চলছে প্রশিক্ষণ। বিষ্ণুপুর (বাঁ দিকে) ও পুরুলিয়ায়। |
সিএবি এবং ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় স্কুল পড়ুয়াদের নিয়ে ক্রিকেট প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সোমবার বিষ্ণুপুর স্টেডিয়ামে শিবিরের উদ্বোধন করেন বিষ্ণুপুরের উপপুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায়। বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বরুণ দে বলেন, ৪ জুন পর্যন্ত শিবির চলবে। ইচ্ছুক ১৫৫ জনের মধ্যে থেকে ৩০ জনকে বাছাই করে শিবির করা হচ্ছে।” পুরুলিয়াতেও চলছে ‘ইউনিফর্ম সামার ক্রিকেট কোচিং ক্যাম্প’। রঘুনাথপুর ও পুরুলিয়ায় গত সোমবার থেকে শিবিরগুলি শুরু হয়েছে। রঘুনাথপুরের এটিম ময়দানে মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও পুরুলিয়ায় এমএসএ ময়দানে মানভূম ক্রীড়া সংস্থার সহযোগিতায় ওই শিবিরগুলি শুরু হয়েছে। মানভূম ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় জানান, শিবিরগুলিতে বিভিন্ন স্কুলের ৩০ জন করে শিক্ষার্থী যোগ দিয়েছে।.পুরুলিয়া ও রঘুনাথপুরে প্রশিক্ষণ দিচ্ছেন দর্পণ সিংহ ও সুমন্ত সিংহ।
|
নৈশ শর্টহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল মানবাজারের মধুপুরে। গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খেলাগুলি চলে। যোগ দিয়েছিল ২৬টি দল। এই শ্যামল দে স্মৃতি নৈশ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে মধুপুর মাতৃসেবক সঙ্ঘ। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা এসেছিলেন। চূড়ান্ত ম্যাচে ৫ ওভারে মানবাজারের প্রগতি সঙ্ঘ ৭০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মানবাজারের পাথরমহড়া রিক্রিয়েশন ক্লাব সব উইকেট হারিয়ে ৪৫ রান তুলে পরাজিত হয়। ‘ম্যান অফ দ্য সিরিজ’ হন পাথরমহড়ার সমীর বাগদি ও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হন প্রগতি সঙ্ঘের গৌরব রজক।
|
বাঁকুড়া জেলা ক্রিকেট সংস্থার উদ্যোগে অরুণাংশু স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয়ী হল বাঁকুড়ার রাইজিং সান ক্লাব। তারা ভাদুল স্পোটিং ইউনিয়ন ক্লাবকে হারিয়ে দেয়। ওই সংস্থার ক্রিকেট সম্পাদক সুব্রত সিংহ জানান, বিজয়ী দলের রাহুল মালাকার ম্যাচের সেরা ও ভাদুল স্পোটিং ইউনিয়নের জয় বাগদি সিরিজের সেরা হয়েছে।
|
সাঁইথিয়ার আমোদপুর জয়দুর্গা টাউন ক্লাবের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবগৃহে ১৬-১৭ মে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি তাস ও ক্যারাম খেলার প্রতিযোগিতাও হল। তাস খেলায় ১৬ জন যোগ দিয়েছিলেন। কার্তিক দাস চ্যাম্পিয়ন ও সুকুমার নাগ রানার্স হন। ক্যারামে ১৬ জন প্রতিযোগীর মধ্যে পরাশর মণ্ডল চ্যাম্পিয়ন এবং প্রদীপ মণ্ডল রানার্স হন। হাজির ছিলেন সাংসদ রামচন্দ্র ডোম, বিধায়ক মনিরুল ইসলাম, স্থানীয় বিডিও তথা পদাধিকার বলে ক্লাবের সভাপতি সাজিদ শা। ক্লাবের সম্পাদক জয় মুখোপাধ্যায় জানান, প্রতিযোগী-সহ ক্লাব সদস্যদের মধ্যে ৩ জন মরণোত্তর দেহ এবং ১ জন মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করেছেন।
|
২১ মে থেকে শুরু হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত ১৫ দিনের অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রশিক্ষণ শিবির। ৩০ জন বাছাই করা খুদে ক্রিকেটার নিয়ে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও তিনটি মহকুমা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ওই শিবির শুরু হল। শিবিরগুলি চলছে যথাক্রমে সিউড়ি জেলা ক্রীড়া সংস্থার মাঠে, রামপুরহাট ক্রীড়া সংস্থার মাঠে ও বোলপুর স্টেডিয়ামে। পূর্ব নির্ধারিত প্রশিক্ষকদের পরিবর্তে রামপুরহাটে শোভন পাল চৌধুরী, সিউড়িতে প্রতাপ কুণ্ডু এবং বোলপুরে রবিন রায় প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, প্রশিক্ষণে যোগ দেওয়া সম্ভাবনাময় ক্রিকেটারদের বাংলা দলের হয়ে খেলার সুযোগ থাকবে।
|
জেলা জুড়ে থানায় থানায় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সাফল্যের পর ফের উদ্যোগী হল জেলা পুলিশ। এ বার তাদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে আদিবাসী মহিলাদের ফুটবল এবং পুরুষ ও মহিলাদের তিরন্দাজি প্রতিযোগিতা। জেলা পুলিশ সূত্রে খবর, প্রথমে থানা পর্যায়, পরে মহকুমা এবং জেলা পর্যায়ে ওই প্রতিযোগিতা হবে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবস্মিতা দাস জানান, ওই প্রতিযোগিতার বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তবে কবে থেকে ওই প্রতিযোগিতা শুরু হবে তা এখনও চুড়ান্ত হয়নি।
|
• জেলা পুলিশের উদ্যোগে পুরুলিয়ায় বৃহস্পতিবার নৈশ ক্রিকেট প্রতিযোগিতা হবে। এমএসএ ময়দানে খেলাগুলি হবে। চলবে শনিবার পর্যন্ত। পুরুলিয়া মফস্সল থানা ও লাগোয়া এলাকার ১৫টি গ্রাম পঞ্চায়েতের ১৬টি দল ওই ক্রিকেট প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কর্মীদের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যেই ওই প্রতিযোগিতার আয়োজন।
• ২১ মে শেষ হল আইএফএ পরিচালিত ফুটবলের ‘কোচে’স কোচিং ক্যাম্প’। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৮ মে সিউড়িতে জেলা ক্রীড়া সংস্থার মাঠে ওই ক্যাম্প শুরু হয়। ওই ক্যাম্পে মোহনবাগান কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের ২৭ জন প্রাক্তন ফুটবলার ফুটবল কোচিংয়ের প্রশিক্ষণ নেন।
|