|
|
|
|
|
কলকাতায় গিয়ে অভিযোগ বামেদের
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
হলদিয়া ও পাঁশকুড়া পুরভোটে প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থী ও কর্মীদের উপরে তৃণমূলের লোকেরা হামলা চালাচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাল পূর্ব মেদিনীপুর জেলা বামফ্রন্ট। সোমবারই হলদিয়া ও পাঁশকুড়া পুরসভার নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় এসে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডে। সেখানে তাঁর সঙ্গে বাম প্রতিনিধিরা দেখা করতে চাইলেও সময় দেওয়া হয়নি। তখন কলকাতায় গিয়ে মীরাদেবীর কাছে লিখিত অভিযোগ জমা দেয় জেলা বামফ্রন্টের এক প্রতিনিধিদল। অভিযোগপত্রে দুই পুরসভার বামপ্রার্থীদের হামলা-হেনস্থার ৪০টি ঘটনার উল্লেখ রয়েছে। বিস্তারিত বিবরণের পাশাপাশি কোন থানায়, কবে অভিযোগ দায়ের হয়েছেতাও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার আবার এই নিয়ে তমলুকে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বাম নেতারা। জেলা বামফ্রন্ট আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক কানু সাহু দুই পুরসভায় আক্রান্ত প্রার্থীদের তালিকা পড়ে অভিযোগ করেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের সহযোগিতা পাওয়া গিয়েছিল। এখন প্রচারে বাধা দিতে তৃণমূলের লোকেরা আক্রমণ চালাচ্ছে। নির্দিষ্ট নামে অভিযোগ জানানো হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।” এই প্রেক্ষিতে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেনের মন্তব্য, “জনসমর্থন হারানোয় দুই পুরসভায় প্রচারে লোক পাচ্ছে না বাম প্রার্থীরা। তাই মিথ্যা অভিযোগ করে প্রচার পেতে চাইছে ওরা।”
|
আবারও সন্ত্রাসে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহর হলদিয়ায় ফের সিপিএম পার্টি-অফিসে তালা ঝোলানো এবং পুরভোটের এক মহিলা প্রার্থীকে হেনস্থা ও বাড়ি ভাঙচুরে অভিযুক্ত হল তৃণমূল। মঙ্গলবার সকালে পার্টি-অফিস ভাঙচুর সংক্রান্ত ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিপিএমের অভিযোগ, পুরভোটের মুখে হলদিয়া জুড়ে তৃণমূূলের মোটরবাইক-বাহিনীর দৌরাত্ম্য চলছে। সোমাবার রাতে পুর-এলাকার ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিনতি সাউ ও তাঁর পরিবারের লোকজন বাড়ির বাইরে প্রার্থীর সমর্থনে পোস্টার সাঁটানোর কাজ করছিলেন। সেই সময়ে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা তাঁদের বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ। মিনতিদেবী বলেন, “রাত বারোটা নাগাদ আমাদের বাড়ি ভাঙচুর করেছে ওরা। আমার প্রচারের পোস্টারও ছিঁড়ে দিয়েছে।” মঙ্গলবার সকালে ফের ৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের দলীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখেন এলাকার কাউন্সিলর তথা সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল। এর পরেই তিনি দুর্গাচক থানায় খবর দেন। থানা থেকে পুলিশ এসে তালা ভাঙে। তাপসীদেবীর অভিযোগ, “এলাকায় তৃণমূলের বাইকবাজদের আনাগোনা বাড়ছে। তারাই পতাকা ছিঁড়ে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে।” তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।
|
|
হলদিয়ার ৭ নম্বর ওয়ার্ডে সিপিএমের পতাকা পড়ে নর্দমায় |
|
হলদিয়ায় রুট-মার্চ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রাজ্যের মুখ্য-নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডে আসন্ন পুরভোট নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে যাওয়ার পরেই আইন-শৃঙ্খলা রক্ষায় হলদিয়ায় ‘রুট-মার্চ’ শুরু করল পুলিশ। মঙ্গলবার হলদিয়া পুরসভার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলে। নেতৃত্বে ছিলেন মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর শুভঙ্কর দে, দুর্গাচক থানার ওসি কুদরতে খোদা, ভবানীপুর থানার ওসি বিশ্বজিৎ হালদার। ভবানীপুর থানা এলাকার ১৪, ১৫, ১২, ১৩ এবং দুর্গাচকের ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ নম্বর ওয়ার্ডে টহলদারি চলে। এসডিপিও অমিতাভ মাইতি বলেন, “এটা নিয়মিত চলবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের ভিত্তিতেই রুট-মার্চ শুরু হল।” |
|
|
|
|
|