তরাই-ডুয়ার্সের কোনও অংশ জিটিএ-এর আওতায় আনা যাবে না, এই দাবিতে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অমরেন্দ্র সিংহের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠাল তরাই-ডুয়ার্স জয়েন্ট আকশন কমিটি। মঙ্গলবার কমিটির এক প্রতিনিধিদল জলপাইগুড়িতে গিয়ে ওই স্মারকলিপি দেন। কমিশনার দফতর সুত্রে জানা গিয়েছে, সেই স্মারকলিপিটি মুখ্যমন্ত্রীর সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী মাসেই তরাই ডুয়ার্সের এলাকা অর্ন্তভুক্তির বিষয়ে গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির রিপোর্ট পেশ করার কথা। কমিটির অভিযোগ, ডুয়ার্স ও তরাইয়ের কোনো প্রতিনিধি কমিটিতে নেই। তাই কমিটিকে বাতিল করার দাবিও জানিয়েছেন তারা। জিটিএতে তরাই ডুয়ার্সের একটি মৌজারও অর্ন্তভুক্তির বিরোধিতা সহ ডুয়ার্স এবং তরাইয়ের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত ১৭ দফা দাবিও জানানো হয়েছে। দার্জিলিং জেলার সমতল এলাকা তথা তরাইয়ের বাসিন্দাদের প্রশাসনিক কাজের সুবিধের জন্য দার্জিলিং জেলাকে ভাগ করে শিলিগুড়ি মহকুমা এলাকাকে পৃথক জেলার স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়েছে। |
পাশাপাশি, আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণা করার সরকারি সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে কমিটি। এদিন কমিটির আহ্বায়ক রাজেশ লাকড়া বলেন, “যে কোনো ভাবেই ডুয়ার্স ও তরাইয়ের কোনও অংশকে জিটিএতে অর্ন্তভুক্ত করার বিরোধিতা করা হয়েছে। সরকারের কাছে এ ধরনের কোনও অর্ন্তর্ভুক্তির প্রস্তাব না মানার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, এলাকার পরিকাঠামো উন্নয়নের দাবিও জানানো হয়েছে। তার পরেও জিটিএতে তরাই ডুয়ার্সের কোনও এলাকা অর্ন্তভুক্ত হলে বৃহত্তর আন্দালন করা হবে।” একইসঙ্গে চা শ্রমিকদের বসবাসের জন্য জমির পাট্টা বিলি, সেবকের সেতুর সমান্তরাল আরও একটি তিস্তা সেতু তৈরি করার দাবি জানানো হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন সহ অনান্য সরকারি নিয়োগের পরীক্ষা সংস্থাগুলির দফতর শিলিগুড়িতে তৈরি করা, ডুয়ার্সে বেশি সংখ্যক কারিগরি শিক্ষা কেন্দ্র তৈরি করার দাবি জানিয়েছে কমিটি। |