উন্নত পরিষেবা দাবি ফোসিনের |
স্টেট ব্যাঙ্কের শিলিগুড়ির কয়েকটি শাখায় পরিষেবার মানের উন্নতি চেয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করল ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড অন্ডাস্ট্রিজ, নর্থ বেঙ্গল (ফোসিন)। সম্প্রতি ফোসিনের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। ফোসিনের অভিযোগ, করের টাকা জমা করতে গিয়ে ব্যবসায়ীদের প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে। একই অভিজ্ঞতা চেক ক্লিয়ারের ক্ষেত্রেও। একদিনে চেক ক্লিয়ার হয়ে যাওয়ার বিধি থাকলেও শিলিগুড়িতে চেক ক্লিয়ার হতে তিন থেকে চারদিন সময় লাগছে। নকশালবাড়ি শাখাকে শিলিগুড়ির ক্লিয়ারিং হাউজে এখনও অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার ব্যবসায়ীদের। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেও একই সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক কর্মী না-থাকায় অজুহাতে ব্যাঙ্কের বিভিন্ন শাখার কর্মীরা গ্রাহকেদর ফিরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। গত ২ মে বন দফতরের ৬ কর্মী স্টেট ব্যাঙ্কের মঙ্গলদীপ শাখায় অ্যাকাউন্ট খুলতে চেয়ে আবেদন জানান। আজও তাঁদের অ্যাকাউন্ট চালু হয়নি বলে অভিযোগ। ওই বনকর্মীদের অভিযোগ, অ্যাকাউন্ট না- খুলতে পারায় তাঁদের বেতন আটকে রয়েছে। ফোসিনের সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “অ্যাকাউন্ট খোলা নিয়ে নানা জায়গা থেকেই অভিযোগ পাচ্ছি। একদিনে যেখানে চেক ক্লিয়ার হওয়ার কথা, সেখানে তিন চারদিন সময় লাগছে। ব্যাঙ্কের শিলিগুড়ির ডেপুটি জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে হস্তক্ষেপ করতে বলেছি।” স্টেট ব্যাঙ্কের এক আধিকারিক জানান, ফোসিনের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
|
পেট্রোলের দাম বাড়ানোর পক্ষে সওয়াল রেড্ডির |
সব নজির ভেঙে টাকার দাম ডলারে ৫৫ পেরিয়ে যাওয়ায় দেশে তেল আমদানি খরচ এক ধাক্কায় মাত্রাছাড়া অঙ্কে পৌঁছেছে। ফলে পরিস্থিতি সামলাতে অবিলম্বে পেট্রোলের দাম বাড়ানো দরকার বলে মঙ্গলবার জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এস জয়পাল রেড্ডি। তিনি বলেন, “এই মুহূর্তে দাম বাড়ানো জরুরি। তবে তার আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলতে হবে।” কবে নাগাদ এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সে সম্পর্কে অবশ্য মুখ খুলতে রাজি হননি তিনি। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেষ বার পেট্রোলের দাম বেড়েছিল। আর জুনে বেড়েছিল ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম। অথচ সরকারি পরিসংখ্যান মাফিক, এর মধ্যে বিশ্ব বাজারে ১৪% বেড়েছে তেলের দাম। আর ডলার পিছু টাকার দাম কমেছে ৭%। রেড্ডির দাবি, প্রতি এক পয়সা টাকার পতনে তেল সংস্থার খরচ বাড়ে বছরে ৮,০০০ কোটি টাকা। আর এ বছর ওই বাড়তি খরচ ইতিমধ্যেই ৭২ হাজার কোটি ছুঁয়েছে।
|
ভারতে ব্রিটিশ পর্যটন সংস্থা টমাস কুকের শাখা টমাস কুক ইন্ডিয়াকে কিনে নিচ্ছে ফেয়ারব্রিজ ক্যাপিটাল (মরিশাস)। এটি কানাডার ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস-এর শাখা। সংস্থাটির দাবি, হাতবদলের এই প্রক্রিয়ায় প্রথমে ব্রিটিশ সংস্থা টমাস কুকের হাতে থাকা ভারতীয় ব্যবসাটির ৭৭% প্রায় ৮১৭.৪ কোটি টাকায় কিনবে তারা। পরে খোলা বাজার থেকে বাকি শেয়ার কিনবে ৩৪০ কোটি টাকারও বেশি খরচে। টমাস কুকের দাবি, ভারতে তাদের ব্র্যান্ড-নামে ব্যবসার লাইসেন্স ফেয়ারব্রিজ পাবে সাড়ে ১২ বছরের জন্য।
|
এয়ারটেলের পর মোবাইলে থ্রিজি-র খরচ ৭০% পর্যন্ত কমাল আইডিয়াও। থ্রি-জি ফোন থাকলে আলাদা প্রকল্প ছাড়াই প্রতি ১০ কেবি তথ্য আদান-প্রদানে খরচ হবে ৩ পয়সা। আগে তা ছিল ১০ পয়সা। |