টুকরো খবর |
তৃণমূলের দাবি
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
রাস্তা সারাই, পানীয় জল প্রকল্প রূপায়ণ-সহ ২৪ দফা দাবিতে মঙ্গলবার বিকালে দাঁতন-২ ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। তার আগে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শৈবাল গিরির নেতৃত্বে এলাকায় মিছিল ও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, ধনেশ্বরপুর থেকে মোহনপুর পর্যন্ত ২৪ কিলোমিটার পাকা রাস্তা গত কয়েক বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। সংস্কারের দাবি জানানো হলেও কাজ হয়নি। ২০০৬ সালে ধনেশ্বরপুরে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের একটি পানীয় জল-প্রকল্পের কাজ শুরু হলেও তার পরিষেবা শুরু হয়নি। খণ্ডরুইতে বিদ্যুতের সাবস্টেশন তৈরির কাজও থমকে রয়েছে। পাশাপাশি বর্ষা আসতে চললেও বাগুই নদী সংস্কারের কাজ শুরু না হওয়াতেও ক্ষোভ রয়েছে এলাকায়। কারণ ওই নদী ছাপিয়ে প্রায় প্রতি বছর বর্ষায় বন্যা দেখা দেয় খাকুড়দা এলাকায়। সাবড়া-ধনেশ্বরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জীর্ণ ঘরের সংস্কারের দাবির পাশাপাশি বাসিন্দাদের অভিযোগ রয়েছে বেহাল স্বাস্থ্য-পরিষেবা নিয়েও। যদিও প্রশাসনের তরফে দাবি, ২৪ কিলোমিটার রাস্তার ৬ কিলোমিটার অংশে সম্প্রতি ‘প্যাচ-ওয়ার্ক’ করা হয়েছে। অন্য তিন কিলোমিটার অংশে দ্রুত কাজ করা হবে। পানীয় জল প্রকল্পে পাম্প-হাউস তৈরির পর তাতে ফাটল ধরায় ও পাইপ-লাইনের সমস্যা থাকায় চালু করা যাচ্ছে না। তা ছাড়া, ওয়াটার রিজার্ভার তৈরির টাকাও বরাদ্দ হয়নি। খণ্ডরুইতে বিদ্যুতের সাবস্টেশন তৈরির কাজ প্রায় শেষের মুখে বলে দাবি প্রশাসনের। বিডিও ইন্দ্রনীল চক্রবর্তী দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
রেশনের মাল খোলা বাজারে পাচার, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেশনের মাল খোলা বাজারে পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। গ্রামবাসীরাই দু’জনকেই পুলিশের হাতে তুলে দেন। সোমবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গোবিন্দপুরে। ধৃতেরা হল স্বপন মিশ্র ও রঞ্জিত ভক্তা। নারায়ণগড় থানার ওসি সুজন রায় বলেন, “নির্দিষ্ট অভিযোগেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” রেশনের মাল খোলা বাজারে পাচারের অভিযোগ নতুন নয়। আগেও জেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। সোমবার রাতে রঞ্জিত একাধিক বস্তায় করে চাল, আটা নিয়ে যাচ্ছিলেন। তাঁকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের রঞ্জিত জানান, রেশন ডিলার নটরাজ মিশ্রের গোডাউন থেকে তিনি এই চাল, আটা বের করে স্বপন মিশ্রের দোকানে দিতে যাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। রঞ্জিত ও স্বপনকে গ্রেফতার করা হয়। রেশন ডিলার নটরাজের খোঁজ চলছে। ঘটনার পর থেকে তিনি বাড়িতে নেই বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। মঙ্গলবার ধৃত দু’জনকে মেদিনীপুরে আদালতে হাজির করানো হয়। ধৃতদের ৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। জেলা খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায় বলেন, “বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।”
|
ফিরে এলেন সবংয়ের ওসি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফিরে এলেন রবিবার দুপুর থেকে ‘নিরুদ্দেশ হওয়া’ সবংয়ের ওসি কুশল বিশ্বাস। সোমবার রাতে রীতিমতো নিখোঁজ ডায়েরিও করেছিলেন তাঁর স্ত্রী। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসনের উপরমহলে কোনও কিছু না জানিয়েই তিনি বেপাত্তা হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ওসি-র সঙ্গে ফের যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানান পুলিশ সুপার সুনীল চৌধুরী। পারিবারিক সমস্যার কারণেই ওসি-র এই সাময়িক অন্তর্ধান বলে জেলা পুলিশ সূত্রের ব্যাখ্যা। তবে, উপরমহলে কোনও কিছু না জানিয়ে থানা ছেড়ে যাওয়ায় তাঁর ক্ষেত্রে বিধি-মাফিক পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন এসপি। |
|