|
|
আজ, বৃহস্পতিবার রাজ্যের পশ্চিমের অন্য জেলাগুলির মতো পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রবল তাপপ্রবাহের
পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। বুধবারও দুই জেলায় লু বয়েছিল। তাপমাত্রা বাড়ার সঙ্গে কাহিল হয়ে
পড়ছেন মানুষজন। বাড়ছে বিদ্যুতের চাহিদাও। (বাঁ দিকে) পুরুলিয়ায় প্রদীপ মাহাতোর তোলা ছবি।
(ডান দিকে) বাঁকুড়ায় ছবিটি তুলেছেন অভিজিৎ সিংহ। |
|
|
|
২৫ বছরের সব রেকর্ড ভেঙে খানখান। গত ২২ দিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল।
বুধবার শ্রীনিকেতনের তাপমাত্রাও এক লাফে বহুগুণ বেড়ে গিয়েছে। কাহিল হয়ে পড়ছেন মানুষজন।
সেই সঙ্গে অন্যান্য জেলার মতো বীরভূমেও বেড়েছে বিদ্যুতের চাহিদা। (বাঁদিকে) বোলপুরে বিশ্বজিৎ
রায়চৌধুরীর তোলা ছবি। (ডান দিকে) দুবরাজপুরে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত। |
|
ফসল নিয়ে বাড়ির পথে। পুরুলিয়ায় সুজিত মাহাতোর তোলা ছবি। |