টুকরো খবর
মনোনয়ন জমা দিলেন ২ প্রার্থী
বাঁকুড়ায় মহকুমাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন
সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। ছবি: অভিজিৎ সিংহ।
বাঁকুড়া বিধানসভা উপনির্বাচনে মঙ্গলবার একই দিনে মনোনয়ন পত্র জমা দিলেন দিলেন সিপিএম ও বিজেপি প্রার্থী। বাঁকুড়া সদর মহকুমাশাসক অরিন্দম রায়ের কাছে সিপিএমের প্রার্থী গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের জেলা সম্পাদক নীলাঞ্জন দাশগুপ্ত ও বিজেপি প্রার্থী মণীষা চট্টোপাধ্যায় মনোনয়ন পত্র জমা দেন। নীলাঞ্জনবাবু বলেন, “বর্তমান রাজ্য সরকারের আসল চেহারা এই এক বছরেই মানুষ টের পেয়েছেন। তাই আমার বিশ্বাস এই নির্বাচনে মানুষ আমাদের পাশেই দাঁড়াবেন।” প্রাক্তন মন্ত্রী পার্থ দে, তালড্যাংরার বিধায়ক মনোরঞ্জন পাত্র-সহ সিপিএম নেতৃত্ব এ দিন মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে দলের মিছিলে যোগ দেন। এ দিকে উপনির্বাচন নিয়ে কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ যাতে সহজেই তা জেলা প্রশাসনকে জানাতে পারেন, সে জন্য একটি ‘টোল ফ্রি’ ফোন নম্বর চালু করা হয়েছে। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক গৌতম গঙ্গোপাধ্যায় বলেন, “নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ১৮০০৩৪৫৩২২১ নম্বরে ফোন করে জানানো যাবে। নির্বাচন সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য একটি মিডিয়া সেন্টার খোলা হয়েছে।”

পঞ্চায়েত কর্মীকে ‘নিগ্রহ’ পুরুলিয়ায়
রঘুনাথপুর ২ ব্লকের বড়রা পঞ্চায়েতের সচিবকে মারধর করা ও পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরের ঘটনা। ধৃত ভরত বাউড়িকে মঙ্গলবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। অভিযোগ তিনি পঞ্চায়েত সচিব সুশীল বাউড়িকে মারধর করে অফিসের চেয়ার, টেবিল ভাঙচুর করেন। এ দিকে আগাম প্রচার ছাড়া গ্রাম সংসদের সভা করতে যাওয়ায় পঞ্চায়েতের সচিবকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখলেন বাসিন্দারা। বান্দোয়ান পঞ্চায়েতের মুদিডি গ্রামে সোমবারের ঘটনা। পঞ্চায়েত প্রধান ঝাড়খণ্ড পার্টির নিরঞ্জন মুর্মুর দাবি, “ওই সভার জন্য আগেই এলাকায় ‘লিফলেট’ ছড়ানো হয়। কিন্তু রাজনৈতিক কারণে সিপিএম লোকজনকে উস্কানি দিয়ে পঞ্চায়েতের সচিবকে ঘেরাও করে রাখে।” সিপিএমের বান্দোয়ান জোনাল কমিটির সদস্য পীযুষ করের অভিযোগ, “গ্রাম সংসদের সভার আগে লিফলেট ছড়িয়ে ও মাইকে প্রচার করতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি বলে শুনেছি। তাই বাসিন্দারা তাঁকে ঘেরাও করেন। আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” ওই পঞ্চায়েত সচিব বুকচরণ বাউড়ি-র দাবি, “নিয়ম মেনেই গ্রাম সংসদের সভা ডাকা হয়েছিল।” বান্দোয়ানের বিডিও মধুসূদন মণ্ডল বলেন, “কিছু সমস্যা হয়েছিল। তবে মিটে গিয়েছে।”

রানিবাঁধে তৃণমূলের বিক্ষোভ
রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ না করার অভিযোগ তুলে রানিবাঁধের সিপিএম পরিচালিত পঞ্চায়েত সমিতি অফিসে মঙ্গলবার বিক্ষোভ দেখাল তৃণমূল। স্মারকলিপিও দেওয়া হয়। জেলা তৃণমূল নেতা শ্যামল সরকারের অভিযোগ, “জঙ্গলমহলের মানুষের উন্নয়নে রাজ্য সরকারের প্রকল্পগুলি সিপিএম পরিচালিত রানিবাঁধ পঞ্চায়েত সমিতি বাস্তবায়িত করছে না।” রানিবাঁধ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের লব মণ্ডলের দাবি, “প্রতিটি প্রকল্পে কাজ করা হচ্ছে। তৃণমূলের দাবি খতিয়ে দেখা হবে।”

জখম ট্রাক কর্মী
দুই ট্রাকের রেষারেষিতে খালাসির হাত কাটা গেল। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ওন্দার রামসাগরে, বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কে। জখম খালাসি সমীর মহাদণ্ডকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। জয়পুর থানার সলদা গ্রামে তাঁর বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি ট্রাককে পিছন থেকে অন্য একটি ট্রাক অতিক্রম করার চেষ্টা করছিল। সেই সময় উল্টোদিক থেকে একটি বাস আসায় দু’টি ট্রাকের পাশাপাশি ধাক্কা লাগে। সেই সময় পিঠনের ট্রাকের খালাসির হাত কেটে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ট্রাক দু’টি আটক করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

রানিবাঁধে ‘প্রহৃত’ তৃণমূল নেতা
তৃণমূলের রানিবাঁধ ব্লক যুব তৃণমূল সভাপতিকে রাস্তায় আটকে মারধর করার অভিযোগ উঠল। সোমবার রাতে ঘটনাটি ঘটে রানিবাঁধ থানার দাঁড়কেডি গ্রামের কাছে। চিত্ত মাহাতো নামে ওই যুবনেতা বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসাধীন। যদিও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত দশটা নাগাদ আকখুটামোড় থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর অভিযোগ, “দাঁড়কেডি প্রাথমিক স্কুলের সামনে জনা পাঁচেক মুখঢাকা লোক আমাকে লাঠিপেটা করে ও মেরে ফেলার হুমকি দেয়।”

তরুণী উদ্ধার
মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত পরিচয় তরুণীকে সোমবার রাতে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, ওই তরুণীকে কিছু যুবক উত্যক্ত করছিল। মঙ্গলবার মহকুমাশাসক (বাঁকুড়া সদর) অরিন্দম রায় তাঁকে হুগলির একটি হোমে পাঠানোর নির্দেশ দেন। জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলিমা দাস চৌধুরি বলেন, “ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। পরিচয় জানাতে পারেননি।

জল নিয়ে ক্ষোভ
বাঁকুড়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের সেকেন্ড ফিডার রোডের একটি বাড়িতে মঙ্গলবার নলবাহিত জলে সাপ বের হয় বলে অভিযোগ। যদিও পুরপ্রধান শম্পা দরিপা-র দাবি, “এলাকায় লোক পাঠিয়েছিলাম। কোনওভাবেই নলবাহী ট্যাপ থেকে সাপ বের হতে পারে না।” তিনি বাসিন্দাদের এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আর্জি জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.