রাষ্ট্রপতি নির্বাচন
উত্তর-পূর্বের আবেগ উস্কে প্রার্থী পদ পেতে সচেষ্ট সাংমা
কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর আশায় জল ঢেলে দিলেও, নিজের রাজ্যে দলীয় নেতৃত্ব অবশ্য পূর্ণ অ্যাজটেক সাংমার সঙ্গেই রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সাংমাকে সমর্থন জানাবার জন্য শনিবার তাঁর ছেলে জেম্স সাংমার নেতৃত্বে বৈঠকে বসছেন মেঘালয়ের এনসিপি নেতৃত্ব। বৈঠকের লক্ষ্য, শরদ পাওয়ারের উপরে চাপ সৃষ্টি করা। অবশ্য ইউপিএ ও এনসিপির কেন্দ্রীয় নেতারা পূর্ণ-কন্যা তথা কেন্দ্রীয় মন্ত্রী আগাথা সাংমাকে এই বিতর্ক থেকে দূরে থাকারই পরামর্শ দিয়েছেন।
এআইএডিএমকে ও বিজু জনতা দল বাদ দিলে আর কোনও দলেরই সমর্থন আদায় করতে পারেননি প্রাক্তন লোকসভা স্পিকার। এমনকী তাঁর নিজের দলের সমর্থনও আদায় করতে পারেননি পূর্ণ। বরাবর ‘ঘর ভাঙার খেলোয়াড়’ বলে পরিচিত এই প্রবীন গারো নেতা আপাতত ‘উপজাতি’ তাসকে হাতিয়ার করে এগোচ্ছেন। কিন্তু বাংলায় মমতা বা দলিত নেত্রী মায়াবতী কেউই পূর্ণর ব্যাপারে উৎসাহী নন। যদিও পূর্ণ সাংমার কথায়, “আমি এখনও আশাবাদী। ইউপিএ ও এনডিএ জোটের দলগুলি নিশ্চয়ই বিবেকের ডাকে সাড়া দিয়ে একজন উপজাতি নেতাকে সমর্থন জানিয়ে গণতন্ত্রকে উৎসাহ দেবে।”
পূর্ণ সাংমার ছেলে জেম্স সাংমা বলেন, “বাবা এনসিপি দলের প্রতিষ্ঠাতা সদস্য। দলের উচিত ছিল বাবাকে সর্বতোভাবে সমর্থন করা। আমি ও আগাথা বাবার হয়েই লড়াই চালাব। আগাথা ইউপিএ সরকারের মন্ত্রী হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি পদে বাবাকে সমর্থন জানানোর সঙ্গে তার কোনও বিরোধ নেই। ইতিমধ্যে ওড়িশা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীরের এনসিপি নেতারা বাবাকে সমর্থন জানিয়েছেন। আশা করি কেন্দ্রীয় নেতৃত্বও পিছিয়ে যাবে না।” তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার কনিষ্ঠ মন্ত্রী আগাথা অবশ্য গা বাঁচিয়ে বলছেন, “এখনই এ নিয়ে কিছু বলা ঠিক হবে না। আমার মনে হয় ইউপিএ সবদিক ভেবে ইতিবাচক সিদ্ধান্তই নেবে। বাবা অবশ্যই যোগ্য প্রার্থী। প্রবীন রাজনীতিক। তাঁর এখনও অনেক কিছু করার রয়েছে।”
রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল মহল মনে করছে, শনিবারের শিলং বৈঠকের পরে উত্তর-পূর্ব বনাম মূল ভূখণ্ডের মান-অভিমানের বিষয় গুলিকে সামনে এনেই সাংমার পক্ষে চাপ বাড়ানো হতে পারে। এ ক্ষেত্রে, ডানা সাংমার আত্মহত্যা বা রির্চাড লোইতামের মৃত্যুও রাজনৈতিক রঙ পেয়ে যেতে পারে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.