গৌতম গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে দেখে মনে হল শাহরুখের উচ্ছ্বাস তাঁর মধ্যে নেই। বরঞ্চ নিজেকে ধরে রেখেছেন চূড়ান্ত স্টেশনের জন্য। রবিবারের চেন্নাই।
|
প্রশ্ন: কেকেআর মানে গত ক’বছর ছিল একটা তুলতুলে সংসার। সামান্য চাপ এলেই যেটা দুম করে পড়ে যাবে। চাপের মুখে এই বারবার পড়ে যাওয়াটা আপনি বন্ধ করলেন কী করে?
গম্ভীর: প্রশ্নটা শুনে আমার বেশ মজাই লাগছে। চেন্নাই ম্যাচ হেরে যাওয়ার পর আমায় ঠিক উলটো প্রশ্নই শুনতে হয়েছিল যে, কেন আমি সেই সেট প্লেয়ারদেরই খালি খেলিয়ে যাই? কেন আমি কোর গ্রুপকে বদলাই না? আজ শুনছি সেই কোর গ্রুপটাই চাপে ভাল খেলে।
আসল কথা কী জানেন? এই ফর্ম্যাটে কেউ ব্যর্থ হলেই দুম করে তাকে ছেঁটে ফেলতে নেই। তার ওপর ভরসা রাখতে হয়। দুমদাম ছেঁটে ফেলে আপনি কোথাও পৌঁছবেন না। এই ইউসুফ পাঠানকে দেখুন না। ওর ওপর আমরা ভরসা রেখেছিলাম। আজ কী প্রতিদানটাই না দিয়ে গেল!
|
প্র: আপনার অধিনায়কত্ব দেখে মনে হচ্ছে, কাউকে কিছু প্রমাণ করার দায় আছে আপনার। যেন বোঝাতে চাইছেন শুধু সহ-অধিনায়কত্ব নয়, আমি অধিনায়কত্বটাও চুটিয়ে করতে পারি।
গম্ভীর: শুনুন মশাই, কাউকে কিছু প্রমাণ করার দায় নেই আমার। বাইরের বিশ্ব আমার অধিনায়কত্ব নিয়ে কী ভাবল, কিচ্ছু আসে-যায় না। আমায় প্রমাণ করতে হয় শুধু ড্রেসিংরুমে যারা বসে থাকে তাদের কাছে। তাদের আস্থা অর্জন করতে পারলেই হল।
প্র: ফাইনালের জন্য কী ভাবছেন? ওটা তো আরও বড় চাপের ম্যাচ।
গম্ভীর: কিছুই ভাবছি না। ওটা আরও একটা ম্যাচ। বেশি ভাবতে গেলে বরং চাপ গেড়ে বসবে। আমি বারবার বলেছি আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি, তা হলে আমরা যে কোনও টিমের মহড়া নেওয়ার জন্য তৈরি। আজও একই কথা বলছি।
প্র: বালাজির চোটটা কতটা মারাত্মক?
গম্ভীর: ওকে ফিজিও দেখছেন। ওকে সুস্থ করে তুলতেই হবে। বালাজি আমাদের জন্য ফাইনালে খুব জরুরি।
|
প্র: পুণে পিচ কী আজ অন্য রকম ছিল? যেন মনে হল ভাঙার কোনও লক্ষণ নেই।
গম্ভীর: হ্যাঁ, আগের দিনের তুলনায় অনেক বেশি ব্যাটিং উপযোগী ছিল। কিন্তু এ সব নিয়ে আমি মাথা ঘামাই না। কোয়ালিটি প্লেয়ারকে সব পিচে খেলতে জানতে হয়। যদি আপনার মধ্যে খেলা থাকে তা হলে আপনার পিচ নিয়ে মাথা ঘামানোর দরকার পড়বে না।
প্র: রস টেলর আর ইরফানকে দিল্লি আগে না নামানোয় আপনি বিস্মিত হননি?
গম্ভীর: ওটা ওদের ব্যাপার। ওদের স্ট্র্যাটেজি। ওরা বলতে পারবে।
প্র: ব্রেট লি-কে মাঠের বাইরে রেখে নামাটা কতটা অস্বস্তিকর?
গম্ভীর: খেলাটা ব্রেট লি বা কোনও ব্যক্তিবিশেষকে নিয়ে নয়। খেলাটা দলের জন্য খেলতে হয়। কোনও ব্যক্তি সেখানে গুরুত্বপূর্ণ নয়। কাল আমি যদি দেখি টিমে ফিট করছি না, আমি স্বচ্ছন্দে বসে যাব।
|
প্র: আর এক বার আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে, আপনার টিম এত ভাল চাপ সামলাচ্ছে কী করে?
গম্ভীর: বললাম তো, ব্যর্থতায় ঘাবড়ে গিয়ে ভয়ংকর রকম অদলবদল না করে। ওটাই কৌশল। কিংস ইলেভেন পঞ্জাবের কাছে যে ভাবে হেরেছিলাম তাতে যথেষ্ট প্ররোচনা ছিল ইউসুফ পাঠানকে বসিয়ে দেওয়ার। আমরা সেটা করিনি। আমরা জানতাম ও বড় ম্যাচের প্লেয়ার। ঠিক ফিরে আসবে। তাই এল। আমরা আরও গুরুত্ব দিয়েছি ছোট ছোট কন্ট্রিবিউশনের ওপর। ছোট একটা ইনিংস, দারুণ একটা ক্যাচ, এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আজ যেমন লক্ষ্মীরতন শুক্লর ইনিংসটা। মুম্বইতে মনোজ তিওয়ারি খুব ভাল খেলেছিল। কিন্তু আজ লক্ষ্মী যা ব্যাট করল ওই ইনিংস না হলে আমরা এই ম্যাচটা হয়তো জিতি না।
|