এখনও আমার মধ্যে ক্রিকেট আছে • শাহরুখেরটা খুব ছোট ঘটনা
বিতর্ক উড়িয়ে দিয়ে বোর্ডের পাশে দাঁড়ালেন সৌরভ
ইপিএল ফাইভ নিয়ে টানা বিতর্কে যখন বিদ্ধ ভারতীয় বোর্ড, নানা মহল থেকে যখন আঙুল তোলা হচ্ছে শ্রীনিবাসনের শাসনব্যবস্থা নিয়ে, তখন বোর্ডের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পুণে ওয়ারিয়র্স অধিনায়ক জানিয়ে দিলেন, ক্রিকেট পরিচালনার ব্যাপারটা বোর্ডই সবচেয়ে ভাল বোঝে। জানে, কী ভাবে ক্রিকেট পরিচালনা করতে হয়।
“লোকে বোর্ডের সমালোচনা করে। কিন্তু ভারতীয় ক্রিকেটকে এত ভাল ভাবে পরিচালনা করার কৃতিত্ব দিতেই হবেই বোর্ডকে,” বলেছেন সৌরভ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বলে যাচ্ছেন, বোর্ডকে আরটিআই-এর আওতায় নিয়ে আসতে। কিন্তু সৌরভের কথায়, “বিসিসিআই বেসরকারি সংস্থা। কিন্তু হকি বা অন্যান্য খেলা যে ভাবে চালানো হয়, তার চেয়ে অনেক ভাল ভাবে ক্রিকেট চালায় ভারতীয় বোর্ড।” সঙ্গে যোগ করেছেন, “বোর্ড বোকা নয়। ওদের কাজকর্মে যথেষ্ট স্বচ্ছতা আছে। আর কী ভাবে ক্রিকেট চালানো হচ্ছে সেটা লোককে বোঝানোর কোনও দায় বোর্ডের আছে বলে মনে হয় না।”
হালফিলে একটার পর একটা বিতর্ক তাড়া করছে আইপিএলকে। স্পট-ফিক্সিংয়ের অভিযোগ উঠছে। সৌরভ বলছেন, “ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই এই জিনিস ঘটতে পারে। কোনও ফ্র্যাঞ্চাইজি এই জিনিস সহ্য করবে বলে মনে হয় না।” একই সঙ্গে আইপিএলে কালো টাকা ঢুকে পড়ার অভিযোগও উড়িয়ে দিয়েছেন সৌরভ। বলেছেন, “ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটার নির্বাচনের সময় আমি থেকেছি। চুক্তিপত্রে যা আছে, প্লেয়ারদের ফ্র্যাঞ্চাইজি সেটাই দেয়। তার চেয়ে বেশি কিছু দেয় না।” তাঁর টিমের ক্রিকেটার মণীশ মিশ্রকে নিয়েও বলা হচ্ছিল, চুক্তিপত্রে যত দেওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি টাকা পেয়েছেন মণীশ। টিভির স্টিং অপারেশনেই নাকি সেটা ধরা পড়েছে। যা নিয়ে সৌরভের বক্তব্য, “আমার মনে হয় মণীশ অত ভেবে কিছু বলেনি। ওর কোনও খারাপ উদ্দেশ্য ছিল বলেও মনে করি না। যে সব প্লেয়ারদের ভিডিও দেখানো হয়েছে, তারা আইপিএলে সে ভাবে খেলেইনি।” কেকেআরের প্রাক্তন অধিনায়ক মুখ খুলেছেন কেকেআর মালিকের বিতর্কে জড়িয়ে পড়া নিয়েও। ওয়াংখেড়েতে শাহরুখকে আটকানো নিয়ে সৌরভের মন্তব্য, “খুব ছোট ঘটনা।” কিন্তু একই সঙ্গে নাইট মালিককে তাঁর পরামর্শ, “আমি শাহরুখকে পরামর্শ দেব, কয়েকটা মাস প্রচারের বাইরে থাকতে। শাহরুখ খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ে। ভুল হেডলাইন তৈরি হয়ে যায় শাহরুখকে নিয়ে।” সঙ্গে যোগ করেছেন, “এসআরকে আইপিএলে একটা টিমের মালিক। ওকে নির্বাসিত করা সহজ হবে না। আমি জানি না সে দিন ঠিক কী ঘটেছিল। কিন্তু এ রকম ব্যাপার জীবনে হয়েই থাকে। ঘটনা হচ্ছে, শাহরুখকে ওয়াংখেড়েতে ঢুকতে না দেওয়া ততটাই বোকা বোকা শোনাবে, যতটা শোনাবে মেহবুব স্টুডিওতে ঢোকার ব্যাপারে সচিনের উপর নিষেধাজ্ঞা চাপালে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.