টুকরো খবর
স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রীকে খুনের দায়ের যাবজ্জীবন হল এক ব্যক্তির। রামপুরহাটের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক কুমকুম সিংহ বুধবার এই রায় দেন। সাজাপ্রাপ্তের নাম সামাইল শেখ। বাড়ি মুরারই থানার বিশড় গ্রামে। মামলার সরকারি আইনজীবী সন্তোষ বন্দ্যোপাধ্যায় জানান, মুরারই থানার রঘুরপুকুর পাড়ের বাসিন্দা কাবিল শেখ তঁর মেয়ে লতিফা বিবি (৩২)-কে শ্বশুরবাড়িতে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে, এই মর্মে ২০০৮ সালের ২১ অগস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে মৃত বধূর সামাইল, দেওর ইসমাইল শেখ, ভাসুর মানসাউল, শ্বশুর আকিমুদ্দিন এবং শাশুড়ি ওফুন বিবির নাম ছিল। সরকারি আইনজীবী বলেন, ‘কাবিল শেখ আরও অভিযোগ করেছিলেন যে, ঘটনার দিন বিশড় গ্রামে গিয়ে তিনি দেখেন, লতিফার দেহ শ্বশুরবাড়ির বারান্দায় আধপোড়া অবস্থায় পড়ে আছে। বাড়িতে কোনও লোকজন নেই। দীর্ঘদিন মামলা চলার পরে বুধবার বিচারক সামাইলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। বাকি অভিযুক্তেরা প্রমাণাভাবে বেকসুর খালাস পেয়েছে।”

কিশোরীর অপমৃত্যু
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম শিল্পী ঘোষ (১২)। আদতে ময়ূরেশ্বর থানার কামারহাটি এলাকার বাসিন্দা হলেও বছর সাতেক আগে বাবা মারা যাওয়ার পর থেকে শিল্পী রামপুরহাট থানার কুশুম্বা গ্রামে, তার মামাবাড়িতে থাকত। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ রামপুরহাট মহকুমা হাসপাতালে সে মারা যায়। হাসপাতাল সূত্রের খবর, কিশোরীটি বমি, পায়খানা, পেটে ব্যথার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতালে ভর্তি হয়। পরে তার শরীরে খিঁচুনি দেখা দেয়। মহকুমা হাসপাতালের এক চিকিৎসক বলেন, “ওই কিশোরীর কাছে জানতে পারি, তার বাড়িতে সকাল থেকে একই উপসর্গে আক্রান্ত আরও তিন জন। তাঁদের মধ্যে দু’জনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে একই পরিবারের চার জন আক্রান্ত হয়েছেন।” শিল্পীর পাশাপাশি তার মা সার্বণা ঘোষ ও দাদু অতুল দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সকালে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত কিশোরীর দিদিমা বলেন, “মঙ্গলবার সকালে চা-মুড়ি খাওয়ার পরেই নাতনির বমি-পায়খানা শুরু হয়। পরে আমাদেরও একই উপসর্গ দেখা দেয়।” ওই ঘটনার পরে খবর দেওয়া হয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুমন্ত মণ্ডল বলেন, “কেবল একটি বাড়ির ঘটনা। তবু নজরদারি রাখা হচ্ছে।”

শেষ বাস বন্ধ, বিপাকে কর্মীরা
সংস্কারের কাজ চলছে। তাই রাজনগর থেকে সিউড়িতে ফেরার শেষ বাস গত দু’দিন থেকে বন্ধ রয়েছে। শুধু দু’দিন নয়, প্রায় এক মাস ধরে বন্ধ থাকবে ওই বাস। তবে ওই বাসের পরিবর্তে অস্থায়ী ভাবে অন্য কোনও বাসের ব্যবস্থা করা হয়নি। ফলে ব্লক অফিস-সহ দু’টি ব্যাঙ্কের প্রায় ৩৫ জন কর্মী বিপাকে পড়েছেন। ওই কর্মীরা সিউড়ি ও তার আশপাশ এলাকায় থাকেন। রাজনগর শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, দু’দিন রাত ৮টা নাগাদ ব্যাঙ্কের গাড়ি করে চার জন কর্মী সিউড়ি ফিরছেন। কিন্তু অন্য কর্মীরা বাড়ি ফেরার সময় বিপাকে পড়ছেন। শেষ বাসটি বিকেল সাড়ে ৫টায় ছাড়ে। গ্রামীণ ব্যাঙ্কের এক কর্মী রঞ্জিত সিংহ বলেন, “প্রান্তিক এলাকায় বিকল্প যানবাহনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। যে দু’একটি আছে, বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে দু’দিন ধরে সিউড়ি ফিরতে হয়েছে। জেলাশাসক জগদীশ প্রাসদ মিনা বলেন, “এমনটা হওয়ার কথা নয়। বিকল্প বাসের ব্যবস্থা যাতে থাকে তার জন্য ব্যবস্থা নিচ্ছি।”

মন্দিরে চুরি
দরজার তালা ভেঙে দুবরাজপুর থানা এলাকার কানদিঘি গ্রামের শতাব্দী প্রাচীন রাধাবল্লভ মন্দির থেকে চুরি গেল বেশ কয়েকটি ধাতুর মূর্তি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। বুধবার সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে বিষয়টি প্রথম নজরে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের কানদিঘি গ্রামের ওই মন্দিরটি চট্টোপাধ্যায় পরিবারের। চুরি হয়ে যাওয়া মূর্তিগুলির মধ্যে রাধাবল্লভ, রাধারানির বিগ্রহ ছাড়াও তিনটি গোপালের মূর্তি রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহাফিজুর রহমান (২৫)। বাড়ি নলহাটি থানার বাঁধখালা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নলহাটি স্টেশনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.