পুরভোটে নজরবন্দি হলদিয়া

ওয়ার্ড ২৪ পীতাম্বরচক, রাধাবল্লভচক, ক্ষুদিরামনগরের কিছু এলাকা, বৈশাখী ও শ্রাবণী ব্লক নিয়ে ওয়ার্ড। এ বার ভোটার ৫৪০৫। বুথ ৭টি।
রাস্তা কেমন প্রায় সর্বত্র পাকা রাস্তা। তবে, কিছু জায়গায় খানাখন্দ রয়েছে।
জলের হাল টাইম কলের সংযোগ রয়েছে অধিকাংশ এলাকায়। রাধাবল্লভচকে টিউবওয়েলই ভরসা।
পথবাতি পথবাতি আছে প্রায় সর্বত্র। ক্ষুদিরামনগর কলেনির কিছু এলাকায় শুধু পথবাতি নেই।
নিকাশি পুরপ্রধানের এলাকাতেও বেহাল নিকাশি। তবে, কলোনি এলাকায় নর্দমা থাকায় সমস্যা কম।
সাফাই নিয়মিত রাস্তা সাফাই হয় না। নর্দমায় জঞ্জাল জমে। মশার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী।
বিশেষ চাহিদা নিকাশির সুষ্ঠু বন্দোবস্তই এলাকাবাসীর মূল চাহিদা।
নাগরিকের চোখে সেই ভাবে কোনও কাজ হয়নি। নিকাশি সমস্যা রয়ে গিয়েছে।
অতুলচন্দ্র বেরা, ব্যবসায়ী।
কাউন্সিলর বলেন সে ভাবে কোনও সমস্যা রয়েছে বলে আমার জানা নেই। সব গুজব।
তমালিকা পণ্ডা শেঠ, সিপিএম পুরপ্রধান।
বিরোধী মত পাঁচ বছর কাউন্সিলর এলাকায় আসেননি। মানুষের মধ্যে চূড়ান্ত ক্ষোভ রয়েছে।
উন্নতিকুমার দাস, তৃণমূল।


২৫ নম্বর ওয়ার্ডে নর্দমায় জঞ্জাল পড়ে।

ওয়ার্ড ২৫ ব্রজনাথচক, রাজারচক, কল্লোল কলোনি, জীবনানন্দ দাশ নগর নিয়ে ওয়ার্ড। এ বার মোট ভোটার ৫৪৭২, বুথ ৬টি।
রাস্তা কেমন অধিকাংশই পাকা রাস্তা। রাজারচকে কিছু মাটি ও মোরামের রাস্তা রয়েছে।
জলের হাল পানীয় জলের সংযোগ পৌঁছেছে। তবে, পর্যাপ্ত জলের অভাব। কলের সামনে দীর্ঘ লাইন।
পথবাতি কল্লোল কলোনির অধিকাংশ এলাকায় পথবাতি নেই। রাজারচক, ব্রজনাথচকেও একই সমস্যা।
নিকাশি নর্দমা কম থাকায় নিকাশি ব্যবস্থা ভাল নয়। রাজারচকে বর্ষায় নদীর জল ঢুকে সমস্যা বাড়ায়।
সাফাই আবর্জনা বহনের গাড়ি দিনে একবার করে আসে। তা সত্ত্বেও জঞ্জাল পড়ে থাকে এলাকায়।
বিশেষ চাহিদা রাজারচকের সার্বিক উন্নয়ন ও পানীয় জল সরবরাহ
নাগরিকের চোখে গ্রীষ্মে জলের সমস্যা, বর্ষায় নিকাশি। হাজারো সমস্যার সমাধান বাকি।
নিশিকান্ত পাল, বিমাকর্মী।
কাউন্সিলর বলেন রাজারচক বন্দর এলাকার মধ্যে পড়ে যাওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে।
সুদর্শন হাজরা, সিপিএম।
বিরোধী মত কিছুই করেননি কাউন্সিলর। মানুষ অভিযোগ নিয়ে ওঁর বাড়িতে গেলে তাড়িয়ে দেন।
দেবপ্রসাদ মণ্ডল, তৃণমূল।


২৬ নম্বর ওয়ার্ডে জলকষ্ট এখনও।

ওয়ার্ড ২৬ সেক্টর ১০, ১১, ১২ (আইওসি), ৮, ১৩ (এইচএফসি), ক্লাস্টার ৪, ৬ (কেওপিটি) নিয়ে ওয়ার্ড। ভোটার ৩৯৯৫। বুথ ৫টি।
রাস্তা কেমন শিল্পএলাকা হওয়ায় রাস্তাঘাট ভাল। কিছু এলাকায় রাস্তা মেরামত করতে হবে।
জলের হাল কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে টাইম কলের জল পৌঁছেছে। তবে, আবাসনেই শুধু পর্যাপ্ত জল মেলে।
পথবাতি পথবাতি রয়েছে প্রায় সর্বত্র। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সময় জ্বলে না।
নিকাশি আবাসন ছাড়া অন্যত্র বেহাল নিকাশি। বাসস্ট্যান্ডে জল দাঁড়িয়ে যায়। বর্ষায় চলাফেরা করা দুঃসাধ্য।
সাফাই নিজেদের সাফাইকর্মী থাকায় আবাসন এলাকাগুলি পরিষ্কার। অন্যত্র জঞ্জাল পড়ে।
বিশেষ চাহিদা নিকাশির উন্নয়ন ও সর্বত্র সাফাই
নাগরিকের চোখে অধিকাংশ এলাকাতেই কিছু না কিছু সমস্যা রয়ে গিয়েছে।
সুজন মুখোপাধ্যায়, শিক্ষক।
কাউন্সিলর বলেন রাস্তা ও পথবাতির সমস্যা আর নেই। বন্দর এলাকায় কিছু সমস্যা রয়ে গিয়েছে।
রিনা পাহাড়ি, সিপিএম।
বিরোধী মত কাউন্সিলর যে কিছুই করতে পারেননি, মানুষ সেটা জানেন। বাসস্ট্যান্ড বেহাল।
তরুণকান্তি মুনিয়ান, তৃণমূল।

তথ্য: দেবমাল্য বাগচি
ছবি তুলেছেন আরিফ ইকবাল খান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.