|
|
|
|
প্রচারে স্বস্তিতে নেই দাসপুরের তৃণমূল প্রার্থী |
নিজস্ব সংবাদদাতা • দাসপুর |
সরকারের বর্ষপূর্তির ‘সাফল্য’ নিয়ে তৃণমূল নেতৃত্ব যতই উচ্ছ্বসিত হোন, দাসপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মমতা ভুঁইয়াকে কিন্তু সাধারণ মানুষের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এ বার আর বিরোধী নয়, শাসকদল হিসাবে লড়াই তৃণমূলের। ফলে জিনিসপত্র কেন মাগ্গিগণ্ডাএমন অনেক অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল প্রার্থীকে। জবাবে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েও খুব একটা স্বস্তি পাচ্ছেন না প্রার্থী। কেননা কেন্দ্রের সরকারেরও শরিক তৃণমূল। সেই সঙ্গে দলের গোষ্ঠী-কোন্দল নিয়েও উদ্বেগ কাটছে না মমতাদেবীর। ফলে প্রচারে এখনও সিপিএম প্রার্থীর চেয়ে যেন খানিকটা পিছিয়েই শাসকদলের প্রার্থী।
ভোটের দিন এগিয়ে এলেও দাসপুরের দলীয় প্রার্থীকে এখনও মানতে না পেরে প্রচারে নামেননি তৃণমূলের একাংশ। মাত্র সপ্তাহখানেক হল দাসপুর-১ ব্লকে প্রার্থীকে নিয়ে বাড়ি-বাড়ি প্রচার, সঙ্গে ছোট সভা, দেওয়াল লিখন শুরু করেছে শাসকদল। দাসপুর-২ ব্লকে এখনও সে ভাবে প্রচার হচ্ছে না। অথচ, ওই ব্লকেই ভোটার অপেক্ষাকৃত বেশি। দাসপুর-২ পঞ্চায়েত সমিতিও তৃণমূলেরই দখলে। কিন্তু সেখানকার নেতা-কর্মীদের একাংশের মধ্যে প্রার্থী নিয়ে এখনও রয়ে গিয়েছে আপত্তি। স্থানীয় নেতাদের নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব কলকাতায় গিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেও সমস্যা পুরো কাটাতে পারেননি। শরিক কংগ্রেসকেও প্রচারে সাহায্যের জন্য তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। কংগ্রেসও হাত গুটিয়ে রয়েছে। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় অবশ্য বলেন, “আমি দলের স্থানীয় নেতৃত্বকে বলে দিয়েছি কংগ্রেসকে নিয়েই যেন প্রচার হয়।”
এক দিকে গোষ্ঠী-কোন্দল, শরিকি-বিবাদ, সঙ্গে প্রচারে ঢিলেমি। পাশাপাশি, প্রতিষ্ঠান-বিরোধী প্রশ্ন। মমতা ভুঁইয়ার যাত্রাপথ মসৃণ হচ্ছে না। যদিও স্থানীয় তৃণমূল নেতা শ্যাম পাত্র, সুকুমার পাত্র, তপন দত্তদের দাবি, “অজিতদা (অজিত ভুঁইয়া) যত ভোটে জিতেছিলেন, তাঁর মৃত্যুতে শূন্য আসনে বৌদি (অজিতবাবু স্ত্রী মমতাদেবী) আরও বেশি ভোটে জিতবেন।” |
|
|
|
|
|