স্বামী এবং শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন এক মহিলা। মহিলার অভিযোগ, এর পরে ওই মামলার তদন্তকারী অফিসার তাঁকে ও তাঁর মাকে থানায় ডেক ‘ভয়’ দেখিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানায়। বনগাঁর এসডিপিও জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, “মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার চৌবেড়িয়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ গত ১০ মে গোপালনগর থানায় তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, ১২ মে মামলার তদন্তকারী অফিসার একজন এএসআই ওই গৃহবধূ এবং তাঁর মাকে থানায় ডেকে পাঠান। সেখানে তাঁদের ‘তিরস্কার’ করা হয়। শুধু তাই নয়, একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর করিয়ে দ্রুত মামলা মিটিতে মিতে হুমকি দেওয়া হয়। এর পরেই ১৪ মে ওই মহিলা তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এই মর্মে বনগাঁ মহকুমা আদালতে অভিযোগ দায়ের করেন। এর পরে ১৭ মে ওই মহিলা বনগাঁর এসডিপিওকে একটি চিঠিতে জানান, স্থানীয় তৃণমূলের প্রভাবশালী এক নেতা মামলা তুলে নেওয়ার জন্য তাঁদের বাড়িতে এসে হুমকি দিচ্ছেন। এমনকী অভিযুক্তদের পক্ষ নিয়ে পুলিশের উপরে চাপ সৃষ্টি করছেন। ওই তৃণমূল নেতা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই মহিলা ও তাঁর পরিবার আমাদের দলের সদস্য। ওঁরা মামলা করার আগে আমার কাছে এসেছিলেন। আমি ওদের আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলাম।”
সাদা কাগজে সই করিয়ে নেওয়ার প্রসঙ্গে পুলিশের বক্তব্য, নোটিস দেওয়ার জন্যই ওই মহিলাকে দিয়ে তদন্তকারী অফিসার সাদা কাগজে সই করিয়ে নেন। মহিলা বুঝতে মা পারায় এই সমস্যা তৈরি হয়েছে। জেলার লপুলিশ সুপার চম্পক ভট্টাচার্য বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি সড়ক দুর্ঘটনায় জখম হয়ে ছুটিতে আছেন। ফলে তদন্ত শেষ করতে সময় লাগছে।” |