|
|
|
|
|
টাকার অবাধ পতন ফের
ছায়া ফেলল শেয়ার বাজারে
সংবাদসংস্থা • মুম্বই |
|
পতনের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারছে না টাকা। অবাধে পতনের ধাক্কায় মঙ্গলবারও ডলারের তুলনায় টাকার দাম পড়েছে আরও ৩৬ পয়সা। তাতে ইন্ধন জুগিয়েছে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা ফিচ-এর জাপানের রেটিং কমিয়ে দেওয়া। পড়তে থাকা টাকা স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে দেয় শেয়ার বাজারে। ফলে গত তিন দিনে কিছুটা বাড়লেও এ দিন সেনসেক্স পড়ে যায় ১৫৭ পয়েন্ট।
টাকাকে টেনে তুলতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এ দিনও সরাসরি হস্তক্ষেপ না-করলেও তার নির্দেশে বাজারে ডলার বিক্রি করতে থাকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এ দিন আবারও বলেছেন, “টাকার অত্যধিক ওঠা-পড়া নিয়ন্ত্রণ করতে সরকার ব্যবস্থা নিচ্ছে। যখন প্রয়োজন হবে, তখনই রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে।” তবে তিনি সাফ জানান, টাকার দাম বাজারের উপর নির্ভরশীল। আর, বাজার সব সময়েই অনিশ্চিত। উল্লেখ্য, এ বছর এর মধ্যেই টাকা পড়েছে ২২%।
আসলে, এ দিন বৈদেশিক মুদ্রার বাজার খোলার সময়ে টাকার দাম ছিল সোমবারের তুলনায় কিছুটা উপরেই। প্রতি ডলারের দাম ছিল ৫৪.৬০ টাকা। প্রসঙ্গত, সোমবার টাকা ৬১ পয়সা পড়ায় দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়ায় ৫৫.০৩ টাকা। কিন্তু মঙ্গলবার কিছুক্ষণের মধ্যেই ডলারের চাহিদা বাড়ার জেরে দ্রুত পড়তে থাকে টাকা। এক সময়ে ডলারে টাকার দাম নেমে যায় ৫৫.৪৭-এ। পরে অবশ্য ব্যাঙ্কগুলির তরফে ডলার বিক্রির জেরে তা কিছুটা উঠে যায়। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৫.৩৯ টাকা। উল্লেখ্য, সোমবার টাকার বেনজির পতনের পরেই শীর্ষ ব্যাঙ্ক টাকার আগাম লেনদেন ও ফাটকা কারবারের উপর কিছু বিধিনিষেধ আরোপ করে। তার জেরে আগাম লেনদেনের জন্য ১০ কোটি ডলারের বেশি রাখতে পারবে না বাণিজ্যিক ব্যাঙ্কগুলি।
টাকার পতনের জন্য বিশেষজ্ঞরা কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন:
• রাজনৈতিক সঙ্কটে মূল্যায়ন সংস্থা ফিচ-এর জাপানের রেটিং ‘এএ’ থেকে কমিয়ে ‘এ প্লাস’ করা। ফলে কমবে তার ঋণ পাওয়ার যোগ্যতা
• বিদেশি লগ্নিকারীদের ক্রমাগত শেয়ার বিক্রি
• ইউরোপীয় সঙ্কট ঘোরালো হলে বিশ্ব জুড়ে মন্দার মেঘ ঘনিয়ে আসবে বলে ফরাসি সংগঠন অর্গানাইজেশন অফ ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট(ওইসিডি)-এর পূর্বাভাস। এর জেরই এ দিন সকালের দিকে এশীয় বাজারের উত্থানের হাত ধরে সেনসেক্স উঠলেও পরে পড়তে থাকে শেয়ার দর। সূচক বন্ধ হয় ১৬,০২৬.৪১ পয়েন্টে। |
|
|
|
|
|