টুকরো খবর |
নাবালিকা উদ্ধার, ধৃত যুবকের জেল
নিজস্ব সংবাদদাতা • এগরা |
নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকেও। পটাশপুর থানা এলাকার বামনবাড় গ্রামের বাসিন্দা ধৃত রামচন্দ্র আড়িকে মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কাঁথি মহকুমা হাসপাতালে ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর আদালতে তার গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়। গত ১৪ মে সন্ধ্যায় পটাশপুর থানা এলাকার হরিপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী আড়গোয়াল বাজার থেকে নিখোঁজ হয়। পর দিন তার বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে ওই পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, রামচন্দ্র আড়ি নামে এক যুবক মেয়েকে অপহরণ করেছে। এই মর্মে ওই কিশোরীর বাবা ১৯ মে থানায় অভিযোগও দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে রামচন্দ্র ওই কিশোরীকে নিয়ে দিঘা-সহ নানা জায়গায় গা-ঢাকা দিচ্ছে। এর পর পুলিশ ফাঁদ পেতে সোমবার এগরা শহর থেকে তাদের ধরে। পুলিশ জানিয়েছে, রামচন্দ্র বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তারা একটি নাচের দলে কাজ করত। অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি ওই যুবককে দল থেকে বাদ দেওয়া হয়।
|
কাকিমাকে খুন, ৪ ভাইয়ের জেল
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
সম্পত্তি-সংক্রান্ত বিবাদের জেরে বৃদ্ধা কাকিমাকে খুনের দায়ে একই পরিবারের চার সদস্যকে ৮ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। মঙ্গলবার ঘাটালের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সন্দীপন বন্দ্যোপাধ্যায় ঘাটাল থানার রথিপুরের বাসিন্দা অভিযুক্ত চার ভাই শিবনারায়ণ সিংহ, সুনীল সিংহ, সুদর্শন সিংহ ও জয়দেব সিংহকে এই সাজা দেন। এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। সরকারি আইনজীবী ভবানীপ্রসাদ গোস্বামী জানান, ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর দুপুরে ওই চার ভাইয়ের কাকিমা সতনবালা সিংহ (৬৫) বাড়িতেই ছিলেন। চার ভাই তাঁর জমিতে মাটি ফেলছে দেখে বাধা দেন ওই বৃদ্ধা। বচসা চলাকালীন সতনবালাদেবীকে সিমেন্টের দেওয়ালে ঠেলে দেয় ওই চার জন। বৃদ্ধার বুকে ও মাথায় আঘাত লাগে। ঘাটাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। দীর্ঘ দিন ধরেই সম্পত্তি নিয়ে দুই পরিবারে বিবাদ চলছিল। মামলাও চলছিল। মামলার নিষ্পত্তি হওয়ার আগেই ওই ঘটনা ঘটে।
|
ছিনতাই, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
এক স্বর্ণ-ব্যবসায়ীর কাছ থেকে নগদ ও লক্ষাধিক টাকার গয়না ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হল দু’জন। সোমবার রাতে মহিষাদলের বাসিন্দা অক্ষয় জানা ও সঞ্জয় পাত্রকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতে দোকান বন্ধ করে কুকড়াহাটির বাড়িতে ফিরছিলেন সুতাহাটার ঢেকুয়ার স্বর্ণ-ব্যবসায়ী রাজকমল পাল। তার সঙ্গী ছিলেন অশোক ভট্টাচার্য। সেই সময়ে একটি মোটরবাইকে তিন জন এসে তাঁদের পথ আটকে ব্যাগ ছিনিয়ে পালায়। রাজকমলবাবুর দাবি, ওই ব্যাগে ১১ হাজার টাকা নগদ ও প্রায় লক্ষাধিক টাকার গয়না ছিল। রাজকমলবাবুর চিৎকার শুনে স্থানীয় যুবক সুরজ দত্ত ছিনতাইবাজদের পথ আটকালে তাঁকেও মারধর করা হয়। পরে এলাকাবাসীই দু’জনকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করে। তবে খোওয়া যাওয়া গয়না বা ব্যাগ উদ্ধার হয়নি। পুলিশের অনুমান, পালিয়ে যাওয়া অন্য জনই ব্যাগ নিয়ে গিয়েছে।
|
হামলার স্মৃতি উসকে সিপিএমের রক্তদান
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
দলীয় নেতার আক্রান্ত হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের কুলটিকরিতে রক্তদান শিবিরের আয়োজন করল সিপিএম। কুলটিকরির একটি স্কুলে আয়োজিত ওই শিবিরে উপস্থিত ছিলেন সিপিএম নেতা বিশ্বনাথ দাস, বাদল রানাপ্রমুখ। গত বছর ২২ মে কুলটিকরিতে বাদলবাবুকে তৃণমূলের লোকজন গাছে বেঁধে মারধর করে এলাকায় ঘোরায় বলে অভিযোগ। সেই স্মৃতি উসকে তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই রক্তদানের আয়োজন বলে সিপিএম সূত্রের দাবি।
|
রেলপথে বিদ্যুদয়ন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা-তমলুক রেলপথে এ বার বিদ্যুৎচালিত ট্রেন চলবে। সোমবার ৮৬ কিলোমিটার দীর্ঘ ওই রেলপথের বিদ্যুদয়নের কাজ পরিদর্শন করে রেলের সেফটি কমিশনার এস নায়েক এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের ডিআরএম আর কে কুলশ্রেষ্ঠকে নিয়ে সোমবার সেফটি কমিশনার রেলপথের বিদ্যুদয়নের কাজ পরিদর্শন করেন। |
|