|
|
|
|
পুরভোটে নজরবন্দি হলদিয়া
|
ওয়ার্ড ২৪ |
পীতাম্বরচক, রাধাবল্লভচক, ক্ষুদিরামনগরের কিছু এলাকা, বৈশাখী ও শ্রাবণী ব্লক নিয়ে ওয়ার্ড। এ বার ভোটার ৫৪০৫। বুথ ৭টি। |
রাস্তা কেমন |
প্রায় সর্বত্র পাকা রাস্তা। তবে, কিছু জায়গায় খানাখন্দ রয়েছে। |
জলের হাল |
টাইম কলের সংযোগ রয়েছে অধিকাংশ এলাকায়। রাধাবল্লভচকে টিউবওয়েলই ভরসা। |
পথবাতি |
পথবাতি আছে প্রায় সর্বত্র। ক্ষুদিরামনগর কলেনির কিছু এলাকায় শুধু পথবাতি নেই। |
নিকাশি |
পুরপ্রধানের এলাকাতেও বেহাল নিকাশি। তবে, কলোনি এলাকায় নর্দমা থাকায় সমস্যা কম। |
সাফাই |
নিয়মিত রাস্তা সাফাই হয় না। নর্দমায় জঞ্জাল জমে। মশার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। |
বিশেষ চাহিদা |
নিকাশির সুষ্ঠু বন্দোবস্তই এলাকাবাসীর মূল চাহিদা। |
নাগরিকের চোখে |
সেই ভাবে কোনও কাজ হয়নি। নিকাশি সমস্যা রয়ে গিয়েছে।
অতুলচন্দ্র বেরা, ব্যবসায়ী। |
কাউন্সিলর বলেন |
সে ভাবে কোনও সমস্যা রয়েছে বলে আমার জানা নেই। সব গুজব।
তমালিকা পণ্ডা শেঠ, সিপিএম পুরপ্রধান। |
বিরোধী মত |
পাঁচ বছর কাউন্সিলর এলাকায় আসেননি। মানুষের মধ্যে চূড়ান্ত ক্ষোভ রয়েছে।
উন্নতিকুমার দাস, তৃণমূল। |
|
|
২৫ নম্বর ওয়ার্ডে নর্দমায় জঞ্জাল পড়ে। |
|
ওয়ার্ড ২৫ |
ব্রজনাথচক, রাজারচক, কল্লোল কলোনি, জীবনানন্দ দাশ নগর নিয়ে ওয়ার্ড। এ বার মোট ভোটার ৫৪৭২, বুথ ৬টি। |
রাস্তা কেমন |
অধিকাংশই পাকা রাস্তা। রাজারচকে কিছু মাটি ও মোরামের রাস্তা রয়েছে। |
জলের হাল |
পানীয় জলের সংযোগ পৌঁছেছে। তবে, পর্যাপ্ত জলের অভাব। কলের সামনে দীর্ঘ লাইন। |
পথবাতি |
কল্লোল কলোনির অধিকাংশ এলাকায় পথবাতি নেই। রাজারচক, ব্রজনাথচকেও একই সমস্যা। |
নিকাশি |
নর্দমা কম থাকায় নিকাশি ব্যবস্থা ভাল নয়। রাজারচকে বর্ষায় নদীর জল ঢুকে সমস্যা বাড়ায়। |
সাফাই |
আবর্জনা বহনের গাড়ি দিনে একবার করে আসে। তা সত্ত্বেও জঞ্জাল পড়ে থাকে এলাকায়। |
বিশেষ চাহিদা |
রাজারচকের সার্বিক উন্নয়ন ও পানীয় জল সরবরাহ |
নাগরিকের চোখে |
গ্রীষ্মে জলের সমস্যা, বর্ষায় নিকাশি। হাজারো সমস্যার সমাধান বাকি।
নিশিকান্ত পাল, বিমাকর্মী। |
কাউন্সিলর বলেন |
রাজারচক বন্দর এলাকার মধ্যে পড়ে যাওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে।
সুদর্শন হাজরা, সিপিএম। |
বিরোধী মত |
কিছুই করেননি কাউন্সিলর। মানুষ অভিযোগ নিয়ে ওঁর বাড়িতে গেলে তাড়িয়ে দেন।
দেবপ্রসাদ মণ্ডল, তৃণমূল। |
|
|
২৬ নম্বর ওয়ার্ডে জলকষ্ট এখনও। |
|
ওয়ার্ড ২৬ |
সেক্টর ১০, ১১, ১২ (আইওসি), ৮, ১৩ (এইচএফসি), ক্লাস্টার ৪, ৬ (কেওপিটি) নিয়ে ওয়ার্ড। ভোটার ৩৯৯৫। বুথ ৫টি। |
রাস্তা কেমন |
শিল্পএলাকা হওয়ায় রাস্তাঘাট ভাল। কিছু এলাকায় রাস্তা মেরামত করতে হবে। |
জলের হাল |
কারখানা কর্তৃপক্ষের উদ্যোগে টাইম কলের জল পৌঁছেছে। তবে, আবাসনেই শুধু পর্যাপ্ত জল মেলে। |
পথবাতি |
পথবাতি রয়েছে প্রায় সর্বত্র। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সময় জ্বলে না। |
নিকাশি |
আবাসন ছাড়া অন্যত্র বেহাল নিকাশি। বাসস্ট্যান্ডে জল দাঁড়িয়ে যায়। বর্ষায় চলাফেরা করা দুঃসাধ্য। |
সাফাই |
নিজেদের সাফাইকর্মী থাকায় আবাসন এলাকাগুলি পরিষ্কার। অন্যত্র জঞ্জাল পড়ে। |
বিশেষ চাহিদা |
নিকাশির উন্নয়ন ও সর্বত্র সাফাই |
নাগরিকের চোখে |
অধিকাংশ এলাকাতেই কিছু না কিছু সমস্যা রয়ে গিয়েছে।
সুজন মুখোপাধ্যায়, শিক্ষক। |
কাউন্সিলর বলেন |
রাস্তা ও পথবাতির সমস্যা আর নেই। বন্দর এলাকায় কিছু সমস্যা রয়ে গিয়েছে।
রিনা পাহাড়ি, সিপিএম। |
বিরোধী মত |
কাউন্সিলর যে কিছুই করতে পারেননি, মানুষ সেটা জানেন। বাসস্ট্যান্ড বেহাল।
তরুণকান্তি মুনিয়ান, তৃণমূল। |
|
তথ্য: দেবমাল্য বাগচি
ছবি তুলেছেন আরিফ ইকবাল খান। |
|
|
|
|
|