ওড়িশার নবীন পট্টনায়ক ও তামিলনাড়ুর জয়ললিতা। এই দু’জন বাদে আর কারও কাছেই সমর্থনের আশ্বাস পাননি তিনি। তবু নাছোড় পূর্ণ এ সাংমা।
সনিয়া গাঁধীকে ‘বিদেশিনি’ আখ্যা দিয়ে কংগ্রেস ছেড়েছিলেন এক সময়। রায়সিনা হিলসে পৌঁছতে আজ তাঁরই সাক্ষাৎপ্রার্থী হন তিনি। সনিয়া সময় দেননি লোকসভার এই প্রাক্তন স্পিকারকে। এক সময় তিনি যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু দলের প্রতীকে ভোটে জেতার পরে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখার দরকার মনে করেননি। উত্তর-পূর্বের এই আদিবাসী নেতাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের বক্তব্য, মমতা তাঁর পছন্দের নাম আগেই ঘোষণা করেছেন। যে তালিকায় রয়েছেন মীরা কুমার, গোপালকৃষ্ণ গাঁধী এবং এ পি জে আব্দুল কালাম। চার বাম দল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টিও ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছে, রাষ্ট্রপতি পদে সাংমা অন্তত তাদের পছন্দের প্রার্থী নন। |
ফলে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর জেতার সম্ভাবনা নিয়ে পুরোমাত্রায় সংশয় তৈরি হলেও সাংমা আজ জানিয়ে দিয়েছেন, প্রার্থী তিনি হচ্ছেনই। বিশেষ করে নবীন-জয়ললিতা যেখানে প্রকাশ্যেই দৌত্যে নেমেছেন তাঁর জন্য। বিজেপি শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গেও তাঁরা কথা বলেছেন। আর তাতে উজ্জীবিত হয়েই আজ সনিয়ার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন সাংমা। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, সনিয়া এখনই সাংমাকে সময় দিতে চাইছেন না। সৌজন্যের খাতিরে পরে কোনও সময় দেখা করলেও রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন দূর অস্ত্। বিজেপি তলে তলে যোগাযোগ রাখছে নবীন-জয়ললিতার সঙ্গে। এই দুই মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষ দলগুলির সমর্থন জোটাতে পারলে কংগ্রেসকে চাপে ফেলতে বিজেপি তখন সমর্থনের ব্যাপারটা ভেবে দেখবে।
নবীন-জয়ললিতার ভরসায় বসে না থেকে সাংমা নিজেই আজ সমর্থন চাইতে গিয়েছিলেন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট এবং সিপিআই নেতা ডি রাজার কাছে। কিন্তু বামেরাও যে কোনও প্রতিশ্রুতি দেয়নি তা তাঁর কথাতেই ধরা পড়েছে। কারাটের সঙ্গে সাক্ষাতের পর সাংমা বলেন, “জয়ললিতা ও নবীন পট্টনায়ক বাম নেতাদের সঙ্গে কথা বলেছেন। আজ আমারও কথা হল। কাল চার বাম দলের বৈঠকে এ ব্যাপারে আলোচনা হবে বলে তাঁরা জানিয়েছেন।” পরে সিপিএম সূত্রে বলা হয়, আসল অঙ্ক কষা শুরু হবে কংগ্রেস নাম ঘোষণা করার পর। তার অপেক্ষায় রয়েছে বামেরা। পাশাপাশি তাঁদের বক্তব্য, সাংমা বড় জোর উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হতে পারেন।
সাংমা প্রশ্নে শীতল মায়াবতী আজ বলেন, “কাগজে পড়েছি উনি প্রার্থী হচ্ছেন।” আর সমাজবাদী পার্টির এক শীর্ষ নেতার কটাক্ষ, “তাঁর নিজের দল এনসিপি-র নেতা শরদ পওয়ারই তো তাঁকে চাইছেন না, আমরা কেন তাঁকে সমর্থন করতে যাব?”দেশের শীর্ষ পদটির জন্য তবু ছুটছেন সাংমা! |