টুকরো খবর |
বধূকে খুনের অভিযোগ, ধৃত শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • ফলতা |
এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে তাঁর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সখি বরকে মঙ্গলবার ডায়মড়্ডহারবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। ঘটনাটি ফলতার নস্করপুকুর গ্রামের। মৃত মহিলার নাম ঝুমা বর (২৭)। তাঁর দাদা বাপি মালিক বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শাশুড়ি ধরা পড়লেও বাকি অভিযুক্তরা পলাতক। বছর দশেক আগে স্থানীয় ঢোলটুকারি গ্রামের ঝুমাদেবীর সঙ্গে নস্করপুকুরের বাসিন্দা গৌতম বরের বিয়ে হয়েছিল। তাঁদের আট বছরের একটি ছেলে আছে। সোমবার ঝুমাদেবীর বাপের বাড়িতে খবর যায় যে তিনি অসুস্থ। বাপিবাবুর কথায়, “বোনের প্রতিবেশীরা আমাদের খবর দিয়েছিল। ওই রাতেই শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ঘরের মধ্যে বোন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। নাক, কান, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে।” পুলিশ জানিয়েছে,ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। প্রাথমিক তদন্তে অনুমান, ঝুমাদেবীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। |
ঠাকুরনগর স্টেশনে উদ্ধার চার বালক
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
বনগাঁ-শিয়ালদহ শাখার ঠাকুরনগর রেলস্টেশনে থেকে চার বালককে উদ্ধার করল পুলিশ। সোমবার বিকেলে ওই চারজন বালককে ঠাকুরনগর রেল স্টেশন এলাকা ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা গাইঘাটা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে চার বালককে উদ্ধার করে। সকলেরই বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তাদের বাড়ি বিশরপাড়া এলাকায়। চার বন্ধুর একজনের মামীর বাড়ি গাইঘাটার সেকাঠি এলাকায়। এ দিন ওই বন্ধুর মামীর বাড়িতে যাচ্ছিল তারা। কিন্তু চাঁদপাড়া স্টেশনে নামার বদলে ভুল করে তারা ঠাকুরনগর স্টেশনে নেমে পড়ে। ফলে বাড়ি চিনতে না পেরে ঘোরাঘুরি করতে থাকে। উদ্ধার চার বালকের কাছ ফোন নম্বর নিয়ে পুলিশ তাদের বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যায় পরিবারের লোকেরা এসে ছেলেদের নিয়ে যান। |
গ্রেফতার ১১ অনুপ্রবেশকারী
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
চোরাপথে এ দেশে ঢোকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে বনগাঁ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকদের বাড়ি বাংলাদেশের যশোহরে। জেরায় তারা পুলিশকে জানিয়েছে, মধ্যপ্রদেশের রায়পুরে তারা কাজের জন্য যাচ্ছিল। দালালকে টাকা দিয়ে তারা পেট্রাপোল সীমান্ত দিয়ে এ দেশে ঢুকেছে। জিআরপি সূত্রের খবর, সোমবার বনগাঁ থেকে মছলন্দপুর রেলস্টেশন পর্যন্ত বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ অভিযান চলছিল। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নির্মাণকর্মীর
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে, তাঁর নাম নুরমহম্মদ খালাসি (২৫)। বাড়ি ডায়মন্ড হারবারের পাতড়া গ্রামে। সোমবার বিকেলে ডায়মন্ড হারবারের কানাইগাছি গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানাইগাছি গ্রামে এক ব্যক্তির নতুন বাড়ি তৈরির কাজ চলছে। সেখানেই জোগাড়ের কাজ করছিলেন নুরমহম্মদ। এ দিন দেওয়ালে জল দেওয়ার জন্য বিদ্যুতের তারে হুকিং করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে সরিষা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান নুরমহম্মদ। মৃতের কাকা ফিরদৌস খালাসিও ওখানেই রাজমিস্ত্রীর কাজ করছিলেন। তিনি বলেন, “নতুন বাড়িটির পাশ দিয়েই গিয়েছে বিদ্যুতের তার। সেখানে হুকিং করতে গিয়ে চোখের সামনেই ওই দুর্ঘটনা ঘটে গেল।” পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না-তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |
নির্মাণ শ্রমিকদের অর্থ সাহায্য শ্রম দফতরের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
শ্রম দফতরের পক্ষ থেকে নির্মাণ শিল্পে নিযুক্ত শ্রমিকদের আর্থিক সাহায্য করা হল বনগাঁয়। স্থানীয় ললিতমোহনবাণী ভবনে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের হাতে ওই সাহায্য তুলে দেওয়া হয়। এ দিন অসংগঠিত শ্রমিকদের নিয়ে সামাজিক মুক্তি যোজনা বিষয়ে একটি সচেতনতা শিবির করা হয়। অনুষ্ঠানে বনগাঁর সহকারী শ্রম কমিশনার সাইরুলি ইসলাম বলেন, “যন্ত্রপাতি, চশমা, শিক্ষা, দুর্ঘটনা, মৃত্যু, মেয়ের বিবাহ, সাইকেল কেনা প্রভৃতি ক্ষেত্রে ৩৬০ জন শ্রমিককে মোট ৫ লক্ষ ৩৪ হাজার টাকা দেওয়া হয়। রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন। তারই অঙ্গ হিসাবে এ দিন এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, শ্রম দফতরের ডেপুটি লেবার কমিশনার আশিস সরকার প্রমুখ। |
দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ার
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হয়েছে উর্মিলা ঘোষ (৫৫) নামে এক প্রৌঢ়ার। বাড়ি কাকদ্বীপের সীতারামপুরে। সোমবার বিকেলে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের খিরিশতলা বাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রাস্তা পেরোনোর সময়ে কাকদ্বীপগামী একটি মোটর সাইকেল ধাক্কা মারে উর্মিলাদেবীকে। পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। পরে কাকদ্বীপে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, বাইকটি নিয়ন্ত্রণ হারানোয় ওই দুর্ঘটনা ঘটেছে। |
দুই পাচারকারী ধৃত বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দুই গরু পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁর এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। বনগাঁর ১ নম্বর রেলগেট এলাকায় যশোহর রোড থেকে একটি ট্রাক আটক করা হয়। উদ্ধার হয়েছে ২২টি গরু। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পান্ডুয়া থেকে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ এবং গোপালনগরের মেহেরপুরে। |
গরমে খোলা স্কুল |
সরকারি নির্দেশ না মেনে এখনও চলছে সাগরদিঘির কাবিলপুর হাইস্কুল। প্রায় ২৪০০ ছাত্রছাত্রীর ওই স্কুলে দুপুরে ক্লাস করতে গিয়ে কষ্ট হচ্ছে পড়ুয়াদের। অভিভাবকদের অভিযোগ, এলাকার সমস্ত স্কুলে ছুটি পড়ে গেলেও এখনও স্কুল চালাচ্ছেন কর্তৃপক্ষ। এমনকী কেউ আপত্তি জানালেওতা গ্রাহ্য করা হচ্ছে না। প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, “সরকারের ঘোষণা মেনে মঙ্গলবার স্কুলে ৫ দিনের ছুটি ঘোষণা করি। কিন্তু কোনও সরকারি নির্দেশ হাতে না পাওয়ায় সোমবার থেকে পুনরায় স্কুল চালু করা হয়েছে।” জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভেন্দুবিকাশ দত্ত বলেন, “সরকারের নির্দেশ মেনে সব স্কুলকে ছুটি দিতে বলা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে ওই স্কুলের বিরুদ্ধে।” |
মানবিক মুখ |
|
ছবি: নির্মল বসু। |
পুলিশের উদ্যোগে বসিরহাটে জলদান পথচারীদের। মঙ্গলবার ইছামতী সেতুর কাছে ইটিন্ডা রাস্তায় তৈরি মঞ্চ থেকে এক শিশুর হাতে জলের গ্লাস তুলে দিয়ে এর শুরু করেন প্রাক্তন ফুটবলার মিহির বসু। উপস্থিত ছিলেন মহকুমাশাসক শ্যামল মণ্ডল, এসডিপিও আনন্দ সরকার, আইসি অতনু মণ্ডল, বসিরহাট হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল প্রমুখ। |
|