রামমোহনের জন্মদিনে নানা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মঙ্গলবার, আরামবাগ মহকুমার সর্বত্র ঘটা করে পালিত হল রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী। মনীষীর জন্মস্থান খানাকুলের রাধানগর এবং বসতবাটি রঘুনাথপুরে অনুষ্ঠান দেখতে এ দিন ভিড় করেন এলাকার লোক। রামমোহনের স্মৃতিসৌধ, জন্মবেদি, রামমোহনের বাড়ি, উপাসনাবেদি-সহ বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রামমোহন রায়ের জন্মস্থান এবং পূর্বপুরুষের ভিটে রাধানগরে এ দিন দু’টি পৃথক অনুষ্ঠান হয়। রাধানগর আনন্দময়ী স্পোর্টিং ক্লাব এবং রাধানগর পল্লিসমিতির উদ্যোগে রামমোহন রায়ের জীবন ও কাজ নিয়ে আলোচনা সভা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রাধানগর আনন্দময়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দু’দিন ধরে চলবে অনুষ্ঠান। রামমোহনের বসতবাড়ি রঘুনাথপুরে অনুষ্ঠানের আয়োজন করে রামমোহন জন্মোৎসব কমিটি। সকাল ৭টায় রাধানগর জন্ম বেদি থেকে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় রঘুনাথপুরে। পরে সেখানে হয় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, মহকুমাশাসক অরিন্দম নিয়োগী, পুড়শুড়ার বিধায়ক পারভেজ রহমান, সাহিত্যিক দেবাশিস শেঠ, শিক্ষাবিদ পরেশচন্দ্র দাস প্রমুখ। শোভনবাবু জানান, রামমোহনের জন্মস্থানকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে সুপারিশ করবেন তিনি। রামমোহন জন্মোৎসব কমিটির সম্পাদক বিধায়ক পারভেজ রহমান বলেন, “রামমোহন রায়ের স্মৃতিবিজড়িত কোনও কিছুই যাতে অরক্ষিত এবং অবহেলিত না হয় তার খেয়াল রাখতে হবে আমাদের।” |
পেট্রোল পাম্পে ডাকাতিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোবাইলের সূত্র ধরে সোমবার জগাছার একটি হোটেল থেকে পুলিশ ৪ দুষ্কৃতীকে ধরল। ধৃতদের নাম মফিজুল লস্কর, জামিরুদ্দিন সর্দার, বুদ্ধদেব হালদার ও আতাবিল আলি খান। পুলিশ জানায়, ধৃতেরা উনসানির পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় যুক্ত। তাদের কাছে মিলেছে ছিনতাই হওয়া ৩টি মোবাইল ও ৩০০০ টাকা। উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৮টি বোমা ও একটি মোটরবাইক। ১৪ মে ভোরে কোনা এক্সপ্রেসওয়ের পাশে উনসানির কাছে একটি পেট্রোল পাম্পে হানা দিয়ে ৪ কর্মীকে মারধর করে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালায় মোটরবাইক সওয়ার ৬ দুষ্কৃতী। পরে ওই পাম্পের এক কর্মী যখন ৬ লক্ষ টাকা নিয়ে উনসানি স্টেট ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন, তখন কিছু দুষ্কৃতী তাঁকে লক্ষ করে গুলি চালিয়ে টাকার ব্যাগ হাতানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। মঙ্গলবার ডেপুটি পুলিশ কমিশনার (সদর) নিশাদ পারভেজ জানান, ছিনতাই হওয়া মোবাইলের টাওয়ার লোকেশন দেখে জানা যায়, ডাকাতরা জগাছাতেই রয়েছে। ডিসি জানান, ধৃতেরা জেরায় অপরাধ স্বীকার করেছে। |
ডানলপ খোলা নিয়ে ত্রিপক্ষ বৈঠক ২৫শে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হুগলির সাহাগঞ্জে বন্ধ ডানলপ কারখানা খোলা নিয়ে আগামী ২৫ মে ত্রিপাক্ষিক বৈঠক ডাকল রাজ্য। মঙ্গলবার মহাকরণে এই খবর জানান শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। ডানলপ নিয়ে এক দিকে শ্রমিকদের দাবি, ২০০৬ সালে মালিকপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁদের পাওনা ২৫ হাজার টাকা দিতে হবে। অন্য দিকে শ্রম দফতরের মুখপাত্র জানান, রাজ্যের শ্রম কমিশনারকে একটি চিঠি দিয়ে ডানলপ কর্তৃপক্ষ জানিয়েছেন সাহাগঞ্জের ৭১৪ জন কর্মীর মধ্যে ৩৭৮ জনকে তাঁরা রাখতে চান। বাকি ৩৩৬ জনকে অন্য রাজ্যের কারখানায় পাঠানো হবে। অথবা স্বেচ্ছাবসর দেওয়ার ব্যবস্থা করা হবে। শ্রমিকেরা এ প্রস্তাবে রাজি নয়। তাই বৈঠকে রফার পথ খোঁজা হবে। |