ব্যাঙ্কঋণের নামে প্রতারণা, ধৃত ২ |
ব্যাঙ্কঋণ পাইয়ে দেওয়ার নামে দু’লক্ষেরও বেশি টাকা হাতানোর অভিযোগে মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম জয় বিশ্বাস (৩৬) ও সঞ্জয় রায় (৫৪)। সঞ্জয়ের কাছে ভুয়ো পরিচয়পত্র, প্যান কার্ড-সহ বেশ কিছু নকল নথি পাওয়া গিয়েছে। শেষনাথ সিংহ নামে হুগলির এক বাসিন্দা ছ’মাস আগে বৌবাজার থানায় অভিযোগ জানান, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৩২ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জয় ও সঞ্জয় তাঁর কাছ থেকে দু’লক্ষেরও বেশি টাকা নেয়। তিনি গত ডিসেম্বরে দু’টি ব্যাঙ্কের দু’টি অ্যাকাউন্টে ওই টাকা জমাও দেন। কিন্তু তিনি ঋণ পাননি, জমা দেওয়া টাকা ফেরতও পাননি।
|
প্যান্টের ভিতরে লুকিয়ে সোনা পালিশের ইরিডিয়াম আনার পথে এক যাত্রীকে ধরল বিমানবন্দরের শুল্ক দফতর। মঙ্গলবার মাকসুদ আলম নামে ওই যাত্রী ঢাকা থেকে আসেন। তাঁকে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম পাউডার মেলে। মাকসুদ জানান, ৫০০০ টাকায় হংকং থেকে ওই পাউডার এক ব্যবসায়ীকে এনে দিচ্ছিলেন তিনি। শুল্ক দফতরের দাবি, উদ্ধার হওয়া ইরিডিয়ামের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
|
নিউ মার্কেটের দোকান থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগে সোমবার গ্রেফতার হল দোকানেরই এক প্রাক্তন কর্মী। ধৃতের নাম সুরজ মল্লিক। পুলিশের দাবি, তিন মাস আগে সুরজকে মালিক তাড়িয়ে দেন। রবিবার রাতে দোকানের পিছনের দরজা খুলে ঢুকে ক্যাশবাক্সের টাকা নিয়ে পালায় সুরজ। |