টুকরো খবর
বাংলাদেশের ইলিশ আজ ঢুকছে রাজ্যে
কয়েক দিন পরেই জামাইষষ্ঠী। জামাইদের রসনা তৃপ্ত করতে বৃহস্পতিবার থেকে এ রাজ্যে বাংলাদেশের ইলিশ ঢুকতে চলেছে। এই উপলক্ষে আজ, বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মৎস্য দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁরাই আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের ইলিশ ‘গ্রহণ’ করবেন। জ্যোতিপ্রিয়বাবু বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ব্যবস্থা। আমরা চাই জামাইদের পাতে ইলিশের পদ পড়ুক।” রাজ্যের অন্যতম ইলিশ আমদানিকারী সংস্থা ‘হিলসা’র সভাপতি অতুলচন্দ্র দাস বলেন, “এ বার বাংলাদেশের ইলিশ আনার ব্যাপারে রাজ্য সরকার সহযোগিতা করছে। বৃহস্পতিবার থেকে এ রাজ্যে বাংলাদেশের ইলিশ ঢুকতে শুরু করবে। প্রথম দিন ১০ থেকে ১২ কুইন্টাল ইলিশ আসার সম্ভাবনা রয়েছে।’’ তবে একই সঙ্গে তাঁর আশঙ্কা, কেন্দ্র ইলিশ আমদানির উপরে ৪ শতাংশ হারে শুল্ক চাপিয়ে দেওয়ায় ইলিশের দাম বেশ বাড়বে।

রাজ্যে এসার লগ্নি করবে আরও ২০০০ কোটি
রাজ্যে প্রাকৃতিক গ্যাস প্রকল্পে আরও ২০০০ কোটি টাকা লগ্নি করবে এসার গোষ্ঠী। বুধবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই আশ্বাস দিয়ে গেলেন এসার এনার্জির শীর্ষ কর্তা ইফতি নাসির। দুর্গাপুর এলাকায় কোল-বেড-মিথেন (সিবিএম) গ্যাস উত্তোলনে যুক্ত এসার গোষ্ঠী। পাইলট প্রকল্পে প্রায় ২০টি কূপ থেকে ওই গ্যাস উত্তোলন করছে তারা। শীঘ্রই ওই সংখ্যা বেড়ে হবে প্রায় ৭৫। লগ্নি হয়েছে প্রায় ১৪ কোটি ডলার (৭০০ কোটি টাকার বেশি)। এ দিন বৈঠকের পরে নাসির জানান, আগামী ৩-৪ বছরে প্রকল্পে আরও প্রায় ২০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা তাঁদের। লক্ষ্য, ৩৫০-৫০০টি কূপ খনন করার। এখন সংস্থা এলাকায় পরিবহণ ও শিল্প সংস্থাকে ওই গ্যাস সরবরাহ করে। নাসিরের দাবি, ভবিষ্যতে পানাগড়ে গোষ্ঠীরই সংস্থা ম্যাটিক্স ফার্টিলাইজারের সার কারখানাতেও গ্যাস দিতে চান তারা। এ দিন বৈঠক শেষে পার্থবাবু জানান, সদর্থক আলোচনা হয়েছে। সংস্থার কর্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা লিখিত ভাবে জানাতে বলেছেন তিনি। তাঁর মতে, প্রকল্পটি রাজ্যের শিল্প ও পরিবহণ ক্ষেত্রের পক্ষে অত্যন্ত উপযোগী হবে।

পিএফের পেনশন অন্তত ১ হাজার টাকা করতে বৈঠক কাল
প্রভিডেন্ট ফান্ডের পেনশনের পরিমাণ ন্যূনতম ১ হাজার টাকা করার প্রস্তাব নিয়ে শুক্রবার কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠকে আলোচনা হওয়ার কথা। তবে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে কি না, তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্ট মহল। আগেও অছি পরিষদের বৈঠকে এ নিয়ে কথা হয়েছে। কিন্তু সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। এই পেনশন ন্যূনতম ১ হাজার টাকা করতে বছরে বাড়তি প্রায় ৫৪০ কোটি টাকা লাগবে। যা সংস্থানের পথ মেলেনি এখনও। প্রভিডেন্ট ফান্ড বাবদ ০.৬৩% অতিরিক্ত টাকা দিতে নিয়োগকর্তাদের প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। কিন্তু তাঁরা রাজি হননি। যে সব বিকল্প নিয়ে কথা চলছে তার একটি হল, অতিরিক্ত বোঝা কেন্দ্রই বহন করুক। কিন্তু তারাও এ নিয়ে এখনও ইতিবাচক ইঙ্গিত দেয়নি। অন্য বিকল্পের মধ্যে রয়েছে, প্রভিডেন্ট ফান্ডের বর্তমান সদস্যদের কিছু সুবিধা বাতিল করে ন্যূনতন পেনশনের ওই টাকার ব্যবস্থা করা। এ ক্ষেত্রে আবার আপত্তি ইউনিয়নগুলির। এই পরিস্থিতিতে আগামী কালের বৈঠকে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয় কি না, এখন সে দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

শেয়ার ছাড়া নিয়ে ফেসবুকের বিরুদ্ধে মামলা
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও তার কর্ণধার মার্ক জুকেরবার্গ এবং সংস্থার শেয়ার ছাড়ার সঙ্গে যুক্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধে মামলা করলেন শেয়ারহোল্ডাররা। ম্যানহাটনের জেলা আদালতে আনা এই মামলায় তাঁদের অভিযোগ, গত শুক্রবার শেয়ার ছাড়ার আগে সংস্থার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক এবং পুরো অর্থবর্ষের ফলের পূর্বাভাস কমিয়েছিল মর্গ্যান স্ট্যানলি-সহ অন্যান্য ব্যাঙ্ক। কিন্তু সংস্থার ঘনিষ্ঠ কিছু বড় সংস্থা বা শেয়ারহোল্ডার ছাড়া, সাধারণ মানুষকে সেই তথ্য জানানো হয়নি। যার ফলে সোম ও মঙ্গলবার টানা সংস্থার শেয়ার দর প্রায় ২০% পড়ায় ক্ষতি হয়েছে সাধারণ লগ্নিকারীদের।

সৌখিন গয়নার প্রশিক্ষণ শিবির
পূর্ব মেদিনীপুর জেলা শিল্পকেন্দ্র ও নাবার্ডের আর্থিক সহায়তায় বুধবার রামনগর-২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের জিনন্দপুরে মহিলাদের জন্য ক্রিস্টালের সৌখিন গয়না তৈরির এক প্রশিক্ষণ শিবির শুরু হল। তাজপুর সারদাময়ী নারী কল্যাণ-সমিতিতে শিবিরের উদ্বোধন করেন নাবার্ডের জেলা আধিকারিক অরবিন্দ সরকার। উপস্থিত ছিলেন রামনগর-২ ব্লক উন্নয়ন আধিকারিক সুকান্ত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি কমলাকান্ত বেরা, সহ-সভাপতি অরুণ দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অসীম পণ্ডা ও বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ননীগোপাল জানা প্রমুখ। শিবিরের উদ্বোধন করে অরবিন্দবাবু জানান, সোনার অস্বাভাবিক দাম বাড়ায় বিকল্প গয়না হিসেবে কাচ, পাথর বা ক্রিস্টালের গয়নার চাহিদা ক্রমশ বাড়ছে। বিদেশেও এই গয়নার ভাল বাজার রয়েছে। তাই গ্রামের মহিলাদেরও এই কাজের সূত্রে স্বনির্ভর করার সুযোগ রয়েছে। তিন মাস শিবির চলবে। রামনগর-২ ব্লকের ৩০ জন মহিলা শিবিরে যোগ দিয়েছেন।

গয়না বদল প্রকল্প
গয়না বদলের প্রকল্প আনল তানিস্ক। এতে পুরনো সোনার গয়না বদলে নতুন গয়না কিনলে মিলবে অতিরিক্ত ১ ক্যারাট সোনা। আর হিরের গয়না কিনলে বাড়তি ২ ক্যারাট হিরে। ২ লক্ষ বা তার বেশি টাকার হিরের গয়না কিনলে ২০% পর্যন্ত ছাড় আছে। প্রকল্প চলবে ৩ জুন পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.