উত্তর কলকাতার গৌরমোহন মুখার্জি রোডে স্বামী বিবেকানন্দের বাড়ির পাশের জমিটি ও বাগবাজারের বোসপাড়ায় ভগিনী নিবেদিতার বাড়িটি অধিগ্রহণ করছে রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণ সূত্রের খবর, স্বামী বিবেকানন্দের বাড়ির পাশের একটি জমিতে বাড়ি বানানোর চেষ্টা হচ্ছিল। এতে বিবেকানন্দের বাড়ির সামনের সৌন্দর্য ও শ্রী বিঘ্নিত হত। মিশন কর্তৃপক্ষের কাছ থেকে ওই খবর পেয়েই জমিটি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ জানান, গত ৭ মার্চ আগরতলা থেকে কলকাতায় স্বামীজির বাড়ির দায়িত্বভার নিতে এসে তিনি দেখেন বাড়ির দক্ষিণ দিকে ১০৫ বিবেকানন্দ রোডে প্রায় ৬ কাঠা জমির উপরে একটি দোতলা বাড়ির নির্মাণকাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীকে ফোন করে বিষয়টি জানান তিনি। স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, “মুখ্যমন্ত্রী বিষয়টি শুনে আমাকে বলেছিলেন, ‘কোনও হেরিটেজ বাড়ির সামনে এমন ভাবে নতুন করে নির্মাণ কাজ হতে পারে না। আমি বিষয়টি দেখছি।’ এর পরে অবশ্য কাজটি বন্ধ হয়ে গিয়েছিল।” তিনি আরও জানান, প্রায় দু’মাস কাজটি বন্ধ থাকার পরে ৯ মে জানা যায়, ফের ওই নির্মাণ কাজ শুরুর তোড়জোড় হচ্ছে। এর পরের দিনই, অর্থাৎ ১০ মে বিষয়টি সবিস্তার জানিয়ে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠান স্বামী পূর্ণাত্মানন্দ। তিনি বলেন, “ওই দিনই মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে জানান, সরকার ওই জমি অধিগ্রহণ করবে।” জমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। অধিগ্রহণের পরে জমিটি তিনি রামকৃষ্ণ মিশনের হাতেই তুলে দিতে চান। মুখ্যমন্ত্রীর নির্দেশে বোসপাড়ায় ভগিনী নিবেদিতা যে বাড়িতে থাকতেন, সেটিও অধিগ্রহণ করছে রাজ্য। মহাকরণ সূত্রের খবর, ওই বাড়িটি অধিগ্রহণ করে রক্ষণাবেক্ষণের জন্য পুরসভার হাতে তুলে দেবে সরকার। পুরসভা সূত্রের খবর, বাড়ি অধিগ্রহণের জন্য পুরসভা আগেই তৎপর হয়েছিল। কিন্তু দরদাম ‘পছন্দ’ না হওয়ায় বাড়ির মালিক সেটি দিতে গররাজি হন। মিশনের মাধ্যমে ব্যাপারটি জানতে পেরে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী। |