টুকরো খবর
জলের দাবি, কর্মীরা তালাবন্দি
ফ্লোরাইড দূষিত এলাকায় নিয়মিত পরিস্রুত পানীয় জল না পেয়ে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের (পিএইচই) অস্থায়ী কর্মীদের পাম্প হাউসের মধ্যে কয়েকঘণ্টা তালাবন্দি করে রাখলেন নলহাটির নসিপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নসিপুর গ্রাম সংলগ্ন সিঙডহরিতে পিএইচই-র একটি পাম্প হাউস আছে। ওই পাম্প হাউসের মাধ্যমে নসিপুর গ্রামে জল সরবরাহ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, টাকার বিনিময়ে ওই কর্মীরা জল সরবরাহকারী মূল পাইপ লাইনে অবৈধ সংযোগ তৈরি করে ধানচাষিদের জল সরবারাহ করছেন। যার জন্য পরিস্রুত পানীয় জল চাষের কাজে চলে যাচ্ছে। গ্রামের বাসিন্দা তথা নলহাটি ১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ, কংগ্রেসের কৃষ্ণা মণ্ডলের স্বামী গোবিন্দপ্রসাদ মণ্ডলের নেতৃত্বে এ দিন বিক্ষোভ হয়। গোবিন্দবাবুর আরও অভিযোগ, “নসিপুর গ্রামে ১৪টি ট্যাপের সংযোগ আছে। কোনওটাতেই ঠিকমতো জল মেলে না। তা ছাড়া, গ্রামের উত্তর পাড়ায় ২টি ট্যাপে ৬ মাস থেকে জল পড়ে না। পিএইচই-র আধিকারিকদের বার বার বলেও সুরাহা হয়নি।” তাঁদের দাবি, অস্থায়ীকর্মীদের জল ‘বিক্রি’ করে দেওয়ার কারণে কোনও পানীয় জল পাওয়া যায় না। লাগোয়া দেশনবগ্রাম থেকে বাধ্য হয়ে পানীয় জল আনতে হয়। মঙ্গলবার তাই ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ ওই অস্থায়ীকর্মীদের তালাবন্দি করে রাখেন।” প্রায় দু’ঘণ্টা আটকে রাখার পরে বিডিও, সভাপতি এবং ঠিকাদারের কাছ থেকে আশ্বাস পেয়ে গ্রামবাসীরা অস্থায়ীকর্মীদের ছেড়ে দেন। নলহাটি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি, কংগ্রেসের মাধবেন্দ্র ঘোষাল বলেন, “৭ দিনের মধ্যে সমস্যা মেটানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।” অন্য দিকে, নলহাটি ১ ব্লকের বিডিও তাপস বিশ্বাস বলেন, “জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।”

স্মারকলিপি
কাজের জায়গায় আদিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, চুনপলাশি গ্রামের আদিবাসী দিনমজুর খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-সহ বিভিন্ন দাবিতে ইলামবাজার থানায় স্মারকলিপি দিল ব্লক তৃণমূল কংগ্রেস। সংগঠনের আদিবাসী সেল মঙ্গলবার ইলামবাজার শহরে একটি মিছিল করে। মিছিলে যোগ দেন পরিকল্পনা ও রূপায়ণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। পরে সংগঠন ইলামবাজার থানায় স্মারকলিপি জমা দেয়। ছিলেন ব্লক তৃণমূল সভাপতি জাফরুল ইসলাম এবং সংগঠনের আদিবাসী সেলের পক্ষে রবি মুর্মু, সুনীল টুডু ও জমাদার হাঁসদা।

বড়শালে নতুন প্রধান
দুই তৃণমূল সদস্য ও এক বিজেপি সদস্যের সমর্থন নিয়ে মঙ্গলবার রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির বড়শাল পঞ্চায়েতর প্রধান হলেন ফরওয়ার্ড ব্লকের প্রতিমা মণ্ডল। গত পঞ্চায়েত নির্বাচনের পর বড়শাল পঞ্চায়েতে এই নিয়ে চতুর্থবারের জন্য নতুন প্রধান নির্বাচন হল। সম্প্রতি কংগ্রেস প্রধান সীমা লেটের বিরুদ্ধে ১৪ সদস্যের বড়শাল পঞ্চায়েতে অনাস্থা এনেছিলেন প্রতিমা মণ্ডলরা। এ দিন প্রধান নির্বাচনে ৩ জন ফব সদস্যের সঙ্গে ২ (সিপিএম থেকে বিতাড়িত হয়ে তৃণমূলে যোগদানকারী) তৃণমূল সদস্য, ২ নির্দল সদস্য ও ১ বিজেপি সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচিত হন ফব’র প্রতিমা মণ্ডল। ২ কংগ্রেস সদস্য, ২ নির্দল সদস্য, ১ ন তৃণমূল সদস্য এবং ১ সিপিএম সদস্য এ দিন উপস্থিত ছিলেন না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.