রনাথকে বেছে নেওয়ার সিদ্ধান্ত? ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাপস সিংহ বলেন, “যুব সংগঠন হিসাবে আমরা যত বেশি সংখ্যক যুবদের কাছে পৌঁছতে চাই। রাজনৈতিক গণ্ডির মধ্যে থেকে আমরা যে কাজ করতে চাই না, সেই কথা বোঝাতেই এমন সিদ্ধান্ত।” এর আগে দিল্লিতে সংগঠনের সর্বভারতীয় দফতরের নতুন ভবনের নামকরণও হয়েছে ভগৎ সিংহের নামে। ছক ভেঙে বেরোনোর এই চেষ্টা থেকেই স্পষ্ট, কেবল ‘সিপিএমের যুব সংগঠন’ হিসাবে পরিচিতি সীমাবদ্ধ রাখতে চাইছে না ডিওয়াইএফআই।
সেপ্টেম্বরে ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্মেলনের স্লোগান বাছা হয়েছে, ‘ফর আ বেটার ইন্ডিয়া অ্যান্ড এমপাওয়ার্ড ইয়ুথ’। সদ্যসমাপ্ত সম্মেলন-পর্বে সিপিএমের রাজ্য বা কেন্দ্রীয় কমিটিতে তেমন তরুণ মুখ উঠে না-আসায় দলের মধ্যেই প্রশ্ন আছে। সিপিএম সূত্রের ব্যাখ্যা, সম্মেলনে ‘ক্ষমতাপ্রাপ্ত তারুণ্যে’র কথা বলে ডিওয়াইএফআই দলীয় নেতৃত্বকেও ‘বার্তা’ দিতে চেয়েছে। তাপসবাবু অবশ্য বলেন, “ডিওয়াইএফআইয়ের হয়ে আমি সিপিএমের কথা বলতে পারি না। আমরা চাই, যাঁরা সরকার পরিচালনা করেন এবং সমাজব্যবস্থায় বড় ভূমিকা নিতে চান, তাঁরা সকলেই যুবদের গুরুত্ব দিন।” বেঙ্গালুরুতে সেপ্টেম্বরের সর্বভারতীয় সম্মেলনের আগে অগস্টে বাঁকুড়ায় সিপিএমের যুবদের রাজ্য সম্মেলন হওয়ার কথা। |