টুকরো খবর |
পাঁচ ঘণ্টা অবরোধ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রাস্তা সংস্কারের দাবিতে প্রায় পাঁচ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। মঙ্গলবার সকালে রায়গঞ্জ ব্লকের মহেশপুর এলাকার কয়েকশো আদিবাসী পেপারমিল মোড় এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিকেল ৪ টা নাগাদ ব্লক প্রশাসন ও জেলা পরিষদ কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে। এদিন আদিবাসীদের একাংশ তির ও ধনুক নিয়ে অবরোধে সামিল হওয়ায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তৎপরতায় কোনও গোলমাল হয়নি। অবরোধের জেরে রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা বিপাকে পড়েন। বহু যাত্রী রায়পুর ঠাকুরবাড়ি হয়ে ঘুরপথে রায়গঞ্জ বালুরঘাট রুটে যাতায়াত করেন। আদিবাসীদের অভিযোগ, প্রায় এক বছর ধরে মহেশপুর এলাকার ইঁটের তৈরি প্রায় ২কিলোমিটার রাস্তা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। খোকসা বামুয়া খলসি ও মহেশপুর এলাকার কয়েকহাজার বাসিন্দা, পড়ুয়ারা সমস্যায় পড়ছেন। প্রতিদিনই সাইকেল রিকশা ও ভ্যান উল্টে বাসিন্দারা জখম হচ্ছেন। ওই রাস্তা দিয়ে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়েও সমস্যা হচ্ছে। আন্দোলনকারীদের তরফে শ্যাম মুর্মূ জানান, আমরা দীর্ঘদিন ধরে লিখিতভাবে জেলা প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও কোনও লাভ হয়নি। প্রশাসন বারবার শুধু আশ্বাসই দিয়েছে। উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন “অনগ্রসর কল্যাণ তহবিলে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বরাদ্দ না করায় এতদিন রাস্তাটি সংস্কার করা যায়নি। খুব শীঘ্রই জেলা পরিষদের নিজস্ব তহবিলের টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু করবে।”
|
অনির্দিষ্টকাল ব্যবসা-বন্ধ
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
তোলাবাজদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে দিনহাটার চৌধুরীহাটে অনির্দিষ্টকাল ব্যবসা বন্ধ ডাকলেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকাল থেকে ওই বন্ধ শুরু হয়েছে। ব্যবসায়ীরা বুধবার লাগোয়া কন্ট্রোলের হাট এলাকাতেও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ডাকার হুমকি দিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, এলাকায় তোলাবাজ দুষ্কৃতীদের একটি দল সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দোকানে ঢুকে তারা টাকা দাবি করছে। গত সোমবার রাতে বাজারের এক গালামাল ব্যবসায়ীর দোকানে ঢুকে টাকা দাবি করে। ওই ব্যবসায়ী টাকা দিতে আপত্তি করলে দোকানটি ভাঙচুর করে তাঁকে মারধর করা হয়। দিনহাটা মহকুমা ব্যাবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন, “মাঝেমধ্যেই তোলবাজদের দলটি হানা দিচ্ছে। মারধর। দোকান ভাঙচুর কিছুই বাদ রাখছে না। ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এর প্রতিবাদেই বন্ধ ডাকা হয়েছে। প্রয়োজনে ব্লক জুড়ে ব্যবসা বন্ধ হবে।” কোচবিহারের পুলিশ সুপার প্রণব দাস ব্যবসায়ীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
পাঁচিল পড়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ঝড়ে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ মালদহের বৈষ্ণবনগর থানার এনটিপিসি টাউনশিপের পাশে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুলেমান শেখ (৪৫) ও সিন্টু সেখ (২৪)। বাড়ি গুলজার টোলায়। জেলা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগরের গুলজারটোলার ১৫-১৬ জন ধান কাটতে এনটিপিসি টাউনশিপ লাগোয়া গ্যামনবাড়ি এলাকায় গিয়েছিলেন। ধান কাটার সময় আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে সুলেমান ও সিন্টু শেখ এনটিপিসি টাউনশিপের সীমানার পাঁচিলের ধারে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় সীমানার পাঁচিল ভেঙে ওই দু’জনের উপরে পড়ে। পাঁচিল চাপা পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ ছাড়াও, এ দিনের ঝড়ে ওই এলাকায় বেশ কিছু গাছ পড়ে যায়। ভেঙে গিয়েছে কাঁচা বাড়িও।
|
পাঁচিল পড়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ঝড়ে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ মালদহের বৈষ্ণবনগর থানার এনটিপিসি টাউনশিপের পাশে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুলেমান শেখ (৪৫) ও সিন্টু সেখ (২৪)। বাড়ি গুলজার টোলায়। জেলা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বৈষ্ণবনগরের গুলজারটোলার ১৫-১৬ জন ধান কাটতে এনটিপিসি টাউনশিপ লাগোয়া গ্যামনবাড়ি এলাকায় গিয়েছিলেন। ধান কাটার সময় আচমকা ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে সুলেমান ও সিন্টু শেখ এনটিপিসি টাউনশিপের সীমানার পাঁচিলের ধারে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় সীমানার পাঁচিল ভেঙে ওই দু’জনের উপরে পড়ে। পাঁচিল চাপা পড়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ ছাড়াও, এ দিনের ঝড়ে ওই এলাকায় বেশ কিছু গাছ পড়ে যায়। ভেঙে গিয়েছে কাঁচা বাড়িও।
|
পথ দুর্ঘটনায় মৃত ২
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার আঙিনাবোরট এলাকায় সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে কালভার্টে ধাক্কা মারে ঘটনাস্থলে মারা যান বাইকের চালক রেজাউল মোল্লা (২০)। তাঁর বাড়ি স্থানীয় রায়নন্দা গ্রামে। গুরুতর জখম বিশু মোহান্তকে (১৭) রাতে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার তাঁরও মৃত্যু হয়।
|
পুর-উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে টাকা ছিনতাই রুখতে উদ্যোগী হল ইসলামপুর পুর কর্তৃপক্ষ। মঙ্গলবার নানা ব্যাঙ্কের আধিকারিক, পুলিশকে বৈঠক করেন চেয়ারম্যান কানাইলাল অগ্রবাল। ব্যাঙ্কে নিরাপত্তা বাড়ানো, সিসিটিভি’র ব্যবস্থা ছাড়া পুলিশি নজরদারি নিয়ে আলোচনা হয়েছে। চেয়ারম্যান বলেন, “ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় ছিনতাই হচ্ছে। নজরদারি বাড়ানো ছাড়া ব্যাঙ্কে সুরক্ষা ব্যবস্থা কড়া করতে বলা হয়েছে।”
|
যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সহকর্মীকে কুপিয়ে খুনের দায়ে রাজ্য চতুর্থ সশস্ত্র বাহিনীর কনস্টেবলকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল রায়গঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। মঙ্গলবার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট) অনির্বাণ দাস এই রায় দেন। সাজাপ্রাপ্ত গৌতম সরকার ২০০০ সালের ২৫ এপ্রিল তাঁর সহকর্মী সীতারাম শর্মাকে আবাসনের দরজা ভেঙে ভিতরে ঢুকে খুন করে।
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বিষক্রিয়ায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে চোপড়া থানার কাচাকালি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম মন্দিরা শীল (১৬)। সে স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। এদিন সন্ধ্যায় বাড়ির পাশে একটি চা বাগানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কিশোরীর পরিবারের লোকদের এবং পুলিশকে খবর দেয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
ট্রেনে কাটা পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
লাইন পার হয়ে ছাগলকে ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার ঘটনাটি ঘটে বালুরঘাট থানার খাসপুর এলাকায়। মৃতের নাম বলয় বর্মন (১৫)। সোমবার রাতে বংশীহারী থানার পাথরঘাটায় এনজেপিগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম রাজু সিংহ (২৫)।
|
গরমে কষ্টে কচিকাঁচারা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
গরমের তীব্রতায় নাজেহাল দক্ষিণ দিনাজপুরবাসী। মঙ্গলবার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে উঠে। এদিন ছিল মরসুমের উষ্ণতম দিন। বাতাসে আর্দ্রতাও ছিল বেশি। এ দিকে রাজ্য সরকারের নির্দেশেও গ্রামাঞ্চলের প্রাথমিক স্কুলগুলি খোলা রাখায় গরমে কচিকাঁচারা প্রচন্ড কষ্ট পাচ্ছে বলে অভিভাবকেরা জানিয়েছেন।
|
দুর্ঘটনায় মৃত্যু, অবরোধ |
রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় চাপা পড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মালদহের রতুয়ার চাঁদপাড়ায় রতুয়া-মালদহ রাজ্য সড়কে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেফালি খাতুন। তার বাড়ি ওই এলাকাতেই। দুর্ঘটনার পর এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে প্রায় এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
|
দুর্ঘটনায় মৃত্যু |
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার আঙিনাবোরট এলাকায় সোমবার ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে কালভার্টে ধাক্কা মারে ঘটনাস্থলে মারা যান বাইকের চালক রেজাউল মোল্লা (২০)। গুরুতর জখম বিশু মোহান্ত (১৭) পরে মারা যান।
|
মৃত্যু |
ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ইসলামপুর থানার শান্তিনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের বয়স আনুমানিক ৬০ বছর। পরিচয় জানা যায়নি। |
|