প্রকাশ্যে শাবল দিয়ে মার, জখম ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
প্রকাশ্যে এক ব্যক্তির মাথায় শাবল দিয়ে আঘাত করে চম্পট দিল চার যুবক। বুধবার পূর্বস্থলীর লক্ষ্মীপুর বাজার এলাকার ঘটনা। অশোক রাজবংশী নামে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় প্রথমে পূর্বস্থলী
|
হাসপাতালে
জখম। নিজস্ব চিত্র। |
স্বাস্থ্যকেন্দ্র, পরে শক্তিনগর হাসপাতালে ভর্তি করানো হয়। পূর্বস্থলী ২ ব্লকের আলুনির মাঠ এলাকার একটি খেলার মাঠের দখলকে কেন্দ্র করে সংলগ্ন রাজবংশী পাড়া ও ঘোষপাড়ার মধ্যে প্রায় বছর দুয়েক ধরে বিবাদ চলছে। এর জেরে এখনও পর্যন্ত জনা ছয়েক খুন হয়েছেন। নিখোঁজ এক জন। গত ২৪ মার্চ ওই এলাকায় খুন হন পূর্ণ ঘোষ
নামে এক প্রৌঢ়। এর পরের দিনই রাজবংশী পাড়ার বাসিন্দা গদাধর রাজবংশী নিখোঁজ হন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে লক্ষ্মীপুর বাজারে মাছ বিক্রি করছিলেন অশোকবাবু। অভিযোগ, ঘোষপাড়ার চার যুবক সেখানে হাজির হয়। তারা শাবল দিয়ে অশোকবাবুর মাথায় আঘাত করে পালিয়ে যায়। পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে অশোকবাবুর স্ত্রী পারুলদেবী বলেন, “আমার স্বামীর নামে কোনও অভিযোগ নেই। তবু তাঁকে খুনের চেষ্টা হল।” তাঁর দাবি, পালানোর সময়ে ওই যুবকেরা বোমাবাজি করে। তাতে আতঙ্ক ছড়ায় এলাকায়। দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, প্রাথমিক ভাবে এই ঘটনায় জড়িত তিন জনকে চিহ্নিত করা গিয়েছে। তদন্ত চলছে। |
আইনজীবীদের কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রচণ্ড গরমে সব এজলাসে নেই জেনারেটর সংযোগ। পানীয় জল ও শৌচাগার অপ্রতুল। এই অভিযোগ তুলে আজ, বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ডাক দিলেন বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা। আগামী সোমবার থেকে কর্মবিরতি শুরু হওয়ার কথা কালনা মহকুমা আদালতেও। বুধবার বর্ধমান ও কালনায় বার অ্যাসোসিয়েশন সভা ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিশ্বজিৎ দাসের অভিযোগ, “সব এজলাসে জেনারেটর এবং পানীয় জল ও শৌচাগার ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে আসা মানুষজন নাকাল হন। তাই বাধ্য হয়েই আমরা কর্মবিরতি করছি।” কর্মবিরতি চলবে ২৪ মে থেকে ২ জুন। ৪ জুন, সোমবার ফের তাঁরা কাজে যোগ দেবেন বলে জানান বিশ্বজিৎবাবু। কালনা বার অ্যাসোসিয়েশনের সদস্যেরাও বুধবার সভা ডেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। কালনা বার অ্যাসেসিয়েশনের সহ-সম্পাদক জয়দেব কর বলেন, “আগামী ২১ থেকে ২৬ মে পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে পুলিশ ফাইলে যথারীতি আইনজীবীরা উপস্থিত থাকবেন।” নির্ধারিত সময়ের পরেও গরম না কমলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানান আইনজীবীরা। |
জাল ভোটার কার্ড তৈরি, ধৃত ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
জাল ভোটার কার্ড তৈরি করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল কাটোয়া পুলিশ। বুধবার কাটোয়া শহরের কাছারি রোডের গাঁধী মার্কেটের ভিতর থেকে সুব্রত রায় নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় ওই ব্যক্তি ‘বাবু’ নামে পরিচিত। তাঁর বাড়ি শহরের হাসপাতাল পাড়ায়। গাঁধী মার্কেটে তাঁর দোকান থেকে দু’টি কম্পিউটার, দু’টি প্রিন্টার, ১টি ল্যামিনেশন যন্ত্র ও জেরক্স মেশিন আটক করা হয়েছে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হবে। কোনও চক্র ঘটনার পিছনে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, ওই দোকান থেকে জাল ভোটার কার্ড তৈরি ও পরিচয়পত্রের নাম-ঠিকানা, ছবি পাল্টে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয় বলে অভিযোগ ছিল। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কাটোয়ার এসডিপিও ধ্রুব দাস এক ব্যক্তিকে ওই দোকানে পাঠান। ১০০ টাকার বিনিময়ে সুব্রতবাবু ওই ব্যক্তির ভোটার কার্ডের নাম ঠিকানা বদলিয়ে দেন। এর পরই ওই দোকানে গিয়ে মালিক সমীরবাবুকে হাতেনাতে গ্রেফতার করেন এসডিপিও। দোকানটিকে ‘সিল’ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। |
পাম্পের মোটর চুরি
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
মাঠ থেকে পাঁচ জন চাষির মোটরপাম্প চুরি গেল পূর্বস্থলী ২ ব্লকের লোহাচুর গ্রামে। ওই পাঁচ জন পূর্বস্থলী থানায় অভিযোগ জানান, তাদের এক একটি পাম্পের সাহায্যে প্রতি মরসুমে কুড়ি বিঘা জমিতে চাষ করা যেত। বুধবার সকালে মাঠে গিয়ে দেখেন, মোটর খুলে নিয়ে গিয়েছে চোরেরা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |