ভারতে রিবকের আর্থিক অনিয়মের তদন্তের জন্য সংস্থার হিসাব নিকেশ পরীক্ষা করার নির্দেশ দিল কোম্পানি বিষয়ক মন্ত্রক। তিন দিনের মধ্যে পরীক্ষার ফল জানানোর নির্দেশ দিয়েছে মন্ত্রক। অ্যাডিডাসের পর মঙ্গলবার রিবক ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর সুভিন্দর সিংহ প্রেম এবং চিফ অপারেটিং অফিসার বিষ্ণু ভগতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনে রিবক-ও।
গুড়গাঁও থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দাখিল করে অ্যাডিডাসের শাখা সংস্থাটি। রিবক জানিয়েছে, এই অনিয়মের জন্য তাদের ৮৭০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০০৯ সালে সত্যম কম্পিউটারের কেলেঙ্কারির পর এটিই দেশে সবচেয়ে বড় আর্থিক অনিয়মের অভিযোগ।
এই অনিয়মের তদন্তের কাজ ইতিমধ্যেই হাতে নিয়েছে গুড়গাঁওয়ের পুলিশ। সংস্থার হিসাব খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
তদন্তের কাজে পুলিশকে সব রকম সাহায্য করা হবে বলে অ্যাডিডাসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রটি দাবি করেছে, ওই দুই কর্তার বিরুদ্ধে পণ্য চুরি করে বাজারে বিক্রি করা, গোপনে গুদাম তৈরি করে সেখানে পণ্য সরবরাহ করা, হিসাবে গরমিল করা এবং বিক্রি বাড়িয়ে দেখানোর অভিযোগ এনেছে সংস্থা।
এরই পাশাপাশি, সংস্থার বিরুদ্ধে গিয়ে বেআইনি ভাবে ফ্র্যাঞ্চাইজি-দের বিপণি খুলতে অনুমতি দেওয়া এবং তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে বলে দাবি করেছে ওই সূত্র। |